ETV Bharat / city

এবার রাজ্যে পুলিশকর্তাদের রদবদল, বিজ্ঞপ্তি নবান্নের - নবান্নের বিজ্ঞপ্তি

পুজোর ছুটির পরেই রাজ্যে জেলাশাসক ও সচিব পর্যায়ের একাধিক রদবদলের পর এবার রাজ্যের পুলিশকর্তাদের দায়িত্বে রদবদলের পালা দেখা দিল । রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশের দায়িত্ব পেলেন একাধিক পুলিশ কর্তা । এমনই বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ।

রাজ্যে পুলিশ কর্তাদের রদবদল
রাজ্যে পুলিশ কর্তাদের রদবদল
author img

By

Published : Nov 12, 2020, 7:26 PM IST

কলকাতা, 11 নভেম্বর : রাজ্যে ইতিমধ্যেই জেলাশাসক ও সচিব পর্যায়ে রদবদল ঘটেছে । এবার রদবদলের পালা দেখা দিল একাধিক পুলিশকর্তাদের দায়িত্বে । অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন লক্ষ্মীনারায়ণ মীনা । গতকাল এমনই জানা গেল নবান্নের সর্বশেষ বিজ্ঞপ্তিতে । এছাড়া আরও জানা গেছে, একাধিক পুলিশ কর্তাকে কলকাতা পুলিশ থেকে রাজ্য় পুলিশে নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশের পদে আনা হয়েছে ।

লক্ষ্মীনারায়ণ মীনাকে অতিরিক্ত পুলিশ কমিশনারের পদে নিযুক্ত হয়েছেন । এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পুলিশকর্তার রদবদল হয়েছে । IPS মিরাজ খালিদ DC সেন্ট্রাল, কলকাতার দায়িত্ব পেলেন । IPS সুধীর কুমার নিলামকান্তম হলেন DC সাউথ, কলকাতা । IPS সইদ আকবর রাজা DC সাউথ ওয়েস্ট, কলকাতার পদে নিযুক্ত হলেন । IPS সুদীপ সরকার হলেন DC সাউথ ইস্ট, কলকাতা । IPS দেবস্মিতা দাস DC DD স্পেশাল কলকাতা পদে নিযুক্ত হলেন ।

এছাড়াও IPS নীলাঞ্জনা বিশ্বাস নিযুক্ত হলেন KAP থার্ড ব্যাটেলিয়ানে । IPS পঙ্কজ কুমার দ্বিবেদি SRP কলকাতা পদে নিযুক্ত হলেন । IPS আজমল কিদওয়াই DC পোর্ট কলকাতা পদ পেলেন । পুলিশ কর্তাদের পদ বদলের এই পালাকে যদিও রুটিন রদবদল বলে আখ্যা দিয়েছে নবান্ন । তবুও কালীপুজোর মুখে একাধিক পুলিশ কর্তার রদবদলকে শুধুমাত্র রুটিন বলতেই নারাজ ওয়াকিবহাল মহল ।

কলকাতা, 11 নভেম্বর : রাজ্যে ইতিমধ্যেই জেলাশাসক ও সচিব পর্যায়ে রদবদল ঘটেছে । এবার রদবদলের পালা দেখা দিল একাধিক পুলিশকর্তাদের দায়িত্বে । অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন লক্ষ্মীনারায়ণ মীনা । গতকাল এমনই জানা গেল নবান্নের সর্বশেষ বিজ্ঞপ্তিতে । এছাড়া আরও জানা গেছে, একাধিক পুলিশ কর্তাকে কলকাতা পুলিশ থেকে রাজ্য় পুলিশে নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশের পদে আনা হয়েছে ।

লক্ষ্মীনারায়ণ মীনাকে অতিরিক্ত পুলিশ কমিশনারের পদে নিযুক্ত হয়েছেন । এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পুলিশকর্তার রদবদল হয়েছে । IPS মিরাজ খালিদ DC সেন্ট্রাল, কলকাতার দায়িত্ব পেলেন । IPS সুধীর কুমার নিলামকান্তম হলেন DC সাউথ, কলকাতা । IPS সইদ আকবর রাজা DC সাউথ ওয়েস্ট, কলকাতার পদে নিযুক্ত হলেন । IPS সুদীপ সরকার হলেন DC সাউথ ইস্ট, কলকাতা । IPS দেবস্মিতা দাস DC DD স্পেশাল কলকাতা পদে নিযুক্ত হলেন ।

এছাড়াও IPS নীলাঞ্জনা বিশ্বাস নিযুক্ত হলেন KAP থার্ড ব্যাটেলিয়ানে । IPS পঙ্কজ কুমার দ্বিবেদি SRP কলকাতা পদে নিযুক্ত হলেন । IPS আজমল কিদওয়াই DC পোর্ট কলকাতা পদ পেলেন । পুলিশ কর্তাদের পদ বদলের এই পালাকে যদিও রুটিন রদবদল বলে আখ্যা দিয়েছে নবান্ন । তবুও কালীপুজোর মুখে একাধিক পুলিশ কর্তার রদবদলকে শুধুমাত্র রুটিন বলতেই নারাজ ওয়াকিবহাল মহল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.