বেহালা, 7 সেপ্টেম্বর : বেহালা পর্ণশ্রীর সেনপল্লিতে একটি বহুতলের তিনতলায় মা ও ছেলের গলা কাটা দেহ উদ্ধার । পেশায় ব্যাঙ্ককর্মী তপন মণ্ডল কাজ থেকে বাড়িতে ফিরে দেখেন ছেলে সমজিৎ মণ্ডল (14) ও স্ত্রী সুস্মিতা মণ্ডলের (35) দেহ ৷ খাটের উপর দু'টি দেহ পড়ে ছিল । এবং দরজা খোলা ছিল ৷ ভর সন্ধ্যায় এমন ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷
তপন মণ্ডল বেসরকারি ব্যাঙ্কের কর্মী ৷ স্ত্রী সুস্মিতা পেশায় স্কুল শিক্ষিকা ৷ ছেলে সমজিৎ শহরের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া ৷ সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে আলাদা আলাদা দু'টি ঘরে স্ত্রী এবং ছেলের দেহ উদ্ধার করেন তপন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ পুলিশের অনুমান, ভর সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ৷ প্রতিবেশীরাও কিছু টের পাননি ৷ হতে পারে কোনও পরিচিত এই ঘটনায় জড়িত ৷
তপনের সহকর্মী রামপ্রকাশ চৌধুরীও পর্ণশ্রী এলাকার বাসিন্দা ৷ রামপ্রকাশ জানান, গতকাল সন্ধ্যায় তিনি এবং তপন একসঙ্গেই বাড়ি ফেরেন ব্যাঙ্ক থেকে ৷ বাড়িতে ঢোকার দু-চার মিনিটের মধ্যেই তিনি তপনের ফোন পান ৷ ছুটে আসেন সহকর্মীর বাড়িতে ৷ এসে দেখেন দু'টি ঘরে দু'টি দেহ পড়ে রয়েছে ৷
আরও পড়ুন : Kanksa Wife Murder : ফ্ল্যাট কেনার 30 লক্ষ না পেয়েই খুন, দাবি মৃতার বাবার