কলকাতা, 8 ফেব্রুয়ারি: কলকাতা পুলিশের নতুন নগরপাল হিসেবে দায়িত্ব নিলেন সৌমেন মিত্র। লালবাজারে তাঁর হাতে দায়িত্বভার তুলে দেন প্রাক্তন নগরপাল অনুজ শর্মা। সবাই মিলে ভালো কাজ করার বার্তা দিয়েছেন নগরপাল।
এ দিন দায়িত্বভাব বুঝে নিয়ে সৌমেন বলেন, ''কলকাতা পুলিশের অনেক সুনাম রয়েছে। ভালো ভালো আধিকারিক আছেন। সকলে মিলে ভালো কাজ করতে হবে।''
এর আগেও কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করেছেন সৌমেন মিত্র। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে তাঁকে নগরপাল করে আনা হয়েছিল। তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল সৌমেন মিত্রকে। যদিও তখন খুব অল্প সময়ের জন্যই নগরপালের দায়িত্ব সামলেছিলেন তিনি।
তবে সেই সময় যে দক্ষতার সঙ্গে এবং কড়াভাবে তিনি নির্বাচনের দায়িত্ব পালন করেছিলেন, তা প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। বর্তমানে ফের রাজ্যে ভোটের আবহ। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল, তখনও পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়ে গিয়েছিল । এই পরিস্থিতিতে অনুজ শর্মার তিন বছর পার হয়ে যাওয়ার ফলে বিকল্প হিসেবে রাজ্য সরকারের প্রথম পছন্দ সৌমেন মিত্র।
আরও পড়ুন: কে এই নতুন নগরপাল আইপিএস সৌমেন মিত্র ?
ইতিহাসের গ্রাজুয়েশনের পরই তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন । এরপর 1988 সাল থেকে প্রথম পশ্চিমবঙ্গ ক্যাডারে নিযুক্ত হন এই দাপুটে সৎ নির্ভীক আইপিএস সৌমেন মিত্র । তাঁর চাকরিজীবন শুরু দার্জিলিং জেলা প্রশাসক হিসাবে । এরপর দার্জিলিঙে অ্যাসিস্ট্যান্ট কমিশনার , ব্যারাকপুরে সাব ডিভিশনাল অফিসার হিসাবে কাজ করেন । এরপর একে একে মুর্শিদাবাদের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, আসানসোলের অতিরিক্ত পুলিশ সুপার, কলকাতায় গোয়েন্দা বিভাগে কাজ করেন । এরপর তিনি মুর্শিদাবাদ জেলার প্রথম পুলিশ সুপার হন । হাওড়া জেলা পুলিশ, মুর্শিদাবাদ জেলা এবং কলকাতা পুলিশ, সিআইডি-তে দীর্ঘকাল ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ।