ETV Bharat / city

Kolkata Metro: যান্ত্রিক ত্রুটি! দমদমে থমকে মেট্রো - Technical snag halts metro service

ইলেকট্রিক পয়েন্টে গোলমালের জেরেই বিপত্তি । দমদমে থমকে মেট্রো । যদিও কর্তারা জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে (Technical snag halts metro service )।

Kolkata Metro
দমদমে আধঘন্টা থমকে মেট্রো
author img

By

Published : Aug 12, 2022, 1:52 PM IST

কলকাতা, 12 অগস্ট: দমদম মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো পরিষেবা। ডাউন লাইনে ইলেট্রিকের পয়েন্টের সমস্যা দেখা দেওয়ায় সকাল থেকেই মেট্রো ছাড়তে সমস্যা হচ্ছিল। তবে বেলা 1 টা নাগাদ দমদম মেট্রো স্টেশনে এসে হটাৎ করেই থমকে গেলো মেট্রো Technical snag halts metro service ) ।
যদিও এখন গিরিশ পার্ক থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালানো হচ্ছে। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে যে ১৫ মিনিট হল বন্ধ রয়েছে পরিষেবা (Technical Snag at Kolkata Metro) ।

আরও পড়ুন: দ্বিতীয় হুগলি সেতুতে সিবিআই-কনভয়, নবান্নের দিকে চেয়ে রইলেন 'কেষ্ট'

তবে যাত্রীদের অনেকেরই দাবি প্রায় আধঘন্টা হল বন্ধ হয়ে রয়েছে মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে দাবি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। যাত্রীদের স্বাছন্দ্যের কথা মাথায় রেখে এসি যাতে বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করতে চাইছে কর্তৃপক্ষ ।

কলকাতা, 12 অগস্ট: দমদম মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো পরিষেবা। ডাউন লাইনে ইলেট্রিকের পয়েন্টের সমস্যা দেখা দেওয়ায় সকাল থেকেই মেট্রো ছাড়তে সমস্যা হচ্ছিল। তবে বেলা 1 টা নাগাদ দমদম মেট্রো স্টেশনে এসে হটাৎ করেই থমকে গেলো মেট্রো Technical snag halts metro service ) ।
যদিও এখন গিরিশ পার্ক থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালানো হচ্ছে। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে যে ১৫ মিনিট হল বন্ধ রয়েছে পরিষেবা (Technical Snag at Kolkata Metro) ।

আরও পড়ুন: দ্বিতীয় হুগলি সেতুতে সিবিআই-কনভয়, নবান্নের দিকে চেয়ে রইলেন 'কেষ্ট'

তবে যাত্রীদের অনেকেরই দাবি প্রায় আধঘন্টা হল বন্ধ হয়ে রয়েছে মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে দাবি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে। যাত্রীদের স্বাছন্দ্যের কথা মাথায় রেখে এসি যাতে বন্ধ না হয়ে যায় তা নিশ্চিত করতে চাইছে কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.