ETV Bharat / city

মণিরুল ইস্তফা দিতে তৈরি : মুকুল

author img

By

Published : Jun 3, 2019, 11:46 PM IST

Updated : Jun 3, 2019, 11:55 PM IST

মণিরুল ইসলাম BJP-তে যোগদানের পর থেকেই একাধিক মহল থেকে তাঁর ইস্তফার দাবি উঠছিল । আজ মুকুল রায় জানান, ইস্তফা দিতে প্রস্তুত মণিরুল । তবে, দলীয় স্তরে কোনও সিদ্ধান্ত হয়নি ।

মুকুল রায়

কলকাতা, 3 জুন : রাজ্যে পালাবদলের পর ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন মণিরুল ইসলাম । 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল ধাক্কা খেতেই ফের দলবদল করেছেন । যোগ দিয়েছেন BJP-তে । তা নিয়ে BJP-এর অন্দরে ক্ষোভের সঞ্চার হয়েছে । ইঙ্গিতে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলাতেও ক্ষোভ ঝরে পড়ে । একাধিক মহল থেকে মণিরুলের ইস্তফার দাবি উঠছিল । এরপর আজ মুকুল রায় জানান, ইস্তফা দিতে প্রস্তুত মণিরুল । তবে, দলীয় স্তরে কোনও সিদ্ধান্ত হয়নি ।

আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল বলেন, "সাসপেন্ড হতে গেলে দলের একটি বৈঠক হতে হয় । এই মুহূর্তে আমি নিশ্চিতভাবে বলতে পারি, মনিরুল দলে আসার পর একটি প্রতিক্রিয়া হয়েছে । মণিরুলও আমাকে বলেছে, তাঁকে নিয়ে যদি দলে কোনও বিবাদ-বিতর্ক হবে তাহলে আমি ইস্তফা দেব । এসব কথাবার্তা হয়েছে । কিন্ত, কাগজে-কলমে কোনও সাসপেনশনও হয়নি । কাউকে বিতাড়িতও করা হয়নি । "

শুনুন মুকুল রায়ের বক্তব্য

তবে মুকুল জানান, দলে কেউ যোগদানের ক্ষেত্রে দলের নীতি ও কর্মীদের ভাবাবেগকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় । তাঁর কথায়, "দলের নীতি-আবেগ ও কর্মীদের ভাবাবেগকে মাথায় রেখে BJP-তে যোগ দেওয়ানো হবে ।"

কলকাতা, 3 জুন : রাজ্যে পালাবদলের পর ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন মণিরুল ইসলাম । 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল ধাক্কা খেতেই ফের দলবদল করেছেন । যোগ দিয়েছেন BJP-তে । তা নিয়ে BJP-এর অন্দরে ক্ষোভের সঞ্চার হয়েছে । ইঙ্গিতে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলাতেও ক্ষোভ ঝরে পড়ে । একাধিক মহল থেকে মণিরুলের ইস্তফার দাবি উঠছিল । এরপর আজ মুকুল রায় জানান, ইস্তফা দিতে প্রস্তুত মণিরুল । তবে, দলীয় স্তরে কোনও সিদ্ধান্ত হয়নি ।

আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল বলেন, "সাসপেন্ড হতে গেলে দলের একটি বৈঠক হতে হয় । এই মুহূর্তে আমি নিশ্চিতভাবে বলতে পারি, মনিরুল দলে আসার পর একটি প্রতিক্রিয়া হয়েছে । মণিরুলও আমাকে বলেছে, তাঁকে নিয়ে যদি দলে কোনও বিবাদ-বিতর্ক হবে তাহলে আমি ইস্তফা দেব । এসব কথাবার্তা হয়েছে । কিন্ত, কাগজে-কলমে কোনও সাসপেনশনও হয়নি । কাউকে বিতাড়িতও করা হয়নি । "

শুনুন মুকুল রায়ের বক্তব্য

তবে মুকুল জানান, দলে কেউ যোগদানের ক্ষেত্রে দলের নীতি ও কর্মীদের ভাবাবেগকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় । তাঁর কথায়, "দলের নীতি-আবেগ ও কর্মীদের ভাবাবেগকে মাথায় রেখে BJP-তে যোগ দেওয়ানো হবে ।"

sample description
Last Updated : Jun 3, 2019, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.