ETV Bharat / city

চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস রাজ্য প্রশাসনের - doctors' protest

চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিল রাজ্য প্রশাসন । রাজ্য প্রশাসনের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি CCTV লাগিয়ে নজরদারি চালানোর কথাও বলা হয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 14, 2019, 12:29 PM IST

কলকাতা, 14 জুন : চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিল রাজ্য প্রশাসন । রাজ্য প্রশাসনের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি CCTV লাগিয়ে নজরদারি চালানোর কথাও বলা হয়েছে ।

NRS -এ জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় রীতিমতো তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকা জারি করেছিলেন আন্দোলন তুলে নেওয়ার বিষয় । সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তারদের একাংশ । তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিনিয়র ডাক্তাররা পদত্যাগ করেছেন । জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে । পাশাপাশি SSKM-এ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের যেভাবে কড়া ভাযায় সতর্ক করেছেন তারও নিন্দা করেছেন আন্দোলনকারীরা । মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তাঁরা ।

এরপর আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার আশ্বাস দিল প্রশাসন । তবে, বিজ্ঞপ্তি জারির পর আন্দোলন উঠবে কি না তা এখনও স্পষ্ট নয় । জুনিয়র ডাক্তারদের তরফে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ।

কলকাতা, 14 জুন : চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিল রাজ্য প্রশাসন । রাজ্য প্রশাসনের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি CCTV লাগিয়ে নজরদারি চালানোর কথাও বলা হয়েছে ।

NRS -এ জুনিয়র ডাক্তার নিগ্রহের ঘটনায় রীতিমতো তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকা জারি করেছিলেন আন্দোলন তুলে নেওয়ার বিষয় । সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের দাবিতে অনড় রয়েছেন জুনিয়র ডাক্তারদের একাংশ । তাঁদের পাশে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সিনিয়র ডাক্তাররা পদত্যাগ করেছেন । জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি ছিল, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে । পাশাপাশি SSKM-এ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের যেভাবে কড়া ভাযায় সতর্ক করেছেন তারও নিন্দা করেছেন আন্দোলনকারীরা । মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন তাঁরা ।

এরপর আজ নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার আশ্বাস দিল প্রশাসন । তবে, বিজ্ঞপ্তি জারির পর আন্দোলন উঠবে কি না তা এখনও স্পষ্ট নয় । জুনিয়র ডাক্তারদের তরফে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ।

Intro:২০১৫ সাল থেকে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের বেতন দিয়ে দেওয়ার নির্দেশ Body:মানস নস্কর---

রাজ্যের মাদ্রাসা গুলিতে
২০১৫ সাল থেকে কর্মরত শিক্ষকরা বেতন পাচ্ছিলেন না-- এক মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কলকাতা ২৯ মেঃ
রাজ্যের মাদ্রাসা গুলিতে কর্মরত শিক্ষকদের বকেয়া বেতন এক মাসের মধ্যে রাজ্যসরকারকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি এই নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত রাজ্যে প্রায় ৬১৪টি মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার শিক্ষকরা গত ২০১৫ সাল থেকে বেতন পাচ্ছেন না।
অবিলম্বে বেতনের দাবিতে দক্ষিন চব্বিশ পরগনা জেলার ফুলবাড়ি ডাহাকান্ডা সিদ্দিকীয়া হাইমাদ্রাসার শিক্ষক রজ্জাক লস্কর সহ রাজ্যের একাধিক মাদ্রাসার শিক্ষকরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

মামলাকারীদের আইনজীবী সুমন সেনগুপ্ত ও অনিন্দ বসু জানালেন, "আমার মক্কেলরা ২০১৫ সালের নভেম্বর মাস থেকে কর্মরত। কিন্ত কোন বেতন পাচ্ছিলেন না।বিচারপতি নির্দেশ দিলেন ঐ তারিখ থেকে আজ পর্যন্ত সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্যকে একমাসের মধ্যে। পাশাপাশি গরমের ছুটির চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনাম দিতে হবে। তার দু'সপ্তাহ পরে রিপ্লাই করবেন আবেদনকারী।মামলাটি আট সপ্তাহ পর আবার শুনানি করা হবে।"গোটা রাজ্যে এই মুহুর্তে প্রায় তিন হাজারের কাছাকাছি এই রকম শিক্ষক রয়েছে। ওদেরকে ম্যানেজিং কমিটি নিয়োগ করেছিল।

গত ২০১৪ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সমুব্ধ চক্রবর্তী একটি মামলার রায়ে জানান রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন অবৈধ। অসাংবিধানিক। এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়।সুপ্রিমকোর্ট ২০১৮ সালের ১৭ মে জানায় বর্তমানে রাজ্যের মাদ্রাসাগুলোতে যারা কর্মরত শিক্ষক তাদের বেতন দিয়ে দিতে হবে। তবে মাদ্রাসা সার্ভিস কমিশন বৈধ না অবৈধ সে ব্যাপারে মামলাটি এখানো সুপ্রিমকোর্টে বিচারাধীন, নিস্পত্তি হয়নি।সুপ্রিমকোর্টের এই রায়কে হাতিয়ার করেই আবেদনকারীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.