কলকাতা, 18 এপ্রিল: ফের আতঙ্কের সফর কলকাতা মেট্রোয় (Kolkata Metro services disrupted)৷ যান্ত্রিক ত্রুটির জন্য কবি সুভাষাগামী মেট্রো শোভাবাজার স্টেশন থেকে খানিকটা এগিয়ে দাঁড়িয়ে যায় । সুড়ঙ্গের ভিতরে মেট্রোর কয়েকটি রেক ঢুকে ছিল । বাকি অংশ প্ল্যাটফর্মে ৷ ভিতরে আটকে ছিলেন যাত্রীরা ৷ তাঁদের বের করে আনা হয়েছে ৷ এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে (Metro rail stopped between station and tunnel at Shobhabazar)৷
শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে আজ আবার হঠাৎ করেই থমকে যায় মেট্রো পরিষেবা । বেলা 12.15 নাগাদ কবি সুভাষগামী মেট্রো শোভাবাজার স্টেশন ছাড়তেই খানিকটা এগিয়ে দাঁড়িয়ে পড়ে । মেট্রোরেল সূত্রে খবর, রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল । এর পরে রেকটিকে খালি করে কবি সুভাষ কারশেডে নিয়ে যাওয়া হয় । মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা সেখানেই খতিয়ে দেখবেন কী কারণে হঠাৎ করে সেটি বন্ধ হয়ে যায় ।
এই ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো রেল পরিষেবা ৷ বেলা 1.09 থেকে পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে । সমস্যাটি ডাউন লাইনে হওয়ায় আপ লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল । যতক্ষণ ট্রেনটি সরানো যায়নি, ততক্ষণ যাত্রীদের সুবিধার্থে কবি সুভাষ থেকে সেন্ট্রাল পর্যন্ত পরিষেবা চালানো হয় ।
আরও পড়ুন : Suicide in Metro : নববর্ষের সকালে মেট্রোয় আত্মহত্যা