ETV Bharat / city

কোরোনায় মৃত চিকিৎসকদের স্মরণে মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্ত - কোভিড মেমোরিয়াল মিউজিয়াম

চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, এরাজ্যে এখনও পর্যন্ত 90 জনের মতো চিকিৎসকের কোরোনায় মৃত্যু হয়েছে। তাঁদের স্মরণেই কোভিড মেমোরিয়াল মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা ।

Meusium for doctors who die in corona
কোরোনায় মৃত চিকিৎসকদের স্মরণে মিউজিয়াম
author img

By

Published : Jan 5, 2021, 10:17 AM IST

কলকাতা, 5 জানুয়ারি: কোরোনায় মৃত রাজ্যের চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানাতে কোভিড মেমোরিয়াল মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্ত নিল ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরাম। এই মিউজ়িয়াম তৈরির জন্য রাজ্য সরকারের কাছে জমি চাইবে এই সংগঠন । ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এই মিউজ়িয়াম তৈরির খরচ জোগাড় করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে কোরোনায় মৃত চিকিৎসকদের মনে রাখে, তার জন্যও এই মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা ।

চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, এরাজ্যে এখনও পর্যন্ত 90 জনের মতো চিকিৎসকের কোরোনায় মৃত্যু হয়েছে। এরাজ্যের কোরোনায় মৃত চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জাাননোর জন্য কোভিড মেমোরিয়াল মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা ।

প্যান্ডেমিকের বিরুদ্ধে ফ্রন্টলাইন ওয়ার্কার্স হিসাবে ভবিষ্যৎ প্রজন্ম যাতে নির্ভয়ে লড়াই করার জন্য সচেতন হয়ে উঠতে পারে, সেই উদ্দেশ্যও রয়েছে এই মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্তের পিছনে। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, এই মিউজ়িয়াম তৈরির জন্য রাজ্য সরকারের কাছে জমি চাইবে তারা। আর এই মিউজ়িয়াম তৈরির খরচ জোগাড় করা হবে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে।

সংগঠনের যুগ্ম সম্পাদক রাজীব পান্ডে বলেন, কোরোনা প্য়ান্ডেমিকের বিরুদ্ধে চলা এই যুদ্ধে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি চিকিৎসকরা। বরং চিকিৎসকরা কোরোনার সঙ্গে লড়াইয়ে শহিদ হয়ে চলেছেন। তিনি আরও বলেন, "এই চিকিৎসকদের একসময় ভুলে যাবে মানুষ। কিন্তু, ভবিষ্যৎ প্রজন্মকে এই সময়টা এবং এই চিকিৎসকদের বলিদান ভুলতে দেওয়া উচিত নয়। একটি মিউজ়িয়াম যদি তৈরি করা যায়, তা হলে সেখানে এই সময়টাকে তুলে ধরা থাকবে।"

এই কোভিড মেমোরিয়াল মিউজ়িয়ামে যাতে পিপিই, ভ্যাকসিন এবং কোরোনা সংক্রান্ত অন্য বিষয়ের পাশাপাশি মৃত চিকিৎসকদের ছবি, তাঁদের কথা থাকে, তার জন্য পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা, 5 জানুয়ারি: কোরোনায় মৃত রাজ্যের চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানাতে কোভিড মেমোরিয়াল মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্ত নিল ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরাম। এই মিউজ়িয়াম তৈরির জন্য রাজ্য সরকারের কাছে জমি চাইবে এই সংগঠন । ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এই মিউজ়িয়াম তৈরির খরচ জোগাড় করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে কোরোনায় মৃত চিকিৎসকদের মনে রাখে, তার জন্যও এই মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা ।

চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, এরাজ্যে এখনও পর্যন্ত 90 জনের মতো চিকিৎসকের কোরোনায় মৃত্যু হয়েছে। এরাজ্যের কোরোনায় মৃত চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জাাননোর জন্য কোভিড মেমোরিয়াল মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা ।

প্যান্ডেমিকের বিরুদ্ধে ফ্রন্টলাইন ওয়ার্কার্স হিসাবে ভবিষ্যৎ প্রজন্ম যাতে নির্ভয়ে লড়াই করার জন্য সচেতন হয়ে উঠতে পারে, সেই উদ্দেশ্যও রয়েছে এই মিউজ়িয়াম তৈরির সিদ্ধান্তের পিছনে। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে জানানো হয়েছে, এই মিউজ়িয়াম তৈরির জন্য রাজ্য সরকারের কাছে জমি চাইবে তারা। আর এই মিউজ়িয়াম তৈরির খরচ জোগাড় করা হবে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে।

সংগঠনের যুগ্ম সম্পাদক রাজীব পান্ডে বলেন, কোরোনা প্য়ান্ডেমিকের বিরুদ্ধে চলা এই যুদ্ধে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাননি চিকিৎসকরা। বরং চিকিৎসকরা কোরোনার সঙ্গে লড়াইয়ে শহিদ হয়ে চলেছেন। তিনি আরও বলেন, "এই চিকিৎসকদের একসময় ভুলে যাবে মানুষ। কিন্তু, ভবিষ্যৎ প্রজন্মকে এই সময়টা এবং এই চিকিৎসকদের বলিদান ভুলতে দেওয়া উচিত নয়। একটি মিউজ়িয়াম যদি তৈরি করা যায়, তা হলে সেখানে এই সময়টাকে তুলে ধরা থাকবে।"

এই কোভিড মেমোরিয়াল মিউজ়িয়ামে যাতে পিপিই, ভ্যাকসিন এবং কোরোনা সংক্রান্ত অন্য বিষয়ের পাশাপাশি মৃত চিকিৎসকদের ছবি, তাঁদের কথা থাকে, তার জন্য পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.