কলকাতা, 25 জানুয়ারি : লেকটাউনের বাঙুর এ ব্লকে বহুতল থেকে ঝাঁপ কিশোরীর । গতকাল রাত 10টা নাগাদ ওই কিশোরী একটি বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেয় বলে পুলিশ সূত্রে খবর । মৃত নিধি পোদ্দার (18) গতকাল রাত থেকে নিখোঁজ ছিল ।
আরও পড়ুন : হোটেল থেকে উদ্ধার যুবতির মৃত্যু হাসপাতালে
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে কেনাকাটার নাম করে বাড়ি থেকে বের হয় নিধি । দীর্ঘক্ষণ পার হওয়ায় বাড়ির লোকজন তার খোঁজ শুরু করেন । পরে লেকটাউন থানার কাছে খবর আসে, বাঙুর এলাকায় ছাদ থেকে ঝাঁপ দিয়েছে একজন । তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিল ওই কিশোরী । একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে মৃতের কাছ থেকে।