কলকাতা, 29 জানুয়ারি: ঠেলা গাড়ির ওপর গোটা একটা বইয়ের স্টল । প্রথমে দেখলে অবাক হয়ে যেতে হয়। কালো রংয়ের ঠেলাগাড়ির ওপর একটি ছোট্ট কুটির ঘর । আর সেই কুটির ভর্তি বিভিন্ন রকম বইয়ের পসরা । ভাষানগর এভাবেই তাদের স্টল সাজিয়েছে এবছর বইমেলার জন্য । ভাষানগর পত্রিকার পাশাপাশি নতুন প্রজন্মদের লেখা বই ৷
ভাষানগর একটি লিটিল ম্যাগাজিন । এই ম্যাগাজিনটি সম্পাদনা করেন লেখক সুবোধ সরকার । গত পাঁচ বছর ধরে বইমেলায় স্টল দিয়ে থাকে । এবছরের স্টলের ভাবনা একটি ঠেলাগাড়ি উপর বইয়ের স্টল । এই স্টল বিশেষ আকর্ষণ করেছে বইমেলার প্রথম দিনেই ।
কলকাতা বইমেলার প্রধান আকর্ষণ ঠেলাগাড়িতে সাজানো পত্রিকা
এবারের কলকাতা বইমেলায় প্রধান আকর্ষণ চলমান বইয়ের কুটির ৷ লেখক সুবোধ সরকারের অভিনব ভাবনা ৷ ঠেলা গাড়ির ওপর গোটা একটা বইয়ের স্টল । তাতে থাকছে ভাষানগর পত্রিকার পাশাপাশি নতুন প্রজন্মদের লেখা বই ৷
কলকাতা, 29 জানুয়ারি: ঠেলা গাড়ির ওপর গোটা একটা বইয়ের স্টল । প্রথমে দেখলে অবাক হয়ে যেতে হয়। কালো রংয়ের ঠেলাগাড়ির ওপর একটি ছোট্ট কুটির ঘর । আর সেই কুটির ভর্তি বিভিন্ন রকম বইয়ের পসরা । ভাষানগর এভাবেই তাদের স্টল সাজিয়েছে এবছর বইমেলার জন্য । ভাষানগর পত্রিকার পাশাপাশি নতুন প্রজন্মদের লেখা বই ৷
ভাষানগর একটি লিটিল ম্যাগাজিন । এই ম্যাগাজিনটি সম্পাদনা করেন লেখক সুবোধ সরকার । গত পাঁচ বছর ধরে বইমেলায় স্টল দিয়ে থাকে । এবছরের স্টলের ভাবনা একটি ঠেলাগাড়ি উপর বইয়ের স্টল । এই স্টল বিশেষ আকর্ষণ করেছে বইমেলার প্রথম দিনেই ।
Body:সুবোধ সরকার জানিয়েছেন লিটিল বুক স্টলের জন্য এমনিতেই জায়গার অভাব। তারপর থেকেই এই অভিনব ভাবনা তৈরি হয় স্টল। গত পাঁচ বছর ধরে বিভিন্ন রকমের স্টল তৈরি করা হয়েছে। এবছর একটা ঠেলা গাড়ির ওপর বইয়ের স্টল সাজানো হয়েছে। মূলত কবিতার বই থাকবে এই স্টলে। জনপ্রিয় লেখকদের সঙ্গেই থাকবে নতুন লেখকদের কবিতার বই। সেই সঙ্গেই এই স্টলে ভাষানগরের বিভিন্ন পত্রিকা।
বাইট সুবোধ সরকার( লেখক)
Conclusion: