ETV Bharat / city

Muharram: আশুরার রাত কাটিয়ে আজ ‘দশই মহরম’, শোকে বিহ্বল শিয়ারা - দশই মহরম

আজ মহরম ৷ কারবালার যুদ্ধের ইতিহাসকে স্মরণ করে এই দিনটিতে শোকপালন করেন মুসলিম সম্প্রদায়ের শিয়ারা (Mourning to Remembering History of Karbala Battle in Dashai Muharram by Shia Muslims) ৷ আরবি ক্যালেন্ডার মেনে এই মহরম পালিত হয় ৷

mourning-to-remembering-history-of-karbala-battle-in-dashai-muharram-by-shia-muslims
mourning-to-remembering-history-of-karbala-battle-in-dashai-muharram-by-shia-muslims
author img

By

Published : Aug 9, 2022, 11:24 AM IST

বসিরহাট, 9 অগস্ট: আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মহরম ৷ এই মাসের প্রথম দিন থেকেই কারবালার প্রান্তে ঘটা যুদ্ধের ইতিহাস স্মরণ করে শোকপালন করেন মুসলিম সম্প্রদায়ের শিয়ারা (Mourning to Remembering History of Karbala Battle in Dashai Muharram by Shia Muslims) ৷ প্রায় দু-আড়াই মাস ধরে এই শোকের পর্ব চলে ৷ মূলত, শিয়া সম্প্রদায়ের মানুষেরা শোকপালন করে থাকেন ৷ যেখানে নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয় কারবালার ইতিহাস ৷ মহরমের নবম রাতকে ‘সবে আশুরা’ বলা হয় ৷ এই রাত কাটিয়ে দিনের আলো ফুটতেই ‘দশই মহরম’ পালিত হয় ৷ 2022 সালের 9 অগস্ট মঙ্গলবার ভারতজুড়ে দশই মহরম পালিত হচ্ছে ৷

একই ভাবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, কলকাতা, চুঁচুড়া-সহ উত্তর 24 পরগনার বসিরহাটের নারিকেল বেড়িয়া গ্রামে মহরম পালিত হয় ৷ মহরম মাসের 1 তারিখ থেকেই মাতম, মজলিশ, দোয়া চলে ৷ শিয়াদের খাদ্যভ্যাস, জীবনযাপন, বসনে পরিবর্তন ঘটে ৷ সময় যত বাড়তে থাকে ততই ‘শোক-নিয়মে’ বাঁধা পড়েন শিয়ারা ৷ খালি পায়ে মাতম, মজলিসে অংশগ্রহণ করা থেকে তেল জাতীয় খাবার বর্জনের মতো রীতি পালন করা হয় ৷ এইভাবেই দশই মহরম শোকে বিহ্বল হয়ে পড়েন শিয়ারা ৷ নমাজ, দোয়া, মাতম, মজলিশের মধ্যে কেটে যায় দিনটি ৷

মৃত্যুর ইতিহাসকে তুলে ধরতে সাজিয়ে তোলা হয় তাজিয়া, তাঁবুত ৷ একইসঙ্গে মরু প্রান্তরের যুদ্ধক্ষেত্রকে তুলে ধরতে ঘোড়া, উটকে সাজানো হয় ৷ রঙিন কাগজ, প্লাস্টিক, কাঁচ দিয়ে সাজানো হয় ৷ এই দিনটিতে পাক বা পবিত্র করে তোলা হয় কারবালার প্রান্তরকে ৷ সেখানেও শোকের আবহে পালিত হয় মহরম ৷

আরও পড়ুন: ফিরল চেনা ছবি, হাওড়া শহরে ঈদের নমাজে সামিল সাধারণ মানুষ

বসিরহাট মহকুমার অধিকাংশ শিয়া অধ্যুষিত গ্রাম থেকে দশই মহরমে নারিকেল বেড়িয়ায় হাজির হন হাজার হাজার মানুষ ৷ মহরমের মাতম, জুলুস দেখতে ভিড় করেন স্থানীয় মানুষজনও ৷ গত দু’বছর করোনার কারণে ভিড়ে লাগাম টানা হলেও, এ বছর করোনাবিধি মেনেই মহরম পালন হবে বলে জানিয়েছেন নারিকেল বেড়িয়ার কারবালা কমিটি ৷

বসিরহাট, 9 অগস্ট: আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মহরম ৷ এই মাসের প্রথম দিন থেকেই কারবালার প্রান্তে ঘটা যুদ্ধের ইতিহাস স্মরণ করে শোকপালন করেন মুসলিম সম্প্রদায়ের শিয়ারা (Mourning to Remembering History of Karbala Battle in Dashai Muharram by Shia Muslims) ৷ প্রায় দু-আড়াই মাস ধরে এই শোকের পর্ব চলে ৷ মূলত, শিয়া সম্প্রদায়ের মানুষেরা শোকপালন করে থাকেন ৷ যেখানে নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয় কারবালার ইতিহাস ৷ মহরমের নবম রাতকে ‘সবে আশুরা’ বলা হয় ৷ এই রাত কাটিয়ে দিনের আলো ফুটতেই ‘দশই মহরম’ পালিত হয় ৷ 2022 সালের 9 অগস্ট মঙ্গলবার ভারতজুড়ে দশই মহরম পালিত হচ্ছে ৷

একই ভাবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, কলকাতা, চুঁচুড়া-সহ উত্তর 24 পরগনার বসিরহাটের নারিকেল বেড়িয়া গ্রামে মহরম পালিত হয় ৷ মহরম মাসের 1 তারিখ থেকেই মাতম, মজলিশ, দোয়া চলে ৷ শিয়াদের খাদ্যভ্যাস, জীবনযাপন, বসনে পরিবর্তন ঘটে ৷ সময় যত বাড়তে থাকে ততই ‘শোক-নিয়মে’ বাঁধা পড়েন শিয়ারা ৷ খালি পায়ে মাতম, মজলিসে অংশগ্রহণ করা থেকে তেল জাতীয় খাবার বর্জনের মতো রীতি পালন করা হয় ৷ এইভাবেই দশই মহরম শোকে বিহ্বল হয়ে পড়েন শিয়ারা ৷ নমাজ, দোয়া, মাতম, মজলিশের মধ্যে কেটে যায় দিনটি ৷

মৃত্যুর ইতিহাসকে তুলে ধরতে সাজিয়ে তোলা হয় তাজিয়া, তাঁবুত ৷ একইসঙ্গে মরু প্রান্তরের যুদ্ধক্ষেত্রকে তুলে ধরতে ঘোড়া, উটকে সাজানো হয় ৷ রঙিন কাগজ, প্লাস্টিক, কাঁচ দিয়ে সাজানো হয় ৷ এই দিনটিতে পাক বা পবিত্র করে তোলা হয় কারবালার প্রান্তরকে ৷ সেখানেও শোকের আবহে পালিত হয় মহরম ৷

আরও পড়ুন: ফিরল চেনা ছবি, হাওড়া শহরে ঈদের নমাজে সামিল সাধারণ মানুষ

বসিরহাট মহকুমার অধিকাংশ শিয়া অধ্যুষিত গ্রাম থেকে দশই মহরমে নারিকেল বেড়িয়ায় হাজির হন হাজার হাজার মানুষ ৷ মহরমের মাতম, জুলুস দেখতে ভিড় করেন স্থানীয় মানুষজনও ৷ গত দু’বছর করোনার কারণে ভিড়ে লাগাম টানা হলেও, এ বছর করোনাবিধি মেনেই মহরম পালন হবে বলে জানিয়েছেন নারিকেল বেড়িয়ার কারবালা কমিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.