ETV Bharat / city

অল্প বৃষ্টিতেই হাঁটুজল ! সমস্যা সমাধানে বৈঠক মেয়র পারিষদের

উত্তর কলকাতার জল জমার সমস্যা মেটাতে বৈঠক মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংয়ের । উত্তর কলকাতার 4 নম্বর বরোর কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তিনি । জল জমার সমস্যা এড়াতে নতুন পাইপ লাইনের পরিকল্পনা করা হয়েছে ।

অল্প বৃষ্টিতেই হাঁটুজল ! সমস্যা সমাধানে বৈঠক মেয়র পারিষদের
author img

By

Published : Jul 15, 2019, 11:53 PM IST

কলকাতা, 15 জুলাই : অল্প বৃষ্টিতেই উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা বহুদিনের। এবার সেই সমস্যার সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই নিয়ে আজ বৈঠক করলেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং । উত্তর কলকাতার 4 নম্বর বরোর কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তিনি । আগামীকাল ও পরশু এলাকা পরিদর্শনেও যাবেন ।

এবারও বর্ষায় ভাসতে পারে উত্তর কলকাতা । আশঙ্কা কলকাতা পৌরনিগমের । সেই কারণেই আজ এই বিষয়ে বৈঠক করেন তারকবাবু । জল জমার সমস্যা দূর করতে দ্রুত কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয় আজ আলোচনা হয়েছে । অল্প বৃষ্টিতেই জল জমে যায় উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় । মহাত্মা গান্ধি রোড, সুখিয়া স্ট্রিট, মদনমোহনতলা-সহ বেশ কিছু এলাকায় সামান্য বৃষ্টিতে জল জমে । আজ বৈঠকে উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলের জল জমার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে । উত্তর কলকাতায় জল জমার সমস্যার কথা স্বীকার করে নেন তিনি । তারক সিং জানিয়েছেন, পানীয় জলের পাইপ লাইন ও মেট্রোর কাজের জন্য কিছু বাধা তৈরি হয়েছে নিকাশি পাইপলাইনগুলিতে । এর জন্য উত্তর ও মধ্য কলকাতায় জল জমার সমস্যা তৈরি হয়েছে । দ্রুত এই জমা জলের অপসারণের কাজ শুরু করা হবে । মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে দ্রুত এই সমস্যা সমাধান করতে মৌলালি থেকে পামারবাজার পর্যন্ত নতুন করে আধুনিক নিকাশি ব্যবস্থা তৈরি করা হবে ।

তারক সিং বলেন, "এর আগেও এই বিষয়ে বোরো লেভেলে মিটিং করেছিলাম । উত্তর কলকাতায় বেশ কিছু জায়গায় জল জমার সমস্যা রয়েছে । এইসব এলাকায় কিছু প্রযুক্তিগত সমস্যা আছে । আমার নজরে সেগুলো ছিল না । বোরো মিটিংয়ে যাওয়ার পর আমি জানতে পারি । ওই জায়গাগুলোতে পানীয় জলের পাইপ লাইন যাওয়ার জন্য কিছু সমস্যা রয়েছে । কিছুটা মেট্রো রেলের জন্য়ও সমস্যা আছে । দীর্ঘদিন ধরেই এই সমস্যা । কিছু জায়গা এমনও আছে যেখানে গ্রীষ্মকালেও জল জমে থাকে । এই বিষয়ে আগামীকাল ও পরশু ইনস্পেকশন হবে । এলাকার ছবি ও ভিডিয়ো আমায় পাঠানোর কথা বলেছি ।"

কেন্দ্রীয় আমরুত প্রকল্পের আর্থিক সহায়তা আটকে থাকায় আপাতত বন্ধ উত্তর কলকাতার নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রকল্প । কলকাতা পৌরনিগমের BJP কাউন্সিলর মীনাদেবী পুরোহিতকে তারক সিং অনুরোধ করেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে এই প্রকল্পটির কাজ দ্রুত সম্পন্ন করুন । তারক বলেন, "আমি মীনাদেবী পুরোহিতকে এই প্রকল্পের টাকা যাতে দ্রুত রিলিজ় হয়ে যায় সেই বিষয়টা দেখার জন্য বলেছি । আমরা আমাদের স্তর থেকেও চেষ্টা করছি । এই বিষয়টা মনিটারিং করছেন জয়েন্ট কমিশনার তাপস চৌধুরি । ওঁর সঙ্গেও আমি এই বিষয়ে কথা বলেছি । উনিও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন । আমি নিজেও বিষয়টিতে মনিটারিং করব ।"

কলকাতা, 15 জুলাই : অল্প বৃষ্টিতেই উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় জল জমার সমস্যা বহুদিনের। এবার সেই সমস্যার সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই নিয়ে আজ বৈঠক করলেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং । উত্তর কলকাতার 4 নম্বর বরোর কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তিনি । আগামীকাল ও পরশু এলাকা পরিদর্শনেও যাবেন ।

এবারও বর্ষায় ভাসতে পারে উত্তর কলকাতা । আশঙ্কা কলকাতা পৌরনিগমের । সেই কারণেই আজ এই বিষয়ে বৈঠক করেন তারকবাবু । জল জমার সমস্যা দূর করতে দ্রুত কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয় আজ আলোচনা হয়েছে । অল্প বৃষ্টিতেই জল জমে যায় উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় । মহাত্মা গান্ধি রোড, সুখিয়া স্ট্রিট, মদনমোহনতলা-সহ বেশ কিছু এলাকায় সামান্য বৃষ্টিতে জল জমে । আজ বৈঠকে উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলের জল জমার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে । উত্তর কলকাতায় জল জমার সমস্যার কথা স্বীকার করে নেন তিনি । তারক সিং জানিয়েছেন, পানীয় জলের পাইপ লাইন ও মেট্রোর কাজের জন্য কিছু বাধা তৈরি হয়েছে নিকাশি পাইপলাইনগুলিতে । এর জন্য উত্তর ও মধ্য কলকাতায় জল জমার সমস্যা তৈরি হয়েছে । দ্রুত এই জমা জলের অপসারণের কাজ শুরু করা হবে । মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে দ্রুত এই সমস্যা সমাধান করতে মৌলালি থেকে পামারবাজার পর্যন্ত নতুন করে আধুনিক নিকাশি ব্যবস্থা তৈরি করা হবে ।

তারক সিং বলেন, "এর আগেও এই বিষয়ে বোরো লেভেলে মিটিং করেছিলাম । উত্তর কলকাতায় বেশ কিছু জায়গায় জল জমার সমস্যা রয়েছে । এইসব এলাকায় কিছু প্রযুক্তিগত সমস্যা আছে । আমার নজরে সেগুলো ছিল না । বোরো মিটিংয়ে যাওয়ার পর আমি জানতে পারি । ওই জায়গাগুলোতে পানীয় জলের পাইপ লাইন যাওয়ার জন্য কিছু সমস্যা রয়েছে । কিছুটা মেট্রো রেলের জন্য়ও সমস্যা আছে । দীর্ঘদিন ধরেই এই সমস্যা । কিছু জায়গা এমনও আছে যেখানে গ্রীষ্মকালেও জল জমে থাকে । এই বিষয়ে আগামীকাল ও পরশু ইনস্পেকশন হবে । এলাকার ছবি ও ভিডিয়ো আমায় পাঠানোর কথা বলেছি ।"

কেন্দ্রীয় আমরুত প্রকল্পের আর্থিক সহায়তা আটকে থাকায় আপাতত বন্ধ উত্তর কলকাতার নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রকল্প । কলকাতা পৌরনিগমের BJP কাউন্সিলর মীনাদেবী পুরোহিতকে তারক সিং অনুরোধ করেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে এই প্রকল্পটির কাজ দ্রুত সম্পন্ন করুন । তারক বলেন, "আমি মীনাদেবী পুরোহিতকে এই প্রকল্পের টাকা যাতে দ্রুত রিলিজ় হয়ে যায় সেই বিষয়টা দেখার জন্য বলেছি । আমরা আমাদের স্তর থেকেও চেষ্টা করছি । এই বিষয়টা মনিটারিং করছেন জয়েন্ট কমিশনার তাপস চৌধুরি । ওঁর সঙ্গেও আমি এই বিষয়ে কথা বলেছি । উনিও এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন । আমি নিজেও বিষয়টিতে মনিটারিং করব ।"

Intro:আবারো বর্ষায় ভাসতে পারে উত্তর কলকাতা আশঙ্কা কলকাতা পুরনিগমের।উত্তর কলকাতার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র পরিষদ নিকাশি তারক সিং। আগামী কাল এবং পরশু এলাকায় পরিদর্শনে যাবেন তারক সিং নিজেই।উত্তর কলকাতায় অল্প বর্ষা য় জল জমে যায় বিভিন্ন এলাকায়। মহাত্মা গান্ধী রোড, সুখিয়া স্ট্রিট,মদনমোহন তলা সহ বেশ কিছু এলাকায় একটু বৃষ্টিতে জল জমে যায়। এই এলাকার জল জমার সমস্যা কে দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারক সিং।Body:এ দিনের বৈঠকে উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলের জল জমা সমস্যা নিয়ে আলোচনা হয়। জল উত্তর কলকাতায় জল যাবার কথা স্বীকার করে নেন তিনি। তারক সিং জানিয়েছেন পানীয় জলের পাইপ লাইন ও মেট্রো কাজের জন্য কিছু বাধা তৈরি হয়েছে নিকাশি পাইপলাইন গুলিতে। এর উত্তর-মধ্য কলকাতায় জল জমার সমস্যা তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন দ্রুত এই জমা জলে অপসারণ এর কাজ শুরু করা হবে। মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন দ্রুত এই সমস্যা সমাধান করতে তাই মৌলালী থেকে পামার বাজার পর্যন্ত নতুন করে আধুনিক নিকাশি ব্যবস্থা তৈরি করা হবে। Conclusion:কেন্দ্রীয় আমরুত প্রকল্পের আর্থিক সহায়তা আটকে রয়েছে উত্তর কলকাতার নিকাশি ব্যবস্থা কে ঢেলে সাজানোর প্রকল্প।বিজেপি দলনেত্রী কলকাতা পুরনিগমের মিনা দেবী পুরোহিতকে তারক সিংয়ের বিশেষ অনুরোধ কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে যাতে এই প্রকল্প টি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.