ETV Bharat / city

TMC Hoarding Controversy দক্ষিণের পর উত্তর, আবার তৃণমূলের নামে হোর্ডিং, আবারও বিতর্ক - আবারও বিতর্ক

শহর কলকাতায় তৃণমূল কংগ্রেসের নামে আবারও শুরু হোর্ডিং বিতর্ক (TMC Hoarding Controversy) ৷ এবার কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি-সহ হোর্ডিং দেওয়া হল ৷ তাতে রয়েছে নয়া বার্তা ৷

New Hoarding for TMC with Mamata Banerjee and Abhishek Banerjee pictures sparks controversy again
TMC Hoarding Controversy দক্ষিণের পর উত্তর, আবার তৃণমূলের নামে হোর্ডিং, আবারও বিতর্ক
author img

By

Published : Aug 21, 2022, 3:10 PM IST

Updated : Aug 21, 2022, 4:02 PM IST

কলকাতা, 21 অগস্ট: 'নতুন তৃণমূল'-এর পর আবার হোর্ডিং ৷ আবারও বিতর্ক শাসকদলের নেতৃত্ব নিয়ে (TMC Hoarding Controversy) ৷ দক্ষিণের পর এবার বিতর্কের কেন্দ্রভূমি উত্তর কলকাতা ৷ আরও স্পষ্ট করে বলতে গেলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে দেওয়া হল এই নতুন হোর্ডিং ! কী লেখা হয়েছে তাতে ? এই হোর্ডিংয়ে লেখা হয়েছে 'পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ' ! পুরাতনের পাশে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি ৷ আর নতুনের পাশে রয়েছে তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি ৷ নীচে লেখা রয়েছে, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে ৷" প্রশ্ন উঠছে, এই হোর্ডিং দিল কে ? তার জবাবও মজুত রয়েছে হোর্ডিংয়ে ৷ সেখানে '28 ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরাম'-এর উল্লেখ রয়েছে ৷

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এরা কারা ? হঠাৎ করে এরা এই ধরনের হোর্ডিং দিতে গেল কেন ? বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, তারা কোনও রাজনৈতিক সংগঠন নয় ৷ তবে, তারাই এই হোর্ডিং দিয়েছে ! এই ফোরামের তরফ থেকে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ ৷ তাঁর নেতৃত্বে বাংলা চলছে ৷ 2011 সালে লড়াই করে রাজ্যে পরিবর্তন এনেছিলেন তিনি ৷ কিন্তু, এখন তাঁর পাশাপাশি এই লড়াই লড়ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ সেটা তাঁদের আরও ভালো লেগেছে বলে জানিয়েছেন ফোরামের প্রতিনিধিরা ৷ আর এই কারণেই তাঁরা 'নতুনই ভবিষ্যৎ' শব্দ দু'টি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: 6 মাসে নতুন তৃণমূলের চেহারা কেমন হবে, যা বলছে রাজনৈতিক মহল

ফোরামের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই হোর্ডিংয়ের সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই ! এমনকী, এই হোর্ডিংয়ের পক্ষে আদৌ দলের অনুমোদন রয়েছে কিনা, তাও ভাবছেন না তাঁরা ! দলকে জিজ্ঞাসা করেও এই প্রচার করা হয়নি বলে দাবি করেছেন ফোরামের প্রতিনিধিরা ! তাঁদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই ৷ কিন্তু, নতুন প্রজন্মকে উৎসাহিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাই 'দুইয়ের মিশেলে' এই হোর্ডিং তৈরি করা হয়েছে !

প্রসঙ্গত, এদিন যে হোর্ডিং প্রকাশ্যে এসেছে, সেটি যে শুধুমাত্র কুণাল ঘোষের বাড়ির সামনেই দেওয়া হয়েছে, তাই নয় ৷ উল্লেখ্য, অতীতে একাধিকবার এই সিটিজেন্স ফোরামের ব্যানারে মিটিং মিছিল করেছেন কুণাল ৷ এমনকী, সেইসব কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে, তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত-সহ অনেকেরই উপস্থিতি নজর কেড়েছে ৷ এই প্রেক্ষাপটে কীভাবে এই সিটিজেন্স ফোরামকে অরাজনৈতিক বলা চলে, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

আবারও শহরে হোর্ডিং বিতর্ক !

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, "ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, সেগুলিকে তিনি ম্যানেজ করে নিয়েছেন ৷ এর ফলে ভাইপোকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে ছাড় দিয়েছে, তা বোঝা যাচ্ছে ৷ বদলে 'দিদি'কে আক্রমণ করছে বিজেপি ৷ এটা আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ এভাবেই তৃণমূল কংগ্রেস তাদের শেষের দিকে এগিয়ে যাচ্ছে ৷ তৃণমূল দলের শেষযাত্রা শুরু হয়ে গিয়েছে ৷"

অন্যদিকে, সিপিএম-এর রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya) এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটা কোনও রাজনৈতিক দল নয় ৷ দুর্নীতিগ্রস্তদের একটা ক্লাব ৷ সেই ক্লাবে সকাল-বিকেল পরিবর্তন হয় ৷ কোন নিয়ম নেই, নীতি নেই ৷ ওঁরা ওঁদের চামড়া বাঁচানোর জন্য এসব কথা বলছেন ৷ এঁদের নিয়ে যত কম কথা বলবেন, ততই ভালো ৷ এই ক্লাব নিয়ে কথা বলা মানে আপনাদের সময় নষ্ট ৷ মানুষেরও সময় নষ্ট ৷"

প্রসঙ্গত, কয়েক দিন আগে দক্ষিণ কলকাতায় বেশ কয়েকটি জায়গায় একটি হোর্ডিং চোখে পড়েছিল ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি-সহ সেই হোর্ডিংয়ে আগামী ছ'মাসের মধ্য়ে মানুষের চাহিদা অনুসারে নতুন তৃণমূল কংগ্রেস গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ তার জেরে ওয়াকিবহাল মহলের একাংশের মনে হয়েছিল, রাজ্যে শাসকদলের শীর্ষ নেতৃত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে ৷ তার জেরেই শুধুমাত্র অভিষেকের ছবি-সহ এমন হোর্ডিং দেওয়া হয়েছে ! সেই 'ড্যামেজ' মেরামত করতেই নতুন হোর্ডিং কিনা, তা নিয়ে শুরু হয়েছে চর্চা ৷

কলকাতা, 21 অগস্ট: 'নতুন তৃণমূল'-এর পর আবার হোর্ডিং ৷ আবারও বিতর্ক শাসকদলের নেতৃত্ব নিয়ে (TMC Hoarding Controversy) ৷ দক্ষিণের পর এবার বিতর্কের কেন্দ্রভূমি উত্তর কলকাতা ৷ আরও স্পষ্ট করে বলতে গেলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে দেওয়া হল এই নতুন হোর্ডিং ! কী লেখা হয়েছে তাতে ? এই হোর্ডিংয়ে লেখা হয়েছে 'পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ' ! পুরাতনের পাশে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি ৷ আর নতুনের পাশে রয়েছে তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি ৷ নীচে লেখা রয়েছে, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে ৷" প্রশ্ন উঠছে, এই হোর্ডিং দিল কে ? তার জবাবও মজুত রয়েছে হোর্ডিংয়ে ৷ সেখানে '28 ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরাম'-এর উল্লেখ রয়েছে ৷

খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এরা কারা ? হঠাৎ করে এরা এই ধরনের হোর্ডিং দিতে গেল কেন ? বাংলা সিটিজেন্স ফোরামের তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, তারা কোনও রাজনৈতিক সংগঠন নয় ৷ তবে, তারাই এই হোর্ডিং দিয়েছে ! এই ফোরামের তরফ থেকে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ ৷ তাঁর নেতৃত্বে বাংলা চলছে ৷ 2011 সালে লড়াই করে রাজ্যে পরিবর্তন এনেছিলেন তিনি ৷ কিন্তু, এখন তাঁর পাশাপাশি এই লড়াই লড়ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ সেটা তাঁদের আরও ভালো লেগেছে বলে জানিয়েছেন ফোরামের প্রতিনিধিরা ৷ আর এই কারণেই তাঁরা 'নতুনই ভবিষ্যৎ' শব্দ দু'টি ব্যবহার করেছেন বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন: 6 মাসে নতুন তৃণমূলের চেহারা কেমন হবে, যা বলছে রাজনৈতিক মহল

ফোরামের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এই হোর্ডিংয়ের সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই ! এমনকী, এই হোর্ডিংয়ের পক্ষে আদৌ দলের অনুমোদন রয়েছে কিনা, তাও ভাবছেন না তাঁরা ! দলকে জিজ্ঞাসা করেও এই প্রচার করা হয়নি বলে দাবি করেছেন ফোরামের প্রতিনিধিরা ! তাঁদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই ৷ কিন্তু, নতুন প্রজন্মকে উৎসাহিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাই 'দুইয়ের মিশেলে' এই হোর্ডিং তৈরি করা হয়েছে !

প্রসঙ্গত, এদিন যে হোর্ডিং প্রকাশ্যে এসেছে, সেটি যে শুধুমাত্র কুণাল ঘোষের বাড়ির সামনেই দেওয়া হয়েছে, তাই নয় ৷ উল্লেখ্য, অতীতে একাধিকবার এই সিটিজেন্স ফোরামের ব্যানারে মিটিং মিছিল করেছেন কুণাল ৷ এমনকী, সেইসব কর্মসূচিতে প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে, তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত-সহ অনেকেরই উপস্থিতি নজর কেড়েছে ৷ এই প্রেক্ষাপটে কীভাবে এই সিটিজেন্স ফোরামকে অরাজনৈতিক বলা চলে, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

আবারও শহরে হোর্ডিং বিতর্ক !

এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেন, "ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, সেগুলিকে তিনি ম্যানেজ করে নিয়েছেন ৷ এর ফলে ভাইপোকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে ছাড় দিয়েছে, তা বোঝা যাচ্ছে ৷ বদলে 'দিদি'কে আক্রমণ করছে বিজেপি ৷ এটা আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ এভাবেই তৃণমূল কংগ্রেস তাদের শেষের দিকে এগিয়ে যাচ্ছে ৷ তৃণমূল দলের শেষযাত্রা শুরু হয়ে গিয়েছে ৷"

অন্যদিকে, সিপিএম-এর রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya) এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটা কোনও রাজনৈতিক দল নয় ৷ দুর্নীতিগ্রস্তদের একটা ক্লাব ৷ সেই ক্লাবে সকাল-বিকেল পরিবর্তন হয় ৷ কোন নিয়ম নেই, নীতি নেই ৷ ওঁরা ওঁদের চামড়া বাঁচানোর জন্য এসব কথা বলছেন ৷ এঁদের নিয়ে যত কম কথা বলবেন, ততই ভালো ৷ এই ক্লাব নিয়ে কথা বলা মানে আপনাদের সময় নষ্ট ৷ মানুষেরও সময় নষ্ট ৷"

প্রসঙ্গত, কয়েক দিন আগে দক্ষিণ কলকাতায় বেশ কয়েকটি জায়গায় একটি হোর্ডিং চোখে পড়েছিল ৷ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি-সহ সেই হোর্ডিংয়ে আগামী ছ'মাসের মধ্য়ে মানুষের চাহিদা অনুসারে নতুন তৃণমূল কংগ্রেস গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ তার জেরে ওয়াকিবহাল মহলের একাংশের মনে হয়েছিল, রাজ্যে শাসকদলের শীর্ষ নেতৃত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে ৷ তার জেরেই শুধুমাত্র অভিষেকের ছবি-সহ এমন হোর্ডিং দেওয়া হয়েছে ! সেই 'ড্যামেজ' মেরামত করতেই নতুন হোর্ডিং কিনা, তা নিয়ে শুরু হয়েছে চর্চা ৷

Last Updated : Aug 21, 2022, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.