ETV Bharat / city

Naseeruddin Seeks Vote for Saira : সৎ-দায়বদ্ধ প্রার্থীর পাশে থাকুন, সায়রা হালিমের সমর্থনে নাসিরউদ্দিন-রত্না - CPIM Candidate Saira Halim Shah

আগামী 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন (Ballygunge Bye Election 2022) ৷ ওই নির্বাচনে সিপিআইএম প্রার্থী সায়রা হালিম শাহ (CPIM Candidate Saira Halim Shah) ৷ তিনি অভিনেতা নাসিরউদ্দিন শাহের ভাইঝি ৷ তাই সোমবার সায়রার সমর্থনে ভিডিয়ো বার্তা দিয়েছেন নাসিরউদ্দিন (Naseeruddin Shah Seeks Vote for CPIM Candidate Saira Halim Shah) ৷

naseeruddin-shah-seeks-vote-for-cpim-candidate-saira-halim-shah
Naseeruddin Seeks Vote for Saira : সৎ-দায়বদ্ধ প্রার্থীর পাশে থাকুন, সায়রা হালিমর সমর্থনে নাসিরউদ্দিন-রত্না
author img

By

Published : Apr 4, 2022, 3:55 PM IST

কলকাতা, 4 এপ্রিল : বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী সায়রা হালিম শাহকে (CPIM Candidate Saira Halim Shah) সমর্থনের জন্য আবেদন করলেন কিংবদন্তি অভিনেতা নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah Seeks Vote for CPIM Candidate Saira Halim Shah) । সায়রা সম্পর্কে অভিনেতার ভাইঝি । নিজের আবেদনে প্রবীণ অভিনেতা একযোগে তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেছেন ।

সোমবার এই নিয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন নাসিরউদ্দিন শাহ ৷ তিনি বলেন, “বালিগঞ্জ বিধানসভার ভোটারদের সামনে দু’টো পছন্দ রয়েছে । হয় তাঁরা নিজেদের জন্য সংবেদনশীল, মানুষর জন্য কাজ করতে দায়বদ্ধ এরকম কাউকে বেছে নেবেন । নইলে সুযোগসন্ধানী, রং বদলকারী সমাজে বিদ্বেষ ছড়ানো কাউকে বাছবেন ।”

একই সঙ্গে তিনি যোগ করেছেন, “আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই । সম্পূর্ণ ব্যক্তিগত বোধ থেকে বালিগঞ্জের উপনির্বাচনে সায়রা হালিমকে সমর্থনের আবেদন করছি । সায়রা আমার ভাইয়ের মেয়ে । তাই জন্ম থেকে ওকে জানি । পারিবারিক সম্পর্ক দূরে সরিয়েই বলছি, সায়রা একজন সৎসাহসী দায়বদ্ধ মানুষ । ওভাবেই ওকে দেখে এসেছি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী । সামাজিক অন্যায়ের কঠোর সমালোচক । মানুষের অধিকার রক্ষায় সোচ্চার । সমাজসেবামূলক কাজে জীবন উৎসর্গ করেছেন । তিনি এবং তার স্বামী ফুয়াদ হালিম দরিদ্র মানুষের জন্য বহুদিন ধরে ডায়ালিসিস ক্লিনিক চালিয়ে যাচ্ছেন । ভোট দেওয়ার আগে বিষয়গুলো চিন্তা করবেন ।”

সৎ-দায়বদ্ধ প্রার্থীর পাশে থাকুন, সায়রা হালিমর সমর্থনে নাসিরউদ্দিন-রত্না

নাসিরউদ্দিন শাহর স্ত্রী অভিনেত্রী রত্না পাঠকও সমর্থনের কথা বলে সায়রা হালিমের হয়ে আবেদন করেছেন । তিনি বলেছেন, “গত কয়েক বছরে দেশের সব অংশে হিংসা এবং ঘৃণার রাজনীতি ছড়িয়ে পড়ছে । যা আমাদের দেশের ভবিষ্যতের পক্ষে আশঙ্কার । অন্যদিকে যুব সমাজের একটি অংশ রাজনীতিতে যোগ দিচ্ছে । যেমন সায়রা হালিম প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন । আমি ওঁকে ব্যক্তিগতভাবে চিনি । পরিশ্রমী, উৎসাহী । তাঁকে ভোট দিন, যাতে তিনি বিধানসভায় যেতে পারেন এবং যুবসমাজের জীবনে বদল নিয়ে আসতে পারেন ।”

আরও পড়ুন : SFI Protest Rally : ছাত্রদের উপর আক্রমণ শিক্ষার পরিসরকে সংকুচিত করার ষড়যন্ত্র, অভিযোগ বিকাশরঞ্জনের

কলকাতা, 4 এপ্রিল : বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী সায়রা হালিম শাহকে (CPIM Candidate Saira Halim Shah) সমর্থনের জন্য আবেদন করলেন কিংবদন্তি অভিনেতা নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah Seeks Vote for CPIM Candidate Saira Halim Shah) । সায়রা সম্পর্কে অভিনেতার ভাইঝি । নিজের আবেদনে প্রবীণ অভিনেতা একযোগে তৃণমূল ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেছেন ।

সোমবার এই নিয়ে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন নাসিরউদ্দিন শাহ ৷ তিনি বলেন, “বালিগঞ্জ বিধানসভার ভোটারদের সামনে দু’টো পছন্দ রয়েছে । হয় তাঁরা নিজেদের জন্য সংবেদনশীল, মানুষর জন্য কাজ করতে দায়বদ্ধ এরকম কাউকে বেছে নেবেন । নইলে সুযোগসন্ধানী, রং বদলকারী সমাজে বিদ্বেষ ছড়ানো কাউকে বাছবেন ।”

একই সঙ্গে তিনি যোগ করেছেন, “আমি কোনও রাজনৈতিক দলের সদস্য নই । সম্পূর্ণ ব্যক্তিগত বোধ থেকে বালিগঞ্জের উপনির্বাচনে সায়রা হালিমকে সমর্থনের আবেদন করছি । সায়রা আমার ভাইয়ের মেয়ে । তাই জন্ম থেকে ওকে জানি । পারিবারিক সম্পর্ক দূরে সরিয়েই বলছি, সায়রা একজন সৎসাহসী দায়বদ্ধ মানুষ । ওভাবেই ওকে দেখে এসেছি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী । সামাজিক অন্যায়ের কঠোর সমালোচক । মানুষের অধিকার রক্ষায় সোচ্চার । সমাজসেবামূলক কাজে জীবন উৎসর্গ করেছেন । তিনি এবং তার স্বামী ফুয়াদ হালিম দরিদ্র মানুষের জন্য বহুদিন ধরে ডায়ালিসিস ক্লিনিক চালিয়ে যাচ্ছেন । ভোট দেওয়ার আগে বিষয়গুলো চিন্তা করবেন ।”

সৎ-দায়বদ্ধ প্রার্থীর পাশে থাকুন, সায়রা হালিমর সমর্থনে নাসিরউদ্দিন-রত্না

নাসিরউদ্দিন শাহর স্ত্রী অভিনেত্রী রত্না পাঠকও সমর্থনের কথা বলে সায়রা হালিমের হয়ে আবেদন করেছেন । তিনি বলেছেন, “গত কয়েক বছরে দেশের সব অংশে হিংসা এবং ঘৃণার রাজনীতি ছড়িয়ে পড়ছে । যা আমাদের দেশের ভবিষ্যতের পক্ষে আশঙ্কার । অন্যদিকে যুব সমাজের একটি অংশ রাজনীতিতে যোগ দিচ্ছে । যেমন সায়রা হালিম প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ছেন । আমি ওঁকে ব্যক্তিগতভাবে চিনি । পরিশ্রমী, উৎসাহী । তাঁকে ভোট দিন, যাতে তিনি বিধানসভায় যেতে পারেন এবং যুবসমাজের জীবনে বদল নিয়ে আসতে পারেন ।”

আরও পড়ুন : SFI Protest Rally : ছাত্রদের উপর আক্রমণ শিক্ষার পরিসরকে সংকুচিত করার ষড়যন্ত্র, অভিযোগ বিকাশরঞ্জনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.