ETV Bharat / city

‘গোলি মারো সালোকো’-র অপব্যাখ্যা হচ্ছে, দাবি মুকুলের - মুকুল রায়

শহিদ মিনারে অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার সময় ‘গোলি মারো সালোকো’ স্লোগান দিতে দেখা যায় BJP-র পতাকা হাতে থাকা কয়েকজনকে ৷ যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে প্রতিবাদ জানানো হয় ৷

mukul roy on goli maro slogan
মুকুল রায়
author img

By

Published : Mar 4, 2020, 6:02 PM IST

কলকাতা, 4 মার্চ : ‘গোলি মারো সালোকো’ স্লোগানের অপব্যাখ্যা হচ্ছে বলে দাবি করলেন BJP নেতা মুকুল রায় ৷ আজ এক সাংবাদিক বৈঠকে মুকুল জানান, দেশের শত্রুদের গুলি মারার কথা বলা হয়েছে ৷ কিন্তু তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে ৷

রবিবার অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার পথে কয়েকজন ‘গোলি মারো সালোকো’ স্লোগান দেয় ৷ তাদের হাতে BJP-র পতাকা ছিল ৷ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ এই প্রসঙ্গে BJP নেতা মুকুল রায় বলেন, ‘‘স্লোগানের অপব্যবহার করা হচ্ছে ৷ দেশ কে দুশমনো কো গোলি মারো বলা হয়েছে ৷ কিন্তু দেশ কে দুশমন শব্দ বাদ দিয়ে বাকি অংশ নিয়ে সবাই আলোচনা করছে ৷’’ এই প্রসঙ্গে তিনি CPI(M)-কে টেনে বলেন, ‘‘বাংলাকে জ্বালিয়ে দেওয়ার সময় CPI(M) মাতৃভাষা ও মাতৃদুগ্ধ শব্দের প্রয়োগ করেছিল ৷ কিন্তু কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি ভাবের ভাষা নয়, কাজের ভাষা শব্দ ব্যবহার করেনি ৷’’

পৌরসভা ভোট নিয়ে BJP নেতা বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে ৷ তারা ভোট নিয়ে সব জানে ৷ কিন্তু নির্বাচন নিয়ে বিরোধীদের কাছে কোনও পূর্বাভাস নেই ৷ রাজ্য নির্বাচন কমিশনের অধীনে বাংলায় কোনও ভোট অবাধ ও সুষ্ঠু হয় না ৷ যেসব জায়গায় একবছর আগে পঞ্চায়েত ভোটে তৃণমূল জিতেছিল, সে সব জায়গায় লোকসভা ভোটে হেরে গেল ৷’’ তিনি আরও জানান, লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে BJP ৷ তাই 2021-এর আগে সেমিফাইনাল ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মুকুল রায় ৷

গোলি মারো নিয়ে কী বলছেন মুকুল রায়

COVID-19 এর জেরে চিনে কয়েক হাজার মানুষের মৃত্যুতে সহমর্মিতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোলি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই প্রসঙ্গে মুকুল বলেন, ‘‘COVID-19 নিয়ে কেন্দ্রীয় সরকার সব তথ্য প্রকাশ করেছে ৷ রাজ্য সরকারের উচিৎ এই বিষয়ে শিক্ষা নেওয়া ৷ তারা ডেঙ্গুর মতো বিষয়কেও চেপে রাখে ৷ মানুষকে সজাগ করার জন্য এবং রোগ প্রতিরোধের জন্য যা যা করার তাই করব ৷’’

কলকাতা, 4 মার্চ : ‘গোলি মারো সালোকো’ স্লোগানের অপব্যাখ্যা হচ্ছে বলে দাবি করলেন BJP নেতা মুকুল রায় ৷ আজ এক সাংবাদিক বৈঠকে মুকুল জানান, দেশের শত্রুদের গুলি মারার কথা বলা হয়েছে ৷ কিন্তু তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে ৷

রবিবার অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার পথে কয়েকজন ‘গোলি মারো সালোকো’ স্লোগান দেয় ৷ তাদের হাতে BJP-র পতাকা ছিল ৷ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ এই প্রসঙ্গে BJP নেতা মুকুল রায় বলেন, ‘‘স্লোগানের অপব্যবহার করা হচ্ছে ৷ দেশ কে দুশমনো কো গোলি মারো বলা হয়েছে ৷ কিন্তু দেশ কে দুশমন শব্দ বাদ দিয়ে বাকি অংশ নিয়ে সবাই আলোচনা করছে ৷’’ এই প্রসঙ্গে তিনি CPI(M)-কে টেনে বলেন, ‘‘বাংলাকে জ্বালিয়ে দেওয়ার সময় CPI(M) মাতৃভাষা ও মাতৃদুগ্ধ শব্দের প্রয়োগ করেছিল ৷ কিন্তু কখনও রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি ভাবের ভাষা নয়, কাজের ভাষা শব্দ ব্যবহার করেনি ৷’’

পৌরসভা ভোট নিয়ে BJP নেতা বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস সরকার চালাচ্ছে ৷ তারা ভোট নিয়ে সব জানে ৷ কিন্তু নির্বাচন নিয়ে বিরোধীদের কাছে কোনও পূর্বাভাস নেই ৷ রাজ্য নির্বাচন কমিশনের অধীনে বাংলায় কোনও ভোট অবাধ ও সুষ্ঠু হয় না ৷ যেসব জায়গায় একবছর আগে পঞ্চায়েত ভোটে তৃণমূল জিতেছিল, সে সব জায়গায় লোকসভা ভোটে হেরে গেল ৷’’ তিনি আরও জানান, লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে BJP ৷ তাই 2021-এর আগে সেমিফাইনাল ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মুকুল রায় ৷

গোলি মারো নিয়ে কী বলছেন মুকুল রায়

COVID-19 এর জেরে চিনে কয়েক হাজার মানুষের মৃত্যুতে সহমর্মিতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোলি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই প্রসঙ্গে মুকুল বলেন, ‘‘COVID-19 নিয়ে কেন্দ্রীয় সরকার সব তথ্য প্রকাশ করেছে ৷ রাজ্য সরকারের উচিৎ এই বিষয়ে শিক্ষা নেওয়া ৷ তারা ডেঙ্গুর মতো বিষয়কেও চেপে রাখে ৷ মানুষকে সজাগ করার জন্য এবং রোগ প্রতিরোধের জন্য যা যা করার তাই করব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.