কলকাতা, 25 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের 'বহিরাগত' কটাক্ষের জবাব দিতে কাঁথির সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, কোনও ভারতীয়ই বহিরাগত নন ৷ সবাই ভারতমাতার সন্তান ৷ তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করেই তাঁকে পাল্টা বিদ্রুপ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর টুইটে সরাসরি কিছু বলা না-থাকলেও, তিনি যে এনআরসি ও এনপিআর প্রসঙ্গেই প্রধানমন্ত্রীকে বিঁধেছেন, তা স্পষ্ট তাঁর ভাষায় ৷
'বাংলা নিজের মেয়েকে চায়' - এই স্লোগানকে সামনে রেখেই এ বারের ভোটের লড়াইয়ে নেমেছে শাসক দল ৷ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের লোকেদের মুখে এসেছে 'বহিরাগত' শব্দটি ৷ বার বার তারা অভিযোগ করেছে যে, বাংলার সংস্কৃতির প্রতি সুবিচার না-করে বাইরে থেকে লোক এনে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি ৷ 'মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাংলাকে বহিরাগতদের হাতে ঠেলে দেওয়ার প্রচেষ্টা' রুখতে মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷ বুধবার কাঁথির সভায় সেই 'বহিরাগত' তকমার জবাব দিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "যে বাংলা পুরো ভারতকে বন্দেমাতরমের ভাবনায় বেঁধেছেন, সেখানে মমতা দিদি বহিরাগতের কথা বলছেন ৷ এই ভূমি বঙ্কিমবাবুর, রবি ঠাকুরের, সুভাষ বোসের, মাতঙ্গিনী হাজরার বঙ্গভূমি ও ভারতভূমি ৷ এই ভূমিতে কোনও ভারতবাসী বহিরাগত নন ৷ সবাই ভারত মাতার সন্তান ৷ গুরুদেব এই ভারতবাসীকে এক মালায় গেঁথেছিলেন, বলেছিলেন পঞ্জাব-সিন্ধু-গুজরাত-মারাঠা, দ্রাবিড়-উত্কল-বঙ্গ ৷ সেই গুরুদেবের ভূমি থেকেই বহিরাগতের কথা বলছেন দিদি ৷"
আরও পড়ুন: "বাংলার সন্তানই হবে বিজেপির মুখ্য়মন্ত্রী !" মোদির 'বহিরাগত' জবাব
প্রধানমন্ত্রীর এই মন্তব্যেই ঘুরিয়ে তাঁকে খোঁচা দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ । টুইটে তিনি লিখেছেন, "এখানে কোনও ভারতীয় বহিরাগত নন ৷ সবাই ভারতমতার সন্তান, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন ৷ এটা রেকর্ড থাকায় আনন্দিত, স্যার ৷ যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে বাস করছেন এবং যাঁদের ছেলেমেয়েরা আমাদের মাটিতেই জন্মেছে, তাঁদের যখন আপনি হেনস্থা করবেন, তখন আপনাকে এ কথা মনে করিয়ে দেব ৷ কাগজ দেখাব না ৷"
সরাসরি এনআরসি ও এনপিআর-এর কথা না-বললেও মহুয়া যে সেই নিয়েই প্রধানমন্ত্রীকে বিঁধেছেন তা বুঝতে অসুবিধে হয় না ৷