কলকাতা, 6 জুলাই: দরজা খোলা অবস্থাতেই ছুটল মেট্রো ৷ তাও একটি নয় দু’টি স্টেশনের মধ্যে ওই ভাবেই চলে মেট্রো (Metro Runs With Open Door Between Netaji to Rabindra Sarobar Station) ৷ জানা গিয়েছে, উত্তর-দক্ষিণ মেট্রোর আপ লাইনে নেতাজি থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো রেক একটি দরজা খোলা অবস্থাতেই চললো ৷ সকাল সাড়ে 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷
কলকাতা মেট্রো সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ন’টা নাগাদ নেতাজি মেট্রো স্টেশনের আপ লাইনের একটি কোচের দরজায় সমস্যা দেখা দেয় ৷ একটি দরজা খোলা অবস্থাতেই মহানায়ক উত্তম কুমার স্টেশনের দিকে ছুটতে শুরু করে মেট্রোটি ৷ ওই অবস্থায় উত্তম কুমারে পৌঁছলে রেলকর্মীরা দরজা মেরামতি শুরু করেন ৷ কিন্তু, দরজাটি পুরোপুরি ঠিখ হওয়ার আগেই মেট্রো ছেড়ে দেয় ৷ এ বারেও দরজা খোলা অবস্থায় সরোবর স্টেশন পর্যন্ত যায় রেকটি ৷
আরও পড়ুন: Metro Disruption : সাতসকালে বরানগর স্টেশনে মেট্রো বিভ্রাট
এই ঘটনায় আরও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ তবে, ওই কোচের ভিতরে আরপিএফ কর্মী ছিলেন ৷ তাঁরা খোলা দরজাটিকে গার্ড করে দাঁড়িয়ে ছিলেন ৷ রবীন্দ্র সরোবরে পৌঁছনোর পর সমস্যার সমাধন হয় ৷ এই ঘটনায় আপ লাইনে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ ছিল ৷ তবে, ফের একবার কলকাতা মেট্রোয় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷