ETV Bharat / city

কোরোনা তথ্য দেবে রাজ্যের নতুন পোর্টাল, জানালেন আলাপন - কলকাতা পৌরনিগম

মঙ্গলবার পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতার নয়া নোডাল অফিসার তথা স্বরাষ্ট্রসচিব ৷ কোরোনা মোকাবিলায় নতুন কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়েই আলোচনা হয় ৷

new portal provide information about Corona
আলাপন বন্দ্যোপাধ্যায় ৷
author img

By

Published : Jul 14, 2020, 10:17 PM IST

কলকাতা, 14 জুলাই: কোরোনা মোকাবেলায় নোডাল অফিসার হিসেবে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে । কোভিড পরিস্থিতি মোকাবিলায় কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিবকে । এদিন কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে পৌর আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি । কোরোনা পরিস্থিতির মোকাবেলায় নতুন কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে আলোচনা হয় ।

বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব জানান, কলকাতায় আরও বেশি সেফ হোম তৈরির পরিকল্পনা রয়েছে । পেইড সেফ হোম তৈরি করা নিয়েও আলোচনা হয়েছে । বেসরকারি হাসপাতালগুলি উপসর্গহীন অথবা স্বল্প উপসর্গের রোগীদের আলাদা করে রাখার ব্যবস্থা করেছে । সরকারিভাবে সেই ধরনের পেইড সেফ হোম তৈরি করা নিয়েও আলোচনা হয়েছে । সরকারি পেইড সেফ হোমগুলিতে রোগী থাকতে পারবেন অল্প খরচে । এইসঙ্গে শহরে কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বাড়ানো নিয়েও কথা হয়েছে ।

কোরোনা সম্পর্কিত তথ্য প্রদানে কন্ট্রোলরুম চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্যের । পৌরনিগমের যে কন্ট্রোল রুম রয়েছে সেটিকে ব্যবহার করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে আজ । কন্ট্রোল রুম চালু হলে তথ্য পেতে সুবিধা হবে নাগরিকদের, মনে করছেন আধিকারিকরা । কলকাতা পুলিশের কন্ট্রোল রুমটিকেও কোরোনা সম্পর্কিত তথ্য প্রদানে ব্যবহার করা যায় কি না, তা নিয়েও পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে আলপন বন্দ্যোপাধ্যায়ের ।

পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

মঙ্গলবারের বৈঠকে পৌর আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কর্তারাও । কোরোনা মোকাবিলায় কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশ সমন্বয় রেখেই কাজ করছে । বর্তমানে কনটেনমেন্ট জোনগুলি সিল করে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ । আজকের বৈঠকের পর আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, নতুন করে একটি পোর্টাল তৈরির ভাবনা রয়েছে রাজ্য সরকারের । যার মাধ্যমে কোরোনা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে ।

ওই পোর্টালে থাকবে কোরোনা হাসপাতাল ও কোয়ারাটিন সেন্টারগুলি সম্পর্কে তথ্য । কোথায় কত বেড রয়েছে তা জানা যাবে ।

কলকাতা, 14 জুলাই: কোরোনা মোকাবেলায় নোডাল অফিসার হিসেবে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে । কোভিড পরিস্থিতি মোকাবিলায় কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিবকে । এদিন কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে পৌর আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি । কোরোনা পরিস্থিতির মোকাবেলায় নতুন কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে আলোচনা হয় ।

বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব জানান, কলকাতায় আরও বেশি সেফ হোম তৈরির পরিকল্পনা রয়েছে । পেইড সেফ হোম তৈরি করা নিয়েও আলোচনা হয়েছে । বেসরকারি হাসপাতালগুলি উপসর্গহীন অথবা স্বল্প উপসর্গের রোগীদের আলাদা করে রাখার ব্যবস্থা করেছে । সরকারিভাবে সেই ধরনের পেইড সেফ হোম তৈরি করা নিয়েও আলোচনা হয়েছে । সরকারি পেইড সেফ হোমগুলিতে রোগী থাকতে পারবেন অল্প খরচে । এইসঙ্গে শহরে কোয়ারানটিন সেন্টারের সংখ্যা বাড়ানো নিয়েও কথা হয়েছে ।

কোরোনা সম্পর্কিত তথ্য প্রদানে কন্ট্রোলরুম চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্যের । পৌরনিগমের যে কন্ট্রোল রুম রয়েছে সেটিকে ব্যবহার করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে আজ । কন্ট্রোল রুম চালু হলে তথ্য পেতে সুবিধা হবে নাগরিকদের, মনে করছেন আধিকারিকরা । কলকাতা পুলিশের কন্ট্রোল রুমটিকেও কোরোনা সম্পর্কিত তথ্য প্রদানে ব্যবহার করা যায় কি না, তা নিয়েও পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে আলপন বন্দ্যোপাধ্যায়ের ।

পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন আলাপন বন্দ্যোপাধ্যায় ৷

মঙ্গলবারের বৈঠকে পৌর আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কর্তারাও । কোরোনা মোকাবিলায় কলকাতা পৌরনিগম ও কলকাতা পুলিশ সমন্বয় রেখেই কাজ করছে । বর্তমানে কনটেনমেন্ট জোনগুলি সিল করে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ । আজকের বৈঠকের পর আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, নতুন করে একটি পোর্টাল তৈরির ভাবনা রয়েছে রাজ্য সরকারের । যার মাধ্যমে কোরোনা সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে ।

ওই পোর্টালে থাকবে কোরোনা হাসপাতাল ও কোয়ারাটিন সেন্টারগুলি সম্পর্কে তথ্য । কোথায় কত বেড রয়েছে তা জানা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.