ETV Bharat / city

Bowbazar Metro Disaster : দুর্গাপিতুরি লেনে বাড়ি ভাঙতে বাধা বাসিন্দার, বোঝাতে হাজির বিধায়ক - বোঝাতে হাজির বিধায়ক

বউবাজারে বাড়ি ভাঙার দ্বিতীয় দিনের কাজ চলছে (Bowbazar Metro Disaster)। বাড়ি ভাঙতে দিতে রাজি না হওয়া পরিবারকে বোঝাতে হাজির হয়েছেন স্বয়ং বিধায়ক (MLA Nayna Banerjee in Bowbazar) ৷

Bowbazar Metro Disaster
Bowbazar Metro Disaster
author img

By

Published : May 17, 2022, 6:59 PM IST

Updated : May 17, 2022, 9:54 PM IST

বউবাজার, 17 মে : বউবাজার অঞ্চলের দুটি পুরনো বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) ৷ বউবাজারে দুর্গাপিতুরি লেনে বাড়ি ভাঙার আজ দ্বিতীয় দিনের কাজ চলছে । কেএমআরসিএল ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে 16/1 নম্বর বাড়ির ছাদের অংশ ধীরে ধীরে ভাঙা হচ্ছে ।

প্রথম দিন অর্থাৎ সোমবার এই বাড়ির বেশ খানিকটা ভাঙা হয়েছিল । যেহেতু পাশের বাড়িগুলোর স্বাস্থ্য খুব একটা ভাল নয়, তাই ছেনি-হাতুড়ি দিয়েই ভাঙার কাজ করা হচ্ছে (MLA Nayna Banerjee in Bowbazar) । পাশের 16 নম্বর বাড়ি মালিক অবশ্য বাড়ি ভাঙতে দিতে নারাজ । এদিন কাজ শুরু হওয়ার পাশাপাশি কলকাতা পৌরনিগম ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা যান । তাঁরা সমীক্ষার কাজ শুরু করেন । 15 নম্বর বাড়িও ভাঙার কাজে আজ হাত দেওয়া হতে পারে বলেই খবর কেএমআরসিএল সূত্রে ।

এদিন ঘটনাস্থলে আসেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় । 16 নম্বর বাড়ির মালিক ও পরিবার সদস্যকে বোঝানোর উদ্যোগ নেন নয়না বন্দ্যোপাধ্যায় (MLA Nayna Banerjee in Durga pithuri Lane)। তিনি বলেন, "16 নম্বর বাড়ির লোকজনকে বোঝাতে হবে । যদি বাড়ি না ভেঙে এভাবে রেখে দেওয়া হয়, তাহলে এরপর মেট্রো রেল যখন শুরু হবে তখন হুড়মুড় করে ভেঙে পড়বে । 2019 থেকে 2022 এই ঘটনায় মানুষ কোনওভাবে নিহত বা আহত হয়নি সেটাই বড় বিষয় । 15 নম্বর বাড়ি ভাঙার জন্য অনুমতি মিলেছে । এই বাড়ির অবস্থা খারাপ, এটা না ভাঙা হলে এমনি ভেঙে পড়ে যাবে । যাদবপুর সমীক্ষা চালাচ্ছে । তাঁরা দেখে বলবে 16, 16/1, 15 এই তিনটি বাড়ি ছাড়া আর কোনও বাড়ি ভাঙতে হবে কি না ।"

বাড়ি ভাঙতে দিতে রাজি না হওয়া পরিবারকে বোঝাতে হাজির হয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : দুর্গাপিতুরি লেনে 2টি বাড়ি ভাঙার উদ্য়ােগ

প্রসঙ্গত, ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজের জন্য বউবাজারের দুর্গাপিতুরি লেনের একাধিক বাড়িতে প্রথমে চিড় ও তারপর ফাটল দেখা দেয় । এরপরেই উদ্বেগ ও ভীতি ছড়িয়ে পড়ে ওখানকার মানুষের মধ্যে । এর আগেই ঠিক 2 বছর 9 মাস আগে মেট্রোর সুড়ঙ্গ খননের কাজের সময় ধসে যায় ওই এলাকার একাধিক বাড়ি । রাতারাতি ঘর ছাড়া হতে হয় বহু মানুষকে ।

বউবাজার, 17 মে : বউবাজার অঞ্চলের দুটি পুরনো বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেয় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) ৷ বউবাজারে দুর্গাপিতুরি লেনে বাড়ি ভাঙার আজ দ্বিতীয় দিনের কাজ চলছে । কেএমআরসিএল ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে 16/1 নম্বর বাড়ির ছাদের অংশ ধীরে ধীরে ভাঙা হচ্ছে ।

প্রথম দিন অর্থাৎ সোমবার এই বাড়ির বেশ খানিকটা ভাঙা হয়েছিল । যেহেতু পাশের বাড়িগুলোর স্বাস্থ্য খুব একটা ভাল নয়, তাই ছেনি-হাতুড়ি দিয়েই ভাঙার কাজ করা হচ্ছে (MLA Nayna Banerjee in Bowbazar) । পাশের 16 নম্বর বাড়ি মালিক অবশ্য বাড়ি ভাঙতে দিতে নারাজ । এদিন কাজ শুরু হওয়ার পাশাপাশি কলকাতা পৌরনিগম ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা যান । তাঁরা সমীক্ষার কাজ শুরু করেন । 15 নম্বর বাড়িও ভাঙার কাজে আজ হাত দেওয়া হতে পারে বলেই খবর কেএমআরসিএল সূত্রে ।

এদিন ঘটনাস্থলে আসেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় । 16 নম্বর বাড়ির মালিক ও পরিবার সদস্যকে বোঝানোর উদ্যোগ নেন নয়না বন্দ্যোপাধ্যায় (MLA Nayna Banerjee in Durga pithuri Lane)। তিনি বলেন, "16 নম্বর বাড়ির লোকজনকে বোঝাতে হবে । যদি বাড়ি না ভেঙে এভাবে রেখে দেওয়া হয়, তাহলে এরপর মেট্রো রেল যখন শুরু হবে তখন হুড়মুড় করে ভেঙে পড়বে । 2019 থেকে 2022 এই ঘটনায় মানুষ কোনওভাবে নিহত বা আহত হয়নি সেটাই বড় বিষয় । 15 নম্বর বাড়ি ভাঙার জন্য অনুমতি মিলেছে । এই বাড়ির অবস্থা খারাপ, এটা না ভাঙা হলে এমনি ভেঙে পড়ে যাবে । যাদবপুর সমীক্ষা চালাচ্ছে । তাঁরা দেখে বলবে 16, 16/1, 15 এই তিনটি বাড়ি ছাড়া আর কোনও বাড়ি ভাঙতে হবে কি না ।"

বাড়ি ভাঙতে দিতে রাজি না হওয়া পরিবারকে বোঝাতে হাজির হয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : Bowbazar Metro Disaster : দুর্গাপিতুরি লেনে 2টি বাড়ি ভাঙার উদ্য়ােগ

প্রসঙ্গত, ইস্ট ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজের জন্য বউবাজারের দুর্গাপিতুরি লেনের একাধিক বাড়িতে প্রথমে চিড় ও তারপর ফাটল দেখা দেয় । এরপরেই উদ্বেগ ও ভীতি ছড়িয়ে পড়ে ওখানকার মানুষের মধ্যে । এর আগেই ঠিক 2 বছর 9 মাস আগে মেট্রোর সুড়ঙ্গ খননের কাজের সময় ধসে যায় ওই এলাকার একাধিক বাড়ি । রাতারাতি ঘর ছাড়া হতে হয় বহু মানুষকে ।

Last Updated : May 17, 2022, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.