ETV Bharat / city

অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে অমিত শাহর বৈঠকে ডাক মমতাকে - ভুবনেশ্বর

28 ফেব্রুয়ারি পাঁচ রাজ্যকে নিয়ে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ চিঠি পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

Amit Shah
ছবি
author img

By

Published : Feb 17, 2020, 10:30 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে 28 ফেব্রুয়ারি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বৈঠক হবে ভুবনেশ্বরে । বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও সিকিম । পূর্বাঞ্চলের পাঁচ রাজ্যকে নিয়ে 28 ফেব্রুয়ারি বৈঠক বসতে চলেছেন অমিত শাহ । স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কাছে ইতিমধ্যেই এই মর্মে চিঠিও পাঠানো হয়েছে । চিঠি এসে পৌছেছে নবান্নেও ৷ তবে বৈঠকে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি ৷ যদিও নবান্নের সূত্রের খবর, ভুবনেশ্বরের ওই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷

অভ্যন্তরীণ নিরাপত্তা 2018 সালে এই বৈঠক হয়েছিল নবান্নে ৷ সেই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং ৷ বর্তমানে CAA বিরোধী আন্দোলনের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থায় কেন্দ্রের ডাকা বৈঠকে কতটা সাড়া দেবেন মুখ্যমন্ত্রী, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

কলকাতা, 17 ফেব্রুয়ারি : অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে 28 ফেব্রুয়ারি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বৈঠক হবে ভুবনেশ্বরে । বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷

পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও সিকিম । পূর্বাঞ্চলের পাঁচ রাজ্যকে নিয়ে 28 ফেব্রুয়ারি বৈঠক বসতে চলেছেন অমিত শাহ । স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কাছে ইতিমধ্যেই এই মর্মে চিঠিও পাঠানো হয়েছে । চিঠি এসে পৌছেছে নবান্নেও ৷ তবে বৈঠকে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করবেন কি না সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি ৷ যদিও নবান্নের সূত্রের খবর, ভুবনেশ্বরের ওই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷

অভ্যন্তরীণ নিরাপত্তা 2018 সালে এই বৈঠক হয়েছিল নবান্নে ৷ সেই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং ৷ বর্তমানে CAA বিরোধী আন্দোলনের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অবস্থায় কেন্দ্রের ডাকা বৈঠকে কতটা সাড়া দেবেন মুখ্যমন্ত্রী, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.