ETV Bharat / city

KMC on Air Pollution : মহানগরীর বায়ুদূষণ মোকাবিলায় কাউন্সিলরদের পুরস্কৃত করবেন ফিরহাদ - New move of KMC to control air pollution in Kolkata

শীত পড়লেই জমিয়ে ঠান্ডার সঙ্গে আসরে নামে বায়ুদূষণ । বায়ুদূষণে দেশের অন্যতম প্রধান শহর হয়ে উঠেছে কলকাতা । একে কাবু করতে পুরস্কারের কথা ঘোষণা করলেন স্বয়ং মেয়র (KMC on Air Pollution) ।

Air Pollution in Kolkata
কলকাতায় বায়ুদূষণ
author img

By

Published : Jan 30, 2022, 8:50 AM IST

কলকাতা, 30 জানুয়ারি : ভারতে বায়ুদূষণে দিল্লির পরেই কলকাতা । বাতাসে কার্বন, ধূলিকণার পরিমাণ যেন সব সীমা ছাড়িয়েছে এখানে । তাই দূষণ ঠেকাতে উদ্যোগী কাউন্সিলরদের এবার পুরস্কৃত করার কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম (KMC to award councillors if air pollution controlled) ।

শীতকালে শহরজুড়ে দূষণ লাগামহীন হয়ে ওঠে । তা নিয়ন্ত্রণে যে পরিকাঠামো বা আনুষঙ্গিক পদক্ষেপ দরকার, সেসব সেই অর্থে তা চোখে পড়ে না । কিন্তু ফল ভুগছেন নগরবাসী । এই বায়ুদূষণের ফলে মহানগরবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন । বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শহরে গাছের পরিমাণ বেশ খানিকটা কমেছে । এই পরিস্থিতিতে বায়ুদূষণ কলকাতা পৌরনিগমের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে । তবে শুধুমাত্র পৌর কর্তৃপক্ষের একার পক্ষে বায়ুদূষণের মোকাবিলা করা সম্ভব নয় । তাই কাউন্সিলরদেরও এগিয়ে আসতে আবেদন জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।

শহরের বায়ুদূষণ কমাতে নতুন পরিকল্পনার কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ু‌ন : KMC to Increase Money Spending Limit : কমিশনার, মেয়র পরিষদদের টাকা খরচের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব আসছে কলকাতা পৌরনিগমে

এদিন তিনি জানান, কলকাতার বায়ুদূষণ পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক । তাই এবার কলকাতা পৌরনিগমের সব কাউন্সিলরদের দায়িত্ব নিতে হবে । এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের নিজের ওয়ার্ডে বায়ু দূষণের সূচকের উন্নতি করতে পারলে, দূষণ কমাতে পারলে, গাছ লাগানোর ব্যবস্থা করলে তার কাজকর্মের ভিত্তিতে সেই কাউন্সিলরকে পুরস্কৃত করা হবে ৷

এছাড়াও প্রতিটি ওয়ার্ডের সামাজিক প্রকল্পে কাউন্সিলররা যাতে ‘আমরা-ওরা’ ভাগ না করেন তার কথাও বলেন মেয়র । রাজনৈতিক দল নির্বিচারে প্রত্যেককে একসঙ্গে কাজ করার বার্তা দেন ফিরহাদ ।

কলকাতা, 30 জানুয়ারি : ভারতে বায়ুদূষণে দিল্লির পরেই কলকাতা । বাতাসে কার্বন, ধূলিকণার পরিমাণ যেন সব সীমা ছাড়িয়েছে এখানে । তাই দূষণ ঠেকাতে উদ্যোগী কাউন্সিলরদের এবার পুরস্কৃত করার কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম (KMC to award councillors if air pollution controlled) ।

শীতকালে শহরজুড়ে দূষণ লাগামহীন হয়ে ওঠে । তা নিয়ন্ত্রণে যে পরিকাঠামো বা আনুষঙ্গিক পদক্ষেপ দরকার, সেসব সেই অর্থে তা চোখে পড়ে না । কিন্তু ফল ভুগছেন নগরবাসী । এই বায়ুদূষণের ফলে মহানগরবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন । বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে শহরে গাছের পরিমাণ বেশ খানিকটা কমেছে । এই পরিস্থিতিতে বায়ুদূষণ কলকাতা পৌরনিগমের মাথাব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে । তবে শুধুমাত্র পৌর কর্তৃপক্ষের একার পক্ষে বায়ুদূষণের মোকাবিলা করা সম্ভব নয় । তাই কাউন্সিলরদেরও এগিয়ে আসতে আবেদন জানালেন মেয়র ফিরহাদ হাকিম ।

শহরের বায়ুদূষণ কমাতে নতুন পরিকল্পনার কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ু‌ন : KMC to Increase Money Spending Limit : কমিশনার, মেয়র পরিষদদের টাকা খরচের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব আসছে কলকাতা পৌরনিগমে

এদিন তিনি জানান, কলকাতার বায়ুদূষণ পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক । তাই এবার কলকাতা পৌরনিগমের সব কাউন্সিলরদের দায়িত্ব নিতে হবে । এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজের নিজের ওয়ার্ডে বায়ু দূষণের সূচকের উন্নতি করতে পারলে, দূষণ কমাতে পারলে, গাছ লাগানোর ব্যবস্থা করলে তার কাজকর্মের ভিত্তিতে সেই কাউন্সিলরকে পুরস্কৃত করা হবে ৷

এছাড়াও প্রতিটি ওয়ার্ডের সামাজিক প্রকল্পে কাউন্সিলররা যাতে ‘আমরা-ওরা’ ভাগ না করেন তার কথাও বলেন মেয়র । রাজনৈতিক দল নির্বিচারে প্রত্যেককে একসঙ্গে কাজ করার বার্তা দেন ফিরহাদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.