ETV Bharat / city

বিদ্যাসাগরের মূর্তি ভাঙা "সামান্য ঘটনা", মন্তব্য মুনমুনের - BJP

কলকাতায় TMCP-BJP সংঘর্ষের জেরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে "সামান্য" বললেন মুনমুন । তাঁর মন্তব্যের জেরে আরও একবার অস্বস্তিতে পড়ল দল ।

মুনমুন সেন
author img

By

Published : May 19, 2019, 5:34 PM IST

দিল্লি, 19 মে : ফের বিতর্কিত মন্তব্য মুনমুনের । কলকাতায় TMCP-BJP সংঘর্ষের জেরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে "সামান্য" বললেন মুনমুন । সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষদফার ভোট চলাকালীন মুনমুনের বক্তব্যে আরও একবার অস্বস্তিতে পড়ল দল ।

আজ নিজের ভোটদান শেষে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে মুনমুন সেন বলেন, "ওটা বড় কোনও ঘটনা নয় । সামান্য ঘটনা ঘটেছে । অন্যান্য রাজ্যের মতো সামান্য হিংসার ঘটনাই ঘটেছিল । কিন্তু অবাক লাগছে, উত্তরপ্রদেশে যেভাবে গত 5 বছর ধরে হিংসার ঘটনা ঘটে চলেছে, সেকথা কেউ বলছেন না ।"

মুনমুনের আরও দাবি, "রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ । কোনও বাঙালিই একাজ করতে পারেন না । তাদের পক্ষেই একাজ করা সম্ভব যারা তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান করেছেন । আমরা ধর্মনিরপেক্ষ । এখানে অবাঙালি ছাড়াও শিখ, জৈন, পর্তুগিজ, গুজরাত, মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন । কলকাতায় অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বা স্ট্যাচু রয়েছে । কেউ সেই মূর্তিগুলো তো ভাঙেননি । বিদ্যাসাগরের মূর্তিটা ভাঙচুর-ই করা হয়েছে ।"

উল্লেখ্য, এর আগে গত 29 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে BJP-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে 12 জনের বেশি জখম হন । গ্রেপ্তার করা হয় 100 জনকে । কিন্তু ঘটনার পর ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন জানান, নিতান্তই সামান্য ঘটনা ।

দিল্লি, 19 মে : ফের বিতর্কিত মন্তব্য মুনমুনের । কলকাতায় TMCP-BJP সংঘর্ষের জেরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে "সামান্য" বললেন মুনমুন । সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষদফার ভোট চলাকালীন মুনমুনের বক্তব্যে আরও একবার অস্বস্তিতে পড়ল দল ।

আজ নিজের ভোটদান শেষে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে মুনমুন সেন বলেন, "ওটা বড় কোনও ঘটনা নয় । সামান্য ঘটনা ঘটেছে । অন্যান্য রাজ্যের মতো সামান্য হিংসার ঘটনাই ঘটেছিল । কিন্তু অবাক লাগছে, উত্তরপ্রদেশে যেভাবে গত 5 বছর ধরে হিংসার ঘটনা ঘটে চলেছে, সেকথা কেউ বলছেন না ।"

মুনমুনের আরও দাবি, "রাজ্য সরকার ধর্মনিরপেক্ষ । কোনও বাঙালিই একাজ করতে পারেন না । তাদের পক্ষেই একাজ করা সম্ভব যারা তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান করেছেন । আমরা ধর্মনিরপেক্ষ । এখানে অবাঙালি ছাড়াও শিখ, জৈন, পর্তুগিজ, গুজরাত, মুসলিম সম্প্রদায়ের মানুষ বাস করেন । কলকাতায় অনেক রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বা স্ট্যাচু রয়েছে । কেউ সেই মূর্তিগুলো তো ভাঙেননি । বিদ্যাসাগরের মূর্তিটা ভাঙচুর-ই করা হয়েছে ।"

উল্লেখ্য, এর আগে গত 29 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে BJP-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে 12 জনের বেশি জখম হন । গ্রেপ্তার করা হয় 100 জনকে । কিন্তু ঘটনার পর ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন জানান, নিতান্তই সামান্য ঘটনা ।

Gadchiroli (Maharashtra), May 19 (ANI): Naxals have allegedly torched a truck at a wood depot in Gadchiroli district of Maharashtra. They have called for a bandh following the killings of two Naxal women in an encounter last month. Banner was found in Etapalli of Gadchiroli district mentioning the encounter of two women named Ramco alias Kamla Manku Narote and Shilpa alias Manu Durva.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.