ETV Bharat / city

আগামী শুক্র-শনি শুধুমাত্র দ্বিতীয় ডোজ় দেবে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি - টিকাকরণ

কলকাতায় এই মুহূর্তে করোনার দ্বিতীয় ডোজ়ের টিকা প্রাপকের সংখ্যা 67 হাজার । তাই প্রথম ডোজ়ের টিকাকরণ আগামী শুক্র ও শনিতে বন্ধ রেখে শুধুমাত্র দ্বিতীয় ডোজ়ের টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

s
s
author img

By

Published : Jul 7, 2021, 7:12 AM IST

কলকাতা, 7 জুলাই : আগামী শুক্র ও শনিবার কলকাতা পৌরনিগমের সবকটি স্বাস্থ্যকেন্দ্র থেকে শুধুমাত্র করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে । দ্বিতীয় ডোজ়ের টিকা প্রাপকদের সংখ্যা বেড়ে যাওয়াতে কলকাতা পৌরনিগমের এই সিদ্ধান্ত ।

কলকাতায় এই মুহূর্তে করোনার দ্বিতীয় ডোজ়ের টিকা প্রাপকের সংখ্যা 67 হাজার । তাই প্রথম ডোজ়ের টিকাকরণ আগামী শুক্র ও শনিতে বন্ধ রেখে শুধুমাত্র দ্বিতীয় ডোজ়ের টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে, আজ কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে প্রথম অর্ধে নিয়মমাফিক শিশুদের বিভিন্ন রোগের টিকাকরণ হবে । দ্বিতীয়ার্ধে করোনার প্রথম ডোজ়ের টিকাকরণ চলবে ।

এছাড়াও বৃহস্পতিবার প্রথম অর্ধে করোনার প্রথম ডোজ়ের টিকাকরণ হবে । দ্বিতীয়ার্ধে করোনার দ্বিতীয় ডোজ় দেওয়া হবে । কিন্তু আগামী শুক্রবার ও শনিবার প্রথম ডোজ়ের টিকাকরণ বন্ধ থাকছে । কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে টিকাকরণের বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন তিনি । আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, আগামী শুক্রবার ও শনিবার কলকাতা পৌরনিগমের 194টি স্বাস্থ্যকেন্দ্র থেকে শুধুমাত্র দ্বিতীয় ডোজ়ের টিকাই দেওয়া হবে । বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত নিয়ম অনুসারে শিশুদের বিভিন্ন অসুখের টিকাকরণ যেমন হয় তা করা হবে । বেলা 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত করোনার প্রথম ডোজ় দেওয়া হবে । বৃহস্পতিবার দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত করোনার প্রথম ডোজ়ের টিকা দেওয়া হবে । বেলা 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত করোনার দ্বিতীয় ডোজ়ের টিকা দেওয়া হবে ।

আরও পড়ুন: 18 বছরের উর্ধ্বে ভ্যাকসিন শুরু কবে ? উত্তর নেই কলকাতা পৌরনিগমের কাছে

এদিন কলকাতা পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, টিকার অভাবেই প্রতিদিন নীতি বদল করতে হচ্ছে ।

এদিন কেন্দ্রীয় সরকারের টিকাকরণ নীতির সমালোচনা করে অতীন ঘোষ বলেন, "কেন্দ্রীয় সরকার অত্যন্ত কম সংখ্যায় টিকা পাঠাচ্ছে । ফলে সাধারণ মানুষের মধ্যে টিকার চাহিদা থাকলেও টিকাকরণ দ্রুত গতিতে করা যাচ্ছে না । প্রত্যেকদিন 50 হাজার মানুষকে টিকাকরণের পরিকাঠামো রয়েছে কলকাতা পৌরনিগমের । কিন্তু টিকার অভাবে সকলকে টিকা দেওয়া যাচ্ছে না । এদিকে বহু টিকা গ্রাহকের দ্বিতীয় ডোজ়ের সময় হয়ে গিয়েছে । তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলাদা করে দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ হবে ৷"

কলকাতা, 7 জুলাই : আগামী শুক্র ও শনিবার কলকাতা পৌরনিগমের সবকটি স্বাস্থ্যকেন্দ্র থেকে শুধুমাত্র করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে । দ্বিতীয় ডোজ়ের টিকা প্রাপকদের সংখ্যা বেড়ে যাওয়াতে কলকাতা পৌরনিগমের এই সিদ্ধান্ত ।

কলকাতায় এই মুহূর্তে করোনার দ্বিতীয় ডোজ়ের টিকা প্রাপকের সংখ্যা 67 হাজার । তাই প্রথম ডোজ়ের টিকাকরণ আগামী শুক্র ও শনিতে বন্ধ রেখে শুধুমাত্র দ্বিতীয় ডোজ়ের টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে, আজ কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে প্রথম অর্ধে নিয়মমাফিক শিশুদের বিভিন্ন রোগের টিকাকরণ হবে । দ্বিতীয়ার্ধে করোনার প্রথম ডোজ়ের টিকাকরণ চলবে ।

এছাড়াও বৃহস্পতিবার প্রথম অর্ধে করোনার প্রথম ডোজ়ের টিকাকরণ হবে । দ্বিতীয়ার্ধে করোনার দ্বিতীয় ডোজ় দেওয়া হবে । কিন্তু আগামী শুক্রবার ও শনিবার প্রথম ডোজ়ের টিকাকরণ বন্ধ থাকছে । কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে টিকাকরণের বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন তিনি । আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, আগামী শুক্রবার ও শনিবার কলকাতা পৌরনিগমের 194টি স্বাস্থ্যকেন্দ্র থেকে শুধুমাত্র দ্বিতীয় ডোজ়ের টিকাই দেওয়া হবে । বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত নিয়ম অনুসারে শিশুদের বিভিন্ন অসুখের টিকাকরণ যেমন হয় তা করা হবে । বেলা 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত করোনার প্রথম ডোজ় দেওয়া হবে । বৃহস্পতিবার দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত করোনার প্রথম ডোজ়ের টিকা দেওয়া হবে । বেলা 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত করোনার দ্বিতীয় ডোজ়ের টিকা দেওয়া হবে ।

আরও পড়ুন: 18 বছরের উর্ধ্বে ভ্যাকসিন শুরু কবে ? উত্তর নেই কলকাতা পৌরনিগমের কাছে

এদিন কলকাতা পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, টিকার অভাবেই প্রতিদিন নীতি বদল করতে হচ্ছে ।

এদিন কেন্দ্রীয় সরকারের টিকাকরণ নীতির সমালোচনা করে অতীন ঘোষ বলেন, "কেন্দ্রীয় সরকার অত্যন্ত কম সংখ্যায় টিকা পাঠাচ্ছে । ফলে সাধারণ মানুষের মধ্যে টিকার চাহিদা থাকলেও টিকাকরণ দ্রুত গতিতে করা যাচ্ছে না । প্রত্যেকদিন 50 হাজার মানুষকে টিকাকরণের পরিকাঠামো রয়েছে কলকাতা পৌরনিগমের । কিন্তু টিকার অভাবে সকলকে টিকা দেওয়া যাচ্ছে না । এদিকে বহু টিকা গ্রাহকের দ্বিতীয় ডোজ়ের সময় হয়ে গিয়েছে । তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলাদা করে দ্বিতীয় ডোজ়ের টিকাকরণ হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.