কলকাতা, 4 জুলাই: সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে দেখা করবেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)৷ আজ সকালেই রাজ্যে এসে পৌঁছেছেন তিনি । তাঁর রাজ্যে আসার কথা ছিল আগামিকাল অর্থাৎ মঙ্গলবার । তবে তিনি ইতিমধ্যেই শহরে এসে পৌঁছেছেন ৷ রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে রয়েছেন মিঠুন ।
সূত্রের খবর, আজ সারা দিনে তাঁর বিশেষ উল্লেখযোগ্য কোনও কর্মসূচি নেই ৷ তবে বিকেলে মুরলীধর সেন স্ট্রিটে বিজেপি প্রদেশ কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে এবং বাকি নেতাদের সঙ্গে দেখা করবেন মিঠুন চক্রবর্তী । এছাড়া বিজেপির বাকি কর্মী সমর্থকদের সঙ্গেও দেখা করবেন তিনি ।
আরও পড়ুন: মিঠুনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ খারিজ হাইকোর্টের
জানা গিয়েছে, আগামিকাল পর্যন্ত রাজ্যে থাকবেন মিঠুন । কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি । অনেকদিন পরে রাজ্যে এসেছেন তিনি । তাই স্বাভাবিকভাবেই তাঁর এই সফরকে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । তিনি সুস্থ হওয়ার পর সক্রিয় ভাবে রাজনীতিতে ফেরেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই চাইছে বলে জানা গিয়েছে (Mithun Chakraborty to come to BJP party office in Kolkata)।