ETV Bharat / city

পৌর ভোটের আগে যুব সমাজের মন বুঝতে ফেসবুক লাইভে মেয়র

নতুন প্রজন্মের সঙ্গে জনসংযোগের পথ হিসেবে ফেসবুককেই বেছে নিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ যুব সমাজের ভাবনাচিন্তা জানতে কলকাতা পৌরনিগমের ফেসবুক পেজ থেকে লাইভে এসে যুব সমাজের সঙ্গে সরাসরি কথা বললেন মেয়র ।

facebook live
ফেসবুক লাইভে মেয়র ফিরহাদ হাকিম
author img

By

Published : Feb 7, 2020, 1:21 PM IST

কলকাতা, 7ফেব্রুয়ারি : যুব সমাজ আজ ফেসবুক, হোয়াটসঅ্যাপের জালেই ডুবে থাকে ৷ তাই নতুন প্রজন্মের সঙ্গে জনসংযোগের পথ হিসেবে ফেসবুককেই বেছে নিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ যুব সমাজের ভাবনাচিন্তা জানতে কলকাতা পৌরনিগমের ফেসবুক পেজ থেকে লাইভে এসে যুব সমাজের সঙ্গে সরাসরি কথা বললেন মেয়র । দূষণ, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, সোলার প্যানেল, কার পার্কিং, স্ট্রিটলাইট থেকে শুরু করে কলকাতার বিভিন্ন স্কুলগুলির উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করা হয় এদিনের ফেসবুক লাইভে ।

ফিরহাদ হাকিম বলেন, ‘‘একটা সময় ছিল যখন শিক্ষিত যুবকরা কলকাতা ছেড়ে বাইরে চলে যাচ্ছিল কাজের জন্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু পদক্ষেপ করেছেন, যাঁর ফলে যুব সমাজ আবার শহরমুখী হয়ে উঠেছে ’’। তিনি আরও বলেন,‘‘ ফেসবুক লাইভে তরুণ-যুবকরা বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা দিয়েছে, যা আগামী দিনে পুরসভার উন্নয়নের কাজে আরও বেশি সাহায্য করবে । বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে কলকাতা পৌরনিগমের নামে ৷ অথচ আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মধ্যে সবচেয়ে সহজ কলকাতা শহরেই বাড়ি করা ৷ 3 কাঠার ওপর জমিতে বাড়ি করতে আর কোনও অনুমতি নিতে হয় না, অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই 15 দিনের মধ্যে বাড়ির প্ল্যান পাশ হয়ে যাচ্ছে । এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে পুর-কর সবই দেওয়া যাচ্ছে পৌরনিগমের অনলাইন সাইটে । সব কাজই ডিজিটাল পদ্ধতিতে করছে কলকাতা পৌরনিগম ।

মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য

কলকাতা, 7ফেব্রুয়ারি : যুব সমাজ আজ ফেসবুক, হোয়াটসঅ্যাপের জালেই ডুবে থাকে ৷ তাই নতুন প্রজন্মের সঙ্গে জনসংযোগের পথ হিসেবে ফেসবুককেই বেছে নিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ যুব সমাজের ভাবনাচিন্তা জানতে কলকাতা পৌরনিগমের ফেসবুক পেজ থেকে লাইভে এসে যুব সমাজের সঙ্গে সরাসরি কথা বললেন মেয়র । দূষণ, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, সোলার প্যানেল, কার পার্কিং, স্ট্রিটলাইট থেকে শুরু করে কলকাতার বিভিন্ন স্কুলগুলির উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করা হয় এদিনের ফেসবুক লাইভে ।

ফিরহাদ হাকিম বলেন, ‘‘একটা সময় ছিল যখন শিক্ষিত যুবকরা কলকাতা ছেড়ে বাইরে চলে যাচ্ছিল কাজের জন্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু পদক্ষেপ করেছেন, যাঁর ফলে যুব সমাজ আবার শহরমুখী হয়ে উঠেছে ’’। তিনি আরও বলেন,‘‘ ফেসবুক লাইভে তরুণ-যুবকরা বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা দিয়েছে, যা আগামী দিনে পুরসভার উন্নয়নের কাজে আরও বেশি সাহায্য করবে । বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে কলকাতা পৌরনিগমের নামে ৷ অথচ আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মধ্যে সবচেয়ে সহজ কলকাতা শহরেই বাড়ি করা ৷ 3 কাঠার ওপর জমিতে বাড়ি করতে আর কোনও অনুমতি নিতে হয় না, অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই 15 দিনের মধ্যে বাড়ির প্ল্যান পাশ হয়ে যাচ্ছে । এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে পুর-কর সবই দেওয়া যাচ্ছে পৌরনিগমের অনলাইন সাইটে । সব কাজই ডিজিটাল পদ্ধতিতে করছে কলকাতা পৌরনিগম ।

মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য
Intro:পৌর নির্বাচনে ঠিক দোড়গোড়ায় যুবসমাজের মনোভাব বুঝতে ফেসবুক লাইভ অনুষ্ঠানে বসলেন মেয়র ফিরহাদ হাকিম। যুব সমাজ কি ভাবছেন সেই বিষয়ে কলকাতা পৌরনিগমের ফেসবুক পেজ থেকে কলকাতায় যুব সমাজের সঙ্গে সরাসরি কথা বললেন মেয়র। দূষণ বৃক্ষরোপণ জল সংরক্ষণ প্লাস্টিক ব্যাগ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সোলার প্যানেল কার পারকিং স্ট্রিটলাইট থেকে কলকাতা পুরো স্কুলগুলির উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হয় এদিনের ফেসবুক লাইভে।


Body:ফিরহাদ হাকিম জানিয়েছেন একটা সময় ছিল যখন শিক্ষিত যুবকরা কলকাতা ছেড়ে বাইরে চলে যাচ্ছিল কাজের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু পদক্ষেপ নিয়েছেন যার ফলে যুব সমাজ আবার শহরমুখী হয়ে উঠেছে। আজকের যুবকদের কলকাতা শহর নিয়ে আগ্রহ দেখে আনন্দিত বললেন মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম জানিয়েছেন ফেসবুক লাইফে তরুণ-যুবকরা বিভিন্ন আইডিয়া দিয়েছে আগামী দিনে পুরো উন্নয়নের কাজের ক্ষেত্রে আরও বেশি সাহায্য করবে। ফিরহাদ হাকিম বলেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে কলকাতা পৌরনিগমের নামে আজকের দিনে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সহজ কলকাতা শহরে বাড়ি করা 3 কাটার ওপরে জমিতে বাড়ি করতে আর কোন অনুমতি নিতে হয় না অনলাইনে এপ্লিকেশন করলে 15 দিনের মধ্যে বাড়ির প্ল্যান টেনশন হয়ে যাচ্ছে ।এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে পুর কর সবই দেওয়া যাচ্ছে পুর নিগমের অনলাইনে। সবকিছুই ডিজিটালি করছে কলকাতা পুর নিগম।


Conclusion:মেয়র জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সঙ্গে সমান্তরালভাবে রাজধানী কলকাতার উন্নয়ন করতে চান। তাই সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আগামী দিনে তরুণ সমাজ যদি আবারও ফেসবুক লাইভ চান তাহলে তিনি সরাসরি আবার ফেসবুক লাইভ এর মাধ্যমে প্রশ্নের উত্তর দেবেন। টক টু মি অর প্রতি শনিবার অনুষ্ঠিত হয় কলকাতা পৌরনিগমে। এখানে মেয়রকে সরাসরি ফোন করে বিভিন্ন সমস্যা ও অভিযোগ জানান কলকাতার নাগরিকবৃন্দ। মেয়র জানিয়েছেন টক তুমি আর থাকলেও মাঝে মাঝে তরুণ সমাজের মনোভাব বুঝতে ফেসবুক লাইভ এর প্রয়োজন রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.