কলকাতা, 2 জুলাই: হরিদেবপুরকাণ্ডের রেশ কাটতে না-কাটতেই ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের (Minor Electrocuted in Rajabazar) ৷ শনিবার রাজাবাজার এলাকার 28 নম্বর ওয়ার্ডের রাজনারায়ণ স্ট্রিট বস্তি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ মৃতের নাম মহম্মদ ফাইজান (12) ৷
স্থানীয়দের দাবি, এদিন সন্ধ্যাবেলা বাবার সঙ্গে বাড়ি ফিরছিল ফাইজান । ঠিক সেই সময় বাড়ির অদূরে একটি লাইট পোস্টের কাছে ফাইজান জমা জলে পা-দিতেই বিদ্যুৎপৃষ্ট হয় । মুহূর্তের মধ্যে ল্যাম্পপোস্ট ধরে পড়ে যায় । তা দেখে ওই নাবালকের বাবা ও স্থানীয়রা ফাইজানকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কার পিছিয়ে আসেন । পরে বাঁশ এবং দড়ি দিয়ে কোনও মতে নাবালককে উদ্ধার করে দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।
পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন কলকাতা পৌরসভার স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী ও আলোক বিভাগের ডিজি সঞ্জয় ভৌমিক ও ইঞ্জিনিয়র-সহ সিইএসসি আধিকারিকরা।
আরও পড়ুন: বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু পাশাপাশি বাড়ির দুই ব্যক্তির
কলকাতা পুরসভার আলোক বিভাগের ইঞ্জিনিয়ার প্রাথমিক তদন্ত জানিয়েছেন, ল্যাম্পপোস্ট থেকে টুলু পাম্পের জন্য বিদ্যুৎ সংযোগ করা হয় । তা থেকেই কোনওভাবে ওই পোষ্ট বিদ্যুৎ পরিবাহী হয়ে পড়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । আগামিকাল ঘটনাস্থলে যাবেন তদন্তকারী দল । তদন্ত করে রিপোর্ট জমা দেবে মেয়রের কাছে ।