ETV Bharat / city

Mukul Roy Two Post Dismissal Case : মুকুলের বিধায়কপদ খারিজ মামলা, সব পক্ষকে হলফনামা হাইকোর্টের - Mukul Roy two post dismissal case in Calcutta High Court update

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলায় সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Mukul Roy Two post Dismissal Case) ৷

Mukul Roy
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলা
author img

By

Published : Mar 3, 2022, 7:49 PM IST

কলকাতা, 3 মার্চ : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলায় সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । 22 মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে (Mukul Roy Two post Dismissal Case) ।

মামলার শুনানিতে শুভেন্দু অধিকারী তরফে আইনজীবী আদালতে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । বলা হয়, মুকুল রায়কে সম্পূর্ণ অনৈতিকভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে যা বিরোধীদলের প্রাপ্য । পাশাপাশি মুকুল রায় বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে নেই । তাই তাঁর বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা উচিত । এই সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল কিন্তু শীর্ষ আদালত কলকাতা হাইকোর্ট এই এক মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন ৷

তারপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানান, সব পক্ষ এই মামলায় তাঁদের নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে জানাক । আগামী 22 মার্চ থেকে এই মামলার শুনানি করা হবে ।

উল্লেখ্য, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার পর থেকেই এই বিষয়টি নিয়ে বিরোধীপক্ষ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকার তারপর হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট সব জায়গাতেই আবেদন জানিয়েছেন । কিন্তু ফলাফল কিছুই হয়নি ।

এর আগে হাইকোর্ট দীর্ঘদিন ধরে এই মামলার শুনানির পর বিধানসভার অধ্যক্ষকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশ দিয়েছিল । বিধানসভার স্পিকার দীর্ঘদিন শুনানির পর নির্দেশে জানান, মুকুল রায় এখনও ভারতীয় জনতা পার্টিতেই রয়েছেন । ফলে তাঁকে পিএসসি চেয়ারম্যান করা নিয়ে যে আপত্তি করা হচ্ছে সেই আপত্তির কোনও কারণ নেই । বিরোধী দলনেতা এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন । কিন্তু শীর্ষ আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য ফের হাইকোর্টের কাছে ফেরত পাঠিয়েছে । আপাতত আগামী 22 মার্চ থেকে এই মামলার শুনানি করা হবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে ।

আরও পড়ুন : Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের

কলকাতা, 3 মার্চ : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলায় সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । 22 মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে (Mukul Roy Two post Dismissal Case) ।

মামলার শুনানিতে শুভেন্দু অধিকারী তরফে আইনজীবী আদালতে উল্লেখ করেন সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । বলা হয়, মুকুল রায়কে সম্পূর্ণ অনৈতিকভাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে যা বিরোধীদলের প্রাপ্য । পাশাপাশি মুকুল রায় বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে নেই । তাই তাঁর বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা উচিত । এই সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল কিন্তু শীর্ষ আদালত কলকাতা হাইকোর্ট এই এক মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন ৷

তারপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানান, সব পক্ষ এই মামলায় তাঁদের নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে জানাক । আগামী 22 মার্চ থেকে এই মামলার শুনানি করা হবে ।

উল্লেখ্য, মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করার পর থেকেই এই বিষয়টি নিয়ে বিরোধীপক্ষ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকার তারপর হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট সব জায়গাতেই আবেদন জানিয়েছেন । কিন্তু ফলাফল কিছুই হয়নি ।

এর আগে হাইকোর্ট দীর্ঘদিন ধরে এই মামলার শুনানির পর বিধানসভার অধ্যক্ষকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশ দিয়েছিল । বিধানসভার স্পিকার দীর্ঘদিন শুনানির পর নির্দেশে জানান, মুকুল রায় এখনও ভারতীয় জনতা পার্টিতেই রয়েছেন । ফলে তাঁকে পিএসসি চেয়ারম্যান করা নিয়ে যে আপত্তি করা হচ্ছে সেই আপত্তির কোনও কারণ নেই । বিরোধী দলনেতা এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন । কিন্তু শীর্ষ আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য ফের হাইকোর্টের কাছে ফেরত পাঠিয়েছে । আপাতত আগামী 22 মার্চ থেকে এই মামলার শুনানি করা হবে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে ।

আরও পড়ুন : Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.