কলকাতা, 7ফেব্রুয়ারি : যুব সমাজ আজ ফেসবুক, হোয়াটসঅ্যাপের জালেই ডুবে থাকে ৷ তাই নতুন প্রজন্মের সঙ্গে জনসংযোগের পথ হিসেবে ফেসবুককেই বেছে নিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ যুব সমাজের ভাবনাচিন্তা জানতে কলকাতা পৌরনিগমের ফেসবুক পেজ থেকে লাইভে এসে যুব সমাজের সঙ্গে সরাসরি কথা বললেন মেয়র । দূষণ, বৃক্ষরোপণ, জল সংরক্ষণ, প্লাস্টিক দূষণ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, সোলার প্যানেল, কার পার্কিং, স্ট্রিটলাইট থেকে শুরু করে কলকাতার বিভিন্ন স্কুলগুলির উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করা হয় এদিনের ফেসবুক লাইভে ।
ফিরহাদ হাকিম বলেন, ‘‘একটা সময় ছিল যখন শিক্ষিত যুবকরা কলকাতা ছেড়ে বাইরে চলে যাচ্ছিল কাজের জন্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু পদক্ষেপ করেছেন, যাঁর ফলে যুব সমাজ আবার শহরমুখী হয়ে উঠেছে ’’। তিনি আরও বলেন,‘‘ ফেসবুক লাইভে তরুণ-যুবকরা বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা দিয়েছে, যা আগামী দিনে পুরসভার উন্নয়নের কাজে আরও বেশি সাহায্য করবে । বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে কলকাতা পৌরনিগমের নামে ৷ অথচ আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মধ্যে সবচেয়ে সহজ কলকাতা শহরেই বাড়ি করা ৷ 3 কাঠার ওপর জমিতে বাড়ি করতে আর কোনও অনুমতি নিতে হয় না, অনলাইনে অ্যাপ্লিকেশন করলেই 15 দিনের মধ্যে বাড়ির প্ল্যান পাশ হয়ে যাচ্ছে । এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে পুর-কর সবই দেওয়া যাচ্ছে পৌরনিগমের অনলাইন সাইটে । সব কাজই ডিজিটাল পদ্ধতিতে করছে কলকাতা পৌরনিগম ।