ETV Bharat / city

Bengal Civic Polls 2022 : জমা পড়ল হাজারেরও বেশি অভিযোগ, কমিশন বলল 'বিক্ষিপ্ত অশান্তি'

বিকেল 5টা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের কন্ট্রোলরুমে জমা পড়ল সহস্রাধিক অভিযোগ (More than thousand complaints reported at state election commission)। তবু নির্বিকার রাজ্য নির্বাচন কমিশন ৷

Bengal Civic Polls 2022
জমা পড়ল হাজারেরও বেশি অভিযোগ, কমিশন বলল 'বিক্ষিপ্ত অশান্তি'
author img

By

Published : Feb 27, 2022, 10:34 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : ঘটনাবহুল রবিবাসরীয় 108টি পৌরসভার নির্বাচন ৷ বিকেল 5টা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের কন্ট্রোলরুমে জমা পড়ল সহস্রাধিক অভিযোগ (More than thousand complaints reported at state election commission)। তবু নির্বিকার রাজ্য নির্বাচন কমিশন ৷ কমিশনের মতে রবিবাসরীয় পৌরভোটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল অভিযোগ এসেছে, তার সবই 'বিক্ষিপ্ত অশান্তি'। একইসঙ্গে কমিশন জানিয়েছে যে, খবর পাওয়া মাত্রই সাধ্যমতো ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

এদিন দফায়-দফায় উত্তপ্ত হয় রাজ্য নির্বাচন কমিশন দফতরও। কমিশন দফতরের সামনেই শাসকদলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগে প্রদেশ কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয়। গ্রেফতার করা হয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র-সহ একাধিক কর্মী-সমর্থকদের। এরপর বিজেপির তরফে একদল প্রতিনিধি এসে 'আজকের ভোট প্রহসনের ভোট' দাবি করে করে তা বাতিলের আর্জি জানায়। রাজ্য বিজেপির ডাকে আগামিকাল 12 ঘন্টার বাংলা বনধেরও ডাক দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, 108 পৌরসভায় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে 76.51 শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি 84.15 শতাংশ ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে ৷ নির্বাচনে বিশৃঙ্খলাজনিত কারণে রাজ্যে 47 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কমিশন এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই। পাশাপাশি গণ্ডগোল বাঁধাতে পারে এমন আশঙ্কায় আটক করা হয়েছে 474 জনকে ৷

আরও পড়ুন : আক্রান্ত সংবাদমাধ্যম, ভাঙা হল ইভিএম; ডিজি বলছেন "ভোট শান্তিপূর্ণ"

রাজ্যের বিভিন্ন বুথে 82টি ইভিএম বদল করার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কমিশন ৷ যদিও পৌরভোটে দেদার অশান্তির খবর পেয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার রাজভবনে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

কলকাতা, 27 ফেব্রুয়ারি : ঘটনাবহুল রবিবাসরীয় 108টি পৌরসভার নির্বাচন ৷ বিকেল 5টা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের কন্ট্রোলরুমে জমা পড়ল সহস্রাধিক অভিযোগ (More than thousand complaints reported at state election commission)। তবু নির্বিকার রাজ্য নির্বাচন কমিশন ৷ কমিশনের মতে রবিবাসরীয় পৌরভোটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল অভিযোগ এসেছে, তার সবই 'বিক্ষিপ্ত অশান্তি'। একইসঙ্গে কমিশন জানিয়েছে যে, খবর পাওয়া মাত্রই সাধ্যমতো ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

এদিন দফায়-দফায় উত্তপ্ত হয় রাজ্য নির্বাচন কমিশন দফতরও। কমিশন দফতরের সামনেই শাসকদলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগে প্রদেশ কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয়। গ্রেফতার করা হয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র-সহ একাধিক কর্মী-সমর্থকদের। এরপর বিজেপির তরফে একদল প্রতিনিধি এসে 'আজকের ভোট প্রহসনের ভোট' দাবি করে করে তা বাতিলের আর্জি জানায়। রাজ্য বিজেপির ডাকে আগামিকাল 12 ঘন্টার বাংলা বনধেরও ডাক দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে খবর, 108 পৌরসভায় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে 76.51 শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি 84.15 শতাংশ ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে ৷ নির্বাচনে বিশৃঙ্খলাজনিত কারণে রাজ্যে 47 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কমিশন এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই। পাশাপাশি গণ্ডগোল বাঁধাতে পারে এমন আশঙ্কায় আটক করা হয়েছে 474 জনকে ৷

আরও পড়ুন : আক্রান্ত সংবাদমাধ্যম, ভাঙা হল ইভিএম; ডিজি বলছেন "ভোট শান্তিপূর্ণ"

রাজ্যের বিভিন্ন বুথে 82টি ইভিএম বদল করার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কমিশন ৷ যদিও পৌরভোটে দেদার অশান্তির খবর পেয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার রাজভবনে তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.