ETV Bharat / city

Firhad Hakim on Covid Vaccination : 12 বছর থেকেই কোভিড টিকাকরণের দাবি ফিরহাদের

author img

By

Published : Jan 8, 2022, 6:06 PM IST

15 নয়, 12 বছর থেকেই কোভিড টিকাকরণের দাবি কলকাতার মেয়র ফিরহাদের (minor covid vaccination should be start from 12 years age, says Kolkata Mayor Firhad Hakim)

Firhad Hakim on Covid Vaccination
12 বছর থেকেই অল্প বয়সিদের কোভিড টিকাকরণের দাবি ফিরহাদের

কলকাতা, 8 জানুয়ারি : গত 3 জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে 15 থেকে 18 বছর বয়সিদের করোনা টিকাকরণ প্রক্রিয়া ৷ কিন্তু 12 বছর বয়স থেকেই বাচ্চাদের কোভিড টিকাকরণের (minor covid vaccination) আওতায় নিয়ে আসার দাবি জানাল রাজ্য ৷ কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে কেন্দ্রকে চিঠি দেবেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ৷

শনিবার এক সাংবাদিক বৈঠকে কলকাতার মেয়র ফিরহাদ বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 12 বছর বয়স থেকে টিকা দেওয়ার কথা বলছে । কেন্দ্র কেন 15 বছর থেকে কোভিড টিকা দিচ্ছে? আমি এই বিষয় রাজ্যের স্বাস্থ্যসচিবকে জানিয়েছি । রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হবে ।"

কলকাতা পৌরভোটে তৃণমূল কংগ্রেস ফের জিতে আসার পর এদিনই ছিল প্রথম টক-টু-মেয়র অনুষ্ঠান । সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "মানুষের অভাব, অভিযোগ শোনা ও সমাধান করার চেষ্টা করব । এটা দারুণ পদ্ধতি । ভোটের জন্য বন্ধ ছিল কিছুদিন । ফের চালু হতে প্রাণ পেলাম । আজ অধিকাংশ মানুষ ধন্যবাদ জানিয়েছেন ।" করোনায় পৌরকর্মীদের আক্রন্ত হওয়া প্রসঙ্গে ফিরহাদ বলেন, "কলকাতা পৌরনিগমের ফিল্ড ওয়ার্কার্স বেশি । তাঁদের মানুষের মাঝে থেকে কাজ করতে হয় তাই তাঁরা আক্রান্ত হচ্ছেন । অনেকেই 7 দিন পরে সুস্থ হয়ে ফিরে আসছেন । তবে সাবধানতা অবলম্বন করতে হবে ।" মঙ্গলবার থেকে কলকাতা পৌরনিগমের বার্থ এন্ড ডেথ সার্টিফিকেট বিভাগ খুলবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম । করোনা বিধি লাগু হলেও বাজারে উপচে পড়া ভিড়ের ছবিতে কিছুতেই বদল হচ্ছে না, কলকাতার পুলিশ কমিশনারকে বাজারে ভিড় নিয়ন্ত্রণ করার বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন মেয়র ৷

আরও পড়ুন : করোনার প্রথম ঢেউয়ের মতো এবারও রেল পরিষবায় সংক্রমণের থাবা

রেলের টিকিটের দাম ঘুরপথে বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারকে এদিন তীব্র আক্রমণ করেন ফিরহাদ হাকিম । তাঁর কথায়, "এই সরকার মানুষের সরকার নয় । রেলের ভাড়া বৃদ্ধি করে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে । দেশ বেচে দিচ্ছে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের । মানুষ খেতে না পারলে তাঁদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য । দুই সরকারের কাজের রূপায়ণ মানুষ দেখতে পারছে । মানুষ জবাব দেবে । " রাজ্যপাল জগদীপ ধনকড় শুভেন্দু অধিকারীর উপর নির্ভরশীল বলেও এদিন কটাক্ষ করেন ফিরহাদ হাকিম ৷

কলকাতা, 8 জানুয়ারি : গত 3 জানুয়ারি থেকে দেশে শুরু হয়েছে 15 থেকে 18 বছর বয়সিদের করোনা টিকাকরণ প্রক্রিয়া ৷ কিন্তু 12 বছর বয়স থেকেই বাচ্চাদের কোভিড টিকাকরণের (minor covid vaccination) আওতায় নিয়ে আসার দাবি জানাল রাজ্য ৷ কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে কেন্দ্রকে চিঠি দেবেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ৷

শনিবার এক সাংবাদিক বৈঠকে কলকাতার মেয়র ফিরহাদ বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) 12 বছর বয়স থেকে টিকা দেওয়ার কথা বলছে । কেন্দ্র কেন 15 বছর থেকে কোভিড টিকা দিচ্ছে? আমি এই বিষয় রাজ্যের স্বাস্থ্যসচিবকে জানিয়েছি । রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হবে ।"

কলকাতা পৌরভোটে তৃণমূল কংগ্রেস ফের জিতে আসার পর এদিনই ছিল প্রথম টক-টু-মেয়র অনুষ্ঠান । সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, "মানুষের অভাব, অভিযোগ শোনা ও সমাধান করার চেষ্টা করব । এটা দারুণ পদ্ধতি । ভোটের জন্য বন্ধ ছিল কিছুদিন । ফের চালু হতে প্রাণ পেলাম । আজ অধিকাংশ মানুষ ধন্যবাদ জানিয়েছেন ।" করোনায় পৌরকর্মীদের আক্রন্ত হওয়া প্রসঙ্গে ফিরহাদ বলেন, "কলকাতা পৌরনিগমের ফিল্ড ওয়ার্কার্স বেশি । তাঁদের মানুষের মাঝে থেকে কাজ করতে হয় তাই তাঁরা আক্রান্ত হচ্ছেন । অনেকেই 7 দিন পরে সুস্থ হয়ে ফিরে আসছেন । তবে সাবধানতা অবলম্বন করতে হবে ।" মঙ্গলবার থেকে কলকাতা পৌরনিগমের বার্থ এন্ড ডেথ সার্টিফিকেট বিভাগ খুলবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম । করোনা বিধি লাগু হলেও বাজারে উপচে পড়া ভিড়ের ছবিতে কিছুতেই বদল হচ্ছে না, কলকাতার পুলিশ কমিশনারকে বাজারে ভিড় নিয়ন্ত্রণ করার বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন মেয়র ৷

আরও পড়ুন : করোনার প্রথম ঢেউয়ের মতো এবারও রেল পরিষবায় সংক্রমণের থাবা

রেলের টিকিটের দাম ঘুরপথে বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারকে এদিন তীব্র আক্রমণ করেন ফিরহাদ হাকিম । তাঁর কথায়, "এই সরকার মানুষের সরকার নয় । রেলের ভাড়া বৃদ্ধি করে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে । দেশ বেচে দিচ্ছে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের । মানুষ খেতে না পারলে তাঁদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য । দুই সরকারের কাজের রূপায়ণ মানুষ দেখতে পারছে । মানুষ জবাব দেবে । " রাজ্যপাল জগদীপ ধনকড় শুভেন্দু অধিকারীর উপর নির্ভরশীল বলেও এদিন কটাক্ষ করেন ফিরহাদ হাকিম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.