কলকাতা, 24 সেপ্টেম্বর : এসএসসি দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা ৷ যা নিয়ে শনিবার কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ৷ তাঁর কথায়, এত টাকা একসঙ্গে কখনও তিনি দেখেননি ৷ এমনকী রোজগারও করতে পারেননি ৷
একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কোনও ব্যক্তিকে আক্রমণের পক্ষপাতি নন ৷ তিনি নীতির রাজনীতি করেন ৷ এর আগেও কখনও কোনও ব্যক্তিকে তিনি আক্রমণ করেননি ৷ তবে বাংলা থেকে এত টাকা উদ্ধার হতে দেখে তাঁর কী মনে হয়, সেই ব্যাখ্যাই শুধু দিয়েছেন পর্দার মহাগুরু ৷
তাঁর কথায়, ‘‘টাকা পাওয়া গেল, না পাওয়া গেল, তার জবাব তাঁরা দেবেন ৷ আমি হতাশ, আমি এত টাকা কামাতে পারলাম না ৷’’ এর পর অবশ্য তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি সৎপথেই রোজগার করতে চান ৷ এভাবে টাকা উপার্জনে তাঁর কোনও আগ্রহ নেই ৷
তবে বাংলার বাইরে এই টাকা উদ্ধার নিয়ে কী আলোচনা হচ্ছে, সেই নিয়ে মিঠুনের বক্তব্য, এখন কারও টাকার প্রয়োজন হলে মজা করে তাঁকেই সবাই বলেন বাংলায় অনেক টাকা আছে তো !
প্রসঙ্গত, গতকাল, শুক্রবার কলকাতায় আসেন মিঠুন ৷ দলের কর্মসূচিতেই তিনি এবার কলকাতায় এসেছেন ৷ শনিবার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে যান ৷ সেখানে বিজেপির প্রাকপুজো সম্মেলনে অংশ নেন ৷ সাংগঠনিক বৈঠকেও উপস্থিত ছিলেন৷ পরে সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ সেখানেই টাকার পাহাড় নিয়ে এই মন্তব্য করেন মিঠুন ৷
পাশাপাশি মহালয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে মিঠুনের বক্তব্য, মহালয়ার আগেই পুজো উদ্বোধন একটা ব্যতিক্রমী ঘটনা । অন্যদিকে এদিন আবার তিনি বলেন, "তৃণমূলের 21 জন বিধায়ক আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন ।"
এদিকে সুকান্ত মজুমদার বলেন, "এবার এই সরকারের বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে । তৃণমূলের (Trinamool Congress) নেতারা রাস্তায় বেরোলেই তাঁদের চোর চোর শুনতে হচ্ছে ।"
আরও পড়ুন : অকৃতজ্ঞ-সুবিধাবাদী মিঠুনকে বাংলার মানুষ মানবে না, মহাগুরু কলকাতায় আসতেই কটাক্ষ কুণালের