কলকাতা, 8 জুন : এমজি রোড মেট্রো স্টেশনে (MG Road Metro Station) বসানো হল আন্তর্জাতিক মানের ও অনেক বেশি নিরাপদ চলমান সিঁড়ি । পুরনো এসকালেটর সরিয়ে তার জায়গায় বসানো হল নতুন এই চলমান সিঁড়ি (New Escalator Installed at MG Road Metro Station) ।
ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro Kolkata) পাশাপাশি নর্থ সাউথ মেট্রো (North South Metro Kolkata) স্টেশনগুলিকে আকর্ষণীয় ও যাত্রীবান্ধব করে তোলার জন্য ধাপে ধাপে পদক্ষেপ করছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ (Kolkata Metro Rail) । সেই উদ্যোগের অঙ্গ হিসেবে এবার মহাত্মা গান্ধি রোড মেট্রো স্টেশন চত্বরের পুরনো এসকালেটরের পরিবর্তে নয়া চলমান সিঁড়িটি অনেক বেশি সুরক্ষিত বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, প্রথম দিকের অর্থাৎ 30 বা তার চেয়ে পুরনো এসকালেটরগুলিকে বদল করে তার পরিবর্তে নতুন চলমান সিঁড়ি বসানো হবে । তারই অঙ্গ হিসেবে বিভিন্ন স্টেশনে গত কয়েক বছরে বসেছে নতুন ঝাঁ চকচকে এইসব চলমান সিঁড়ি ।
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে যে এই অত্যাধুনিক ও আন্তর্জতিকমানের চলমান সিঁড়িগুলি অনেক বেশি নিরাপদ ও যাত্রীবান্ধব । এমনকি এতে বিদ্যুত্ সাশ্রয়কারী ভিভিভিএফ ড্রাইভ রয়েছে । সাশ্রয় হবে প্রায় 50 শতাংশ বিদ্যুৎ । ভিড় বা ফাঁকা সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এসকালেটরটির গত নিয়ন্ত্রিত হয় । অন্য চলমান সিঁড়ির তুলনায় যেহেতু এই এসকালেটরের পাদানিগুলি বেশি চওড়া, তাই শিশু বা প্রবীণদের জন্য বেশ সুবিধা হবে ।
মেট্রো কর্তৃপক্ষের দাবি যে যাত্রী সুরক্ষাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে এই এসকালেটরগুলিতে বসানো রয়েছে 'স্মোক হিট অ্যাকশন সিস্টেম' ।
আরও পড়ুন : Kolkata Metro : বিজ্ঞাপন-শুটিং-প্রোমোশন সবই করা যাবে মেট্রো চত্বরে