ETV Bharat / city

রাজ্যে বাড়ছে সুস্থতার হার, কমছে সংক্রমণ

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 245 জন । মৃত্যু হয়েছে 44 জনের ৷

corona
corona
author img

By

Published : Dec 17, 2020, 9:05 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : ফের কমল দৈনিক কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 245 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 2 হাজার 293 ৷ কমেছে একদিনে মৃত্যুর সংখ্যাও । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 44 জনের ৷ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল 46 ।

রাজ্যে এই নিয়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 30 হাজার 456 । মোট মৃত্যু হয়েছে 9 হাজার 235 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 94.56% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 747 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট 5 লাখ 1 হাজার 624 জন ৷ রাজ্যে বর্তমানে 19 হাজার 597 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷

জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 505 জন ৷ শেষ 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 12 জনের । শেষ 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 524 জন ৷ মৃত্যু হয়েছে 10 জনের ৷ 16 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট 65 লাখ 38 হাজার 992টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ মোট 42 হাজার 473টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

আরও পড়ুন : বিহারবাসীকে বিনামূল্যে ভ্যাকসিনের প্রস্তাব অনুমোদন নীতীশের

কলকাতা, 17 ডিসেম্বর : ফের কমল দৈনিক কোরোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 245 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 2 হাজার 293 ৷ কমেছে একদিনে মৃত্যুর সংখ্যাও । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 44 জনের ৷ গতকাল মৃত্যুর সংখ্যা ছিল 46 ।

রাজ্যে এই নিয়ে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 5 লাখ 30 হাজার 456 । মোট মৃত্যু হয়েছে 9 হাজার 235 জনের । অন্যদিকে বাড়ছে সুস্থতার হার । রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে 94.56% ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 747 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট 5 লাখ 1 হাজার 624 জন ৷ রাজ্যে বর্তমানে 19 হাজার 597 জন কোরোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৷

জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনায় আক্রান্ত হয়েছে 505 জন ৷ শেষ 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 12 জনের । শেষ 24 ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে 524 জন ৷ মৃত্যু হয়েছে 10 জনের ৷ 16 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে মোট 65 লাখ 38 হাজার 992টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ মোট 42 হাজার 473টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

আরও পড়ুন : বিহারবাসীকে বিনামূল্যে ভ্যাকসিনের প্রস্তাব অনুমোদন নীতীশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.