ETV Bharat / city

NBSTC Special Bus Service: আটকে পড়া পর্যটকদের ফেরাতে এনবিএসটিসি'র বিশেষ বাস পরিষেবা - special bus service for tourist

প্রাকৃতিক দুর্যোগের জেরে উত্তরবঙ্গের একাধিক রাস্তায় ধস নেমেছে (NBSTC Special Bus service) ৷ যার জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ৷ আটকে পড়া পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা চালু উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের (এনবিএসটিসি)।

NBSTC Special Bus service
এনবিএসটিসির বিশেষ বাস পরিষেবা
author img

By

Published : Oct 11, 2022, 4:22 PM IST

Updated : Oct 11, 2022, 5:16 PM IST

কলকাতা, 11 অক্টোবর: উত্তরবঙ্গে একটানা চলছে প্রাকৃতিক দুর্যোগ (NBSTC Special Bus service)। একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে রয়েছে রাস্তা । বিশেষ করে শিলিগুড়ি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্ধ রয়েছে ট্রেন পরিষেবাও । এই দুর্যোগের জেরে আটকে পড়েছেন বহু পর্যটক। তাই পর্যটকদের বাড়ি ফেরাতে বিশেষ বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম ।

সদ্য শেষ হয়েছে উৎসবের মরশুম ৷ ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন একাধিক পর্যটক ৷ তারমধ্যে আজ থেকে প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ায় আটকে পড়েছেন বহু পর্যটক। শুধুমাত্র বাইরে থেকে আসা পর্যটকরাই নয়, স্থানীয় পর্যটকরাও আটকে গিয়েছেন দুর্যোগের জেরে ৷ তাই এই পরিস্থিতিতে পর্যটকদের সুবিধার্থে বিশেষ বাস পরিষেবা চালু করেছে এনবিএসটিসি।

আরও পড়ুন: দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর আহত 12

এই প্রসঙ্গেই এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন যে, "সোমবার রাত থেকেই এই বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। বাস ভর্তি পর্যটক ফিরে গিয়েছেন। শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে এই স্পেশাল বাসে অনেক পর্যটক ফিরে এসেছেন নিজেদের গন্তব্যে। উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে থেকে প্রতিদিন আটটি বাস কলকাতা রুটে চালানো হয়। তার সঙ্গে আরও বাড়তি বাস দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বাসগুলি চালানো হবে।"

কলকাতা, 11 অক্টোবর: উত্তরবঙ্গে একটানা চলছে প্রাকৃতিক দুর্যোগ (NBSTC Special Bus service)। একাধিক জায়গায় ধস নেমে বন্ধ হয়ে রয়েছে রাস্তা । বিশেষ করে শিলিগুড়ি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্ধ রয়েছে ট্রেন পরিষেবাও । এই দুর্যোগের জেরে আটকে পড়েছেন বহু পর্যটক। তাই পর্যটকদের বাড়ি ফেরাতে বিশেষ বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম ।

সদ্য শেষ হয়েছে উৎসবের মরশুম ৷ ছুটিতে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন একাধিক পর্যটক ৷ তারমধ্যে আজ থেকে প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ায় আটকে পড়েছেন বহু পর্যটক। শুধুমাত্র বাইরে থেকে আসা পর্যটকরাই নয়, স্থানীয় পর্যটকরাও আটকে গিয়েছেন দুর্যোগের জেরে ৷ তাই এই পরিস্থিতিতে পর্যটকদের সুবিধার্থে বিশেষ বাস পরিষেবা চালু করেছে এনবিএসটিসি।

আরও পড়ুন: দু’বিঘা জমির দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর আহত 12

এই প্রসঙ্গেই এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন যে, "সোমবার রাত থেকেই এই বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। বাস ভর্তি পর্যটক ফিরে গিয়েছেন। শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে এই স্পেশাল বাসে অনেক পর্যটক ফিরে এসেছেন নিজেদের গন্তব্যে। উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে থেকে প্রতিদিন আটটি বাস কলকাতা রুটে চালানো হয়। তার সঙ্গে আরও বাড়তি বাস দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী বাসগুলি চালানো হবে।"

Last Updated : Oct 11, 2022, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.