ETV Bharat / city

Mukul Denies Rejoining TMC : সৌজন্য সাক্ষাতে তৃণমূল ভবনে গিয়েছিলেন, শুনানিতে জানালেন মুকুল

বিধানসভা নির্বাচনের পর মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন (Mukul Roy Rejoins TMC after 2021 Bengal Assembly Elections) ৷ কিন্তু মুকুল রায়ের আইনজীবীর দাবি, সেদিন সৌজন্য সাক্ষাতের জন্য তৃণমূল ভবনে গিয়েছিলেন তিনি (Mukul Denies Rejoining TMC) ৷ বৃহস্পতিবার মুকুল রায়ের দলত্যাগ সংক্রান্ত শুনানিতে (Anti Defection Case against Mukul Roy) বিধানসভার অধ্যক্ষের কাছে এমনই তথ্য দেওয়া হয়েছে বলে খবর ৷

mukul denies rejoining tmc
Mukul Denies Rejoining TMC : সৌজন্য সাক্ষাতে তৃণমূল ভবনে গিয়েছিলেন, শুনানিতে জানালেন মুকুল
author img

By

Published : Apr 28, 2022, 3:42 PM IST

Updated : Apr 28, 2022, 8:30 PM IST

কলকাতা, 28 এপ্রিল : সৌজন্য সাক্ষাতেই তৃণমূল ভবনে গিয়েছিলেন মুকুল রায় (Mukul Denies Rejoining TMC) । বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) ডাকা শুনানিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মুকুল রায়ের আইনজীবী । একই সঙ্গে আইনজীবী মারফত মুকুল রায় জানিয়েছেন, তিনি বিজেপিতেই আছেন ৷ দলত্যাগ করেননি । অতএব তাঁর বিরুদ্ধে ওঠা দলত্যাগ বিরোধী মামলা যুক্তিহীন (Anti Defection Case against Mukul Roy) ।

প্রসঙ্গত, কোন দলে রয়েছেন বাংলার ‘রায় সাহেব’, তা জানতে লক্ষ্মীবারের দুপুরে শুনানির আয়োজন করেছিলেন অধ্যক্ষ৷ এসেছিলেন দু’পক্ষের আইনজীবীরাও৷ সেখানেই মুকুল রায়ের তরফে দলত্যাগ মামলায় জানিয়ে দেওয়া হল, মুকুল রায় বিজেপিতেই আছেন, তৃণমূলে যোগের কোনও বৈধতা নেই৷ মুকুলের আইনজীবীর যুক্তি, সদ্য পত্নীবিয়োগ হয়েছিল এই বিজেপি বিধায়কের। সেসময় পুরনো বন্ধুরাই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। আর সৌজন্যের খাতিরেই সেদিন অর্থাৎ 11 জুন 2021 সালে তিনি তৃণমূল ভবনে গিয়েছিলেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ মামলার দ্বিতীয় দফায় শুনানি শেষে হল। হাইকোর্টের নির্দেশে এই শুনানি চলছিল রাজ্য বিধানসভায়। তাঁর যোগদানের ভিডিয়ো সংবিধান অনুযায়ী আরও একবার বিবেচনা করে শুনানির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এদিন মুকুল রায়ের আইনজীবী তরফে শুভেন্দু অধিকারীর পেশ করা প্রমাণকে ভুয়ো বলা হয়। এক্ষেত্রে তথ্য বিকৃতির অভিযোগ এনেছেন মুকুল রায়ের আইনজীবীরা। যদিও শুভেন্দুর তরফে আইনজীবীদের দাবি, ভুয়ো তথ্যের কথা এবারই প্রথম বলছেন মুকুলের আইনজীবীরা। আগে এই তথ্য তুলে ধরেননি।

আগামী 6 মে প্রয়োজন হলে কোনও তথ্য যাচাইয়ের জন্য অধ্যক্ষ দু’পক্ষের আইনজীবীদের ডেকে পাঠাতে পারেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, 11 তারিখের মধ্যে এই মামলা সংক্রান্ত সিদ্ধান্ত কোর্টকে জানাতে হবে।

এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে, ‘‘আমরা আমাদের তরফের যুক্তি দিয়েছি। ওরা আজ সেই অর্থে যুক্তি এবং তথ্য পেশ করতে পারেননি। মুকুল রায় যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, তাহলে তিনি কেন তৃণমূল ভবনে যাবেন?’’
অন্যদিকে মুকুল রায়ের আইনজীবীরা বলছেন, সংবাদ মাধ্যমে যে তথ্য পেশ হয়েছে, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন : Mukul Roy : মুকুলের বিধায়ক পদ খারিজে শুভেন্দুর মামলাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল

কলকাতা, 28 এপ্রিল : সৌজন্য সাক্ষাতেই তৃণমূল ভবনে গিয়েছিলেন মুকুল রায় (Mukul Denies Rejoining TMC) । বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) ডাকা শুনানিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মুকুল রায়ের আইনজীবী । একই সঙ্গে আইনজীবী মারফত মুকুল রায় জানিয়েছেন, তিনি বিজেপিতেই আছেন ৷ দলত্যাগ করেননি । অতএব তাঁর বিরুদ্ধে ওঠা দলত্যাগ বিরোধী মামলা যুক্তিহীন (Anti Defection Case against Mukul Roy) ।

প্রসঙ্গত, কোন দলে রয়েছেন বাংলার ‘রায় সাহেব’, তা জানতে লক্ষ্মীবারের দুপুরে শুনানির আয়োজন করেছিলেন অধ্যক্ষ৷ এসেছিলেন দু’পক্ষের আইনজীবীরাও৷ সেখানেই মুকুল রায়ের তরফে দলত্যাগ মামলায় জানিয়ে দেওয়া হল, মুকুল রায় বিজেপিতেই আছেন, তৃণমূলে যোগের কোনও বৈধতা নেই৷ মুকুলের আইনজীবীর যুক্তি, সদ্য পত্নীবিয়োগ হয়েছিল এই বিজেপি বিধায়কের। সেসময় পুরনো বন্ধুরাই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। আর সৌজন্যের খাতিরেই সেদিন অর্থাৎ 11 জুন 2021 সালে তিনি তৃণমূল ভবনে গিয়েছিলেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ মামলার দ্বিতীয় দফায় শুনানি শেষে হল। হাইকোর্টের নির্দেশে এই শুনানি চলছিল রাজ্য বিধানসভায়। তাঁর যোগদানের ভিডিয়ো সংবিধান অনুযায়ী আরও একবার বিবেচনা করে শুনানির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এদিন মুকুল রায়ের আইনজীবী তরফে শুভেন্দু অধিকারীর পেশ করা প্রমাণকে ভুয়ো বলা হয়। এক্ষেত্রে তথ্য বিকৃতির অভিযোগ এনেছেন মুকুল রায়ের আইনজীবীরা। যদিও শুভেন্দুর তরফে আইনজীবীদের দাবি, ভুয়ো তথ্যের কথা এবারই প্রথম বলছেন মুকুলের আইনজীবীরা। আগে এই তথ্য তুলে ধরেননি।

আগামী 6 মে প্রয়োজন হলে কোনও তথ্য যাচাইয়ের জন্য অধ্যক্ষ দু’পক্ষের আইনজীবীদের ডেকে পাঠাতে পারেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, 11 তারিখের মধ্যে এই মামলা সংক্রান্ত সিদ্ধান্ত কোর্টকে জানাতে হবে।

এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফ থেকে বলা হয়েছে, ‘‘আমরা আমাদের তরফের যুক্তি দিয়েছি। ওরা আজ সেই অর্থে যুক্তি এবং তথ্য পেশ করতে পারেননি। মুকুল রায় যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, তাহলে তিনি কেন তৃণমূল ভবনে যাবেন?’’
অন্যদিকে মুকুল রায়ের আইনজীবীরা বলছেন, সংবাদ মাধ্যমে যে তথ্য পেশ হয়েছে, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরও পড়ুন : Mukul Roy : মুকুলের বিধায়ক পদ খারিজে শুভেন্দুর মামলাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল

Last Updated : Apr 28, 2022, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.