ETV Bharat / city

Crime : প্রেসিডেন্সি জেলের পাঁচিল টপকে এসে পড়ল গাঁজার ব্যাগ - প্রেসিডেন্সি সংশোধনাগার

রবিবার সকালে প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Correctional Home) পাঁচিল টপকে এসে পড়ল গাঁজার ব্যাগ ৷ কারারক্ষীরা টহল দেওয়ার সময় তা দেখতে পান ৷ ঘটনার পর সঙ্গে সঙ্গেই জেল কর্তৃপক্ষের তরফে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

Crime, Presidency Correctional Home
প্রেসিডেন্সি জেলের পাঁচিল টপকে এসে পড় গাঁজার ব্যাগ
author img

By

Published : Oct 31, 2021, 4:01 PM IST

Updated : Oct 31, 2021, 4:13 PM IST

কলকাতা, 31 অক্টোবর : সংশোধনাগারের পাঁচিল টপকে ভিতরে এসে পড়ল প্রায় 3 কেজি গাঁজার ব্যাগ ৷ রবিবার সকালে বেলভেডিয়া রোডের ওপার থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Correctional Home) ভিতরে গাঁজা ফেলে পালাল অভিযুক্তরা । এই ঘটনার পর জেলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে কারা দফতর ৷

এদিন যখন গাঁজা সমেত ব্যাগটি পাঁচিল টপকে ভিতরে এসে পড়ে তখন সংশোধনাগারের ভিতর কারারক্ষীদের টহল চলছিল ৷ অনুমান, বন্দিদের উদ্দেশ্য এই গাঁজা পাঠানো হয়েছে ৷ এদিন গাঁজার ব্যাগটি উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় জেলের তরফে । প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, "ঘটনার পর জেলের সন্দেহজনক বন্দিদের আলাদা করে দেওয়া হয়েছে । তিনজনের উপর জেলের বিশেষ সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।"

প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের রোজ সকালে একবার চেকিং হয় । তাছাড়াও প্রতিটি সেলে বিশেষ ভাবে চলে পরিষ্কারের কাজ । প্রশ্ন উঠেছে, কীভাবে বন্দিরা বাইরের মাদক সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে ? প্রশ্ন উঠেছে, তারা যোগাযোগ না রাখলে কীভাবে এল এই গাঁজার ব্যাগটি ? এই ঘটনায় বন্দিদের পাশাপাশি জেলের কারারক্ষীদের উপরও বিশেষ নজর দেওয়া হচ্ছে ।

এখন প্রশ্ন, কীভাবে কারা সংশোধনাগারের মধ্যে গাঁজা সমেত ব্যাগটি ফেলে পালাল ? তাহলে কি প্রায়ই এভাবে বন্দিদের জন্য চোরাপথে সংশোধনাগারে মাদক ঢোকে ? প্রশ্নের মুখে প্রেসিডেন্সি সংশোধনাগারের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা । রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ডিসেম্বরেই ত্রিপুরায় সভা মমতার, আগরতলায় ঘোষণা অভিষেকের

কলকাতা, 31 অক্টোবর : সংশোধনাগারের পাঁচিল টপকে ভিতরে এসে পড়ল প্রায় 3 কেজি গাঁজার ব্যাগ ৷ রবিবার সকালে বেলভেডিয়া রোডের ওপার থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Correctional Home) ভিতরে গাঁজা ফেলে পালাল অভিযুক্তরা । এই ঘটনার পর জেলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে কারা দফতর ৷

এদিন যখন গাঁজা সমেত ব্যাগটি পাঁচিল টপকে ভিতরে এসে পড়ে তখন সংশোধনাগারের ভিতর কারারক্ষীদের টহল চলছিল ৷ অনুমান, বন্দিদের উদ্দেশ্য এই গাঁজা পাঠানো হয়েছে ৷ এদিন গাঁজার ব্যাগটি উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় জেলের তরফে । প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী বলেন, "ঘটনার পর জেলের সন্দেহজনক বন্দিদের আলাদা করে দেওয়া হয়েছে । তিনজনের উপর জেলের বিশেষ সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।"

প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের রোজ সকালে একবার চেকিং হয় । তাছাড়াও প্রতিটি সেলে বিশেষ ভাবে চলে পরিষ্কারের কাজ । প্রশ্ন উঠেছে, কীভাবে বন্দিরা বাইরের মাদক সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে ? প্রশ্ন উঠেছে, তারা যোগাযোগ না রাখলে কীভাবে এল এই গাঁজার ব্যাগটি ? এই ঘটনায় বন্দিদের পাশাপাশি জেলের কারারক্ষীদের উপরও বিশেষ নজর দেওয়া হচ্ছে ।

এখন প্রশ্ন, কীভাবে কারা সংশোধনাগারের মধ্যে গাঁজা সমেত ব্যাগটি ফেলে পালাল ? তাহলে কি প্রায়ই এভাবে বন্দিদের জন্য চোরাপথে সংশোধনাগারে মাদক ঢোকে ? প্রশ্নের মুখে প্রেসিডেন্সি সংশোধনাগারের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা । রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ডিসেম্বরেই ত্রিপুরায় সভা মমতার, আগরতলায় ঘোষণা অভিষেকের

Last Updated : Oct 31, 2021, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.