শিলিগুড়ি, 21 নভেম্বর : নব বিবাহিত এক দম্পতির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি (Siliguri) শহরে । রবিবার সকালে ওই নববিবাহিত দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা । এদিন সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারির দেবীডাঙা এলাকায় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মশিউর রহমান ও তাঁর স্ত্রীর নাম নওসাদ নাসরিন । মশিউর ভাঙারির ব্যবসা করতেন । এদিন সকালে ঘর থেকে ওই দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা । পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ৷
আরও পড়ুন : Siliguri Murder: অশান্তির জেরে শিলিগুড়িতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে খুন মদ্যপ বাবার
পরিবার সূত্রে জানা গিয়েছে, 7 নভেম্বর ওই দু‘জনের বিয়ে হয়েছিল । বধূ ইসলামপুরের রামগঞ্জের বাসিন্দা । ওই তরুণী স্থানীয় রামগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন । পরিবারের লোকেরাই সামাজিক মতে বিয়ে ঠিক করেছিলেন । বিয়ের আগে মেয়ের পরিবারের তরফে ছেলের পরিবারকে জানিয়েছিল যে, তাদের মেয়েকে যেন শ্বশুরবাড়িতেও পড়াশোনার অনুমতি দেওয়া হয় । ছেলের পরিবার তাতে অনুমতিও দেয় ।
অভিযোগ, পরে তা নিয়ে শুরু হয় বিবাদ । এমনকি বিয়ের দিনও ওই বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয় । তবে সেই সময় বুঝিয়ে সুঝিয়ে বিয়ে হয় । এরপর ওই তরুণী শ্বশুরবাড়ি চলে আসেন । এরই মধ্যে উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনের জন্য মেয়ের বাবা শ্বশুরবাড়িতে ফোন করে জানান । কিন্তু শ্বশুরবাড়ির লোক তা নিয়ে টালবাহানা করতে থাকেন ।
আরও পড়ুন : Drugs Recovered : শিলিগুড়িতে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, গ্রেফতার 5
শনিবার রাতেও মেয়ের বাবা নাজিমুল রহমান ফের ফোন করে জানান, সোমবার রেজিস্ট্রেশন রয়েছে, তাঁর মেয়েকে যেন রবিবার পাঠিয়ে দেওয়া হয় । কিন্তু এরপরও তাঁকে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ ।
জানা গিয়েছে যে রাতে স্বামী স্ত্রী দু’জনেই খাওয়াদাওয়ার পর শুতে চলে যান । সকালে বাড়ির লোক খাওয়ার জন্য ডাকলে দরজা ভিতর থেকে বন্ধ পান । অনেক ডাকাডাকির পরও সাড়া না দিলে জানলা দিয়ে উঁকি মেরে দেখেন দু’জনেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন । এরপরই পরিবারের লোকেরা দরজা ভেঙে দেহ নামায় এবং পুলিশে খবর দেয় ।
আরও পড়ুন : Fake Covid Report : করোনার ভুয়ো রিপোর্ট চক্রের হদিস শিলিগুড়িতে, গ্রেফতার ব্যবসায়ী
এদিকে খুনের অভিযোগ তুলে মেয়ের পরিজনরা প্রধাননগর থানায় বিক্ষোভ দেখান । মেয়ের বাবা নজিমুল রহমান অভিযোগ করে বলেন, "আমার মেয়েকে খুন করা হয়েছে । ছেলের পরিবারের সদস্যরা খুন করেছে । ওকে কোনওমতেই বাড়ি আসতে দিচ্ছিল না ।"
তবে পড়াশোনার জন্য যদি বধূ আত্ম্যহত্যা করে থাকেন, তাহলে স্বামী কেন আত্ম্যহত্যা করলেন, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি (পশ্চিম) মণীশকুমার যাদব বলেন, "ঘটনাটি নিছক আত্ম্যহত্যা না খুন তা খতিয়ে দেখা হচ্ছে । ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না ।" উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত দু’জনের ময়নাতদন্ত হবে ৷
আরও পড়ুন : Crime : শিলিগুড়িতে পুলিশের হেফাজত থেকে পালিয়েও ফের ধরা পড়ল দুই অভিযুক্ত