কলকাতা, 30 জুলাই : প্রবল বৃষ্টিতে ভাসছে শহর কলকাতা ৷ বাস, ট্য়াক্সি পরিষেবার পাশাপাশি এবার ব্যহত রেল পরিষেবাও ৷ এমনিতেই করোনা বিধিনিষেধের কারণে লোকাল ট্রেন বন্ধ ৷ এবার প্রবল বৃষ্টির জন্য একাধিক দূরপাল্লার ট্রেনও বাতিল করা হল ৷ বাতিল হয়েছে পূর্ব রেলের 12টি ট্রেন ৷
ট্রেনগুলি হল-
হাওড়া মুম্বাই স্পেশাল
হাওড়া টিটলাগড় স্পেশাল
হাওড়া সেকেন্দ্রাবাদ স্পেশাল
হাওড়া পুরি স্পেশাল
হাওড়া আদ্রা চক্রধরপুর বোকারো স্টিল সিটি স্পেশাল
হাওড়া আমেদাবাদ স্পেশাল
হাওড়া চেন্নাই স্পেশাল
হাওড়া যশবন্তপুর স্পেশাল
হাওড়া হায়দ্রাবাদ স্পেশাল
হাওড়া ভুবনেশ্বর স্পেশাল
হাওড়া মুম্বই স্পেশাল
বোকারো স্টিল সিটি চক্রধরপুর হাওড়া স্পেশাল
অন্যদিকে হাওড়া পুরুলিয়া ও হাওড়া মুম্বাই স্পেশালের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে । তবে শুধু ট্রেন বাতিলই নয় ৷ নির্ধারিত সময়ের থেকে বহু দেরি করে ছাড়ছে একাধিক ট্রেন ৷ বাতিল করা হয়েছে হাওড়া-ভাগলপুল এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, লালকুঁয়া এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন ৷
আরও পড়ুন: Weather Forecast : ভারী বর্ষণে জলমগ্ন কলকাতা, আজও চলবে বৃষ্টি
পাশাপাশি দুন এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার ট্রেন অত্যাধিক দেরিতে চলছে বলে রেলের তরফে জানানো হয়েছে ৷ রেল সূত্রে খবর, গতকাল রাত থেকে চলা প্রবল বৃষ্টির কারণে টিকিয়াপাড়া কারশেডে জল জমে যায় ৷ সেই কারণেই পরিষেবা ব্যহত হচ্ছে ৷ যদিও দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে ৷ শুধু জল জমে থাকাই নয়, প্রবল বৃষ্টিতে রেল লাইনের রক্ষাণাবেক্ষণের কাজ ব্যহত হয়েছে বলে খবর ৷