ETV Bharat / city

তিন কেন্দ্রেই বিপুল ভোটে জিতব : মুকুল

"কেন্দ্রীয় বাহিনী না থাকলে এমন অশান্তি হবেই।" চোপড়া প্রসঙ্গে বললেন মুকুল রায়।

মুকুল
author img

By

Published : Apr 18, 2019, 1:28 PM IST

Updated : Apr 18, 2019, 5:15 PM IST

কলকাতা, 18 এপ্রিল : সকাল থেকেই দার্জিলিঙ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়ায় বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা নজরে আসে। 112 নম্বর বুথে EVM ভাঙচুর, পুলিশের উপর বোমা, টায়ার জ্বালিয়ে পথ অবরোধসহ একাধিক ঘটনা ঘটে। এবিষয়ে BJP নেতা মুকুল রায় বলেন, "যেখানে রাজ্য পুলিশের দায়িত্বে ভোট হচ্ছে সেখানে সেখানেই অশান্তি হচ্ছে। আজ উত্তরবঙ্গের তিন জায়গায় ভোট হচ্ছে। তার মধ্যে যে যে জায়গায় রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ করছে সে সমস্ত জায়গায় অশান্তি রয়েছে। বাকি যেখানে কেন্দ্রীয়বাহিনী রয়েছে সেখানের ভোট মোটামুটি নির্ভীক এবং নির্ভয়ে হচ্ছে।"

রায়গঞ্জের বাম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর প্রসঙ্গে মুকুল বলেন, "আমি আবারও বলছি যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেখানেই এই ধরনের ঘটনা ঘটছে। তাই তো আমরা বারবার নির্বাচন কমিশনে আবেদন করছি সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক।" এই তিনটি কেন্দ্রে ভোট নিয়ে কী বলবেন ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, "তিনটি কেন্দ্রেই BJP বিপুল ভোটে জিতবে।"

অন্যদিকে, পুরুলিয়ার ঘটনা নিয়ে তিনি বলেন, "আরষা গ্রামে আমাদের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য মাদব যাদবের ছেলেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই চিত্র পুরুলিয়ায় আগেও দেখা গেছে। এটা নতুন করে আবার ঘটল। মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় তৃণমূল পরাজয়ের আতঙ্কে ভয়ের বাতাবরণ তৈরি করছে।"

কী বললেন মুকুল? দেখুন ভিডিয়ো

আজ দুপুরে নির্বাচন কমিশনে যাবে রাজ্য BJP। উপস্থিত থাকবেন মুকুল রায়ও। সেখানে গিয়ে কী বলবেন? উত্তরে মুকুল বলেন, "আমাদের একটাই দাবি সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে তবেই পশ্চিমবঙ্গে নিরাপত্তায় মানুষ ভোট দিতে পারবে।"

কলকাতা, 18 এপ্রিল : সকাল থেকেই দার্জিলিঙ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়ায় বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা নজরে আসে। 112 নম্বর বুথে EVM ভাঙচুর, পুলিশের উপর বোমা, টায়ার জ্বালিয়ে পথ অবরোধসহ একাধিক ঘটনা ঘটে। এবিষয়ে BJP নেতা মুকুল রায় বলেন, "যেখানে রাজ্য পুলিশের দায়িত্বে ভোট হচ্ছে সেখানে সেখানেই অশান্তি হচ্ছে। আজ উত্তরবঙ্গের তিন জায়গায় ভোট হচ্ছে। তার মধ্যে যে যে জায়গায় রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ করছে সে সমস্ত জায়গায় অশান্তি রয়েছে। বাকি যেখানে কেন্দ্রীয়বাহিনী রয়েছে সেখানের ভোট মোটামুটি নির্ভীক এবং নির্ভয়ে হচ্ছে।"

রায়গঞ্জের বাম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়ি ভাঙচুর প্রসঙ্গে মুকুল বলেন, "আমি আবারও বলছি যেখানে কেন্দ্রীয় বাহিনী নেই সেখানেই এই ধরনের ঘটনা ঘটছে। তাই তো আমরা বারবার নির্বাচন কমিশনে আবেদন করছি সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক।" এই তিনটি কেন্দ্রে ভোট নিয়ে কী বলবেন ? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, "তিনটি কেন্দ্রেই BJP বিপুল ভোটে জিতবে।"

অন্যদিকে, পুরুলিয়ার ঘটনা নিয়ে তিনি বলেন, "আরষা গ্রামে আমাদের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য মাদব যাদবের ছেলেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই চিত্র পুরুলিয়ায় আগেও দেখা গেছে। এটা নতুন করে আবার ঘটল। মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় তৃণমূল পরাজয়ের আতঙ্কে ভয়ের বাতাবরণ তৈরি করছে।"

কী বললেন মুকুল? দেখুন ভিডিয়ো

আজ দুপুরে নির্বাচন কমিশনে যাবে রাজ্য BJP। উপস্থিত থাকবেন মুকুল রায়ও। সেখানে গিয়ে কী বলবেন? উত্তরে মুকুল বলেন, "আমাদের একটাই দাবি সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে তবেই পশ্চিমবঙ্গে নিরাপত্তায় মানুষ ভোট দিতে পারবে।"

sample description
Last Updated : Apr 18, 2019, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.