ETV Bharat / city

নন্দীগ্রাম মামলা বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে, চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা

author img

By

Published : Jul 12, 2021, 8:08 PM IST

Updated : Jul 12, 2021, 8:45 PM IST

গত 7 জুলাই বিচারপতি কৌশিক চন্দ এক নির্দেশে জানান, তিনি মামলাটি থেকে সরে দাঁড়াচ্ছেন । কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন । তাঁর অতীত নিয়ে, রাজনৈতিক পরিচয় নিয়ে আদালতের ভিতরে বাইরে আলোচনা চলছে, তা বিচার ব্যবস্থার অবমাননার শামিল । মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লাখ টাকা জরিমানা করেন বিচারপতি চন্দ ।

s
s

কলকাতা, 12 জুলাই : নন্দীগ্রাম বিধানসভা আসনের ভোট পুনর্গণনা সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি শম্পা সরকারের সিঙ্গল বেঞ্চে । বিচারপতি কৌশিক ছন্দ সরে দাঁড়ানোর পর কোন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে তা নিয়ে কৌতূহল ছিল সব পক্ষের । কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুনানি হতে চলেছে এই মামলার । চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ।

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে উঠলে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় তরফে আপত্তি জানানো হয় । কারণ হিসেবে বলা হয়েছিল, বিচারপতি কৌশিক চন্দ একসময়ে বিজেপির সক্রিয় সদস্য ছিলেন । এর ফলে মামলার রায় প্রভাবিত হতে পারে । এই বিষয়ে আপত্তি জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু ৷ যদিও এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল সদুত্তর না দেওয়ায় শেষ পর্যন্ত বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানান, মামলাটি যেন তিনি না শোনেন ।

গত 7 জুলাই বিচারপতি কৌশিক চন্দ এক নির্দেশে জানান, তিনি মামলাটি থেকে সরে দাঁড়াচ্ছেন । কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন । তাঁর অতীত নিয়ে, রাজনৈতিক পরিচয় নিয়ে আদালতের ভিতরে বাইরে আলোচনা চলছে, তা বিচার ব্যবস্থার অবমাননার শামিল । সেই কারণে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লাখ টাকা জরিমানা করেন বিচারপতি চন্দ । এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম কেন্দ্রের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান জানিয়েছিলেন, তাঁরা কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানাবেন ৷ যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও আবেদন করা হয়নি ।

কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী কোনও বিচারপতি যদি কোনও মামলা না শুনে ছেড়ে দেন তাহলে মামলাটি প্রধান বিচারপতির কাছে ফেরত যায় ৷ প্রধান বিচারপতিকে বলা হয় মাস্টার অফ স্টার ৷ তিনি ঠিক করেন কোন মামলা কার এজলাসে শুনানির জন্য যাবে । কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, নন্দীগ্রাম বিধানসভা ভোট পুনর্গণনা সংক্রান্ত মামলা এবার বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুনানি হবে । আগামী 14 জুলাই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: নন্দীগ্রাম মামলায় জরিমানা প্রসঙ্গ এড়ালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাটি ছাড়াও তৃণমূল-বিজেপি মিলিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক ইলেকশন পিটিশন দায়ের হয়েছে । বেশ কয়েকটি মামলার শুনানি শুরুও হয়েছে । মূলত বিধানসভা নির্বাচনে অত্যন্ত কম ব্যবধানে যে সমস্ত কেন্দ্রের প্রার্থীরা পরাজিত হয়েছেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ বিধানসভা নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে ।

কলকাতা, 12 জুলাই : নন্দীগ্রাম বিধানসভা আসনের ভোট পুনর্গণনা সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি শম্পা সরকারের সিঙ্গল বেঞ্চে । বিচারপতি কৌশিক ছন্দ সরে দাঁড়ানোর পর কোন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে তা নিয়ে কৌতূহল ছিল সব পক্ষের । কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুনানি হতে চলেছে এই মামলার । চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ।

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে উঠলে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় তরফে আপত্তি জানানো হয় । কারণ হিসেবে বলা হয়েছিল, বিচারপতি কৌশিক চন্দ একসময়ে বিজেপির সক্রিয় সদস্য ছিলেন । এর ফলে মামলার রায় প্রভাবিত হতে পারে । এই বিষয়ে আপত্তি জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু ৷ যদিও এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল সদুত্তর না দেওয়ায় শেষ পর্যন্ত বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানান, মামলাটি যেন তিনি না শোনেন ।

গত 7 জুলাই বিচারপতি কৌশিক চন্দ এক নির্দেশে জানান, তিনি মামলাটি থেকে সরে দাঁড়াচ্ছেন । কিন্তু মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একজন বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন । তাঁর অতীত নিয়ে, রাজনৈতিক পরিচয় নিয়ে আদালতের ভিতরে বাইরে আলোচনা চলছে, তা বিচার ব্যবস্থার অবমাননার শামিল । সেই কারণে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 লাখ টাকা জরিমানা করেন বিচারপতি চন্দ । এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম কেন্দ্রের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান জানিয়েছিলেন, তাঁরা কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানাবেন ৷ যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও আবেদন করা হয়নি ।

কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী কোনও বিচারপতি যদি কোনও মামলা না শুনে ছেড়ে দেন তাহলে মামলাটি প্রধান বিচারপতির কাছে ফেরত যায় ৷ প্রধান বিচারপতিকে বলা হয় মাস্টার অফ স্টার ৷ তিনি ঠিক করেন কোন মামলা কার এজলাসে শুনানির জন্য যাবে । কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, নন্দীগ্রাম বিধানসভা ভোট পুনর্গণনা সংক্রান্ত মামলা এবার বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুনানি হবে । আগামী 14 জুলাই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: নন্দীগ্রাম মামলায় জরিমানা প্রসঙ্গ এড়ালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলাটি ছাড়াও তৃণমূল-বিজেপি মিলিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক ইলেকশন পিটিশন দায়ের হয়েছে । বেশ কয়েকটি মামলার শুনানি শুরুও হয়েছে । মূলত বিধানসভা নির্বাচনে অত্যন্ত কম ব্যবধানে যে সমস্ত কেন্দ্রের প্রার্থীরা পরাজিত হয়েছেন তাঁদের মধ্যে বেশ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ বিধানসভা নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে ।

Last Updated : Jul 12, 2021, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.