ETV Bharat / city

CM in Red Road : মাথা নোয়াতে রাজি নই, ঈদে রেড রোডে সম্প্রীতির বার্তা মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

রেড রোডে ঈদের অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Message of Harmony by Mamata Banerjee in Red Road Eid Programme) ৷ সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে প্ররোচিত না হওয়ার আবেদন করলেন তিনি ৷

Message of Harmony by Mamata Banerjee in Red Road Eid Programme
Message of Harmony by Mamata Banerjee in Red Road Eid Programme
author img

By

Published : May 3, 2022, 3:11 PM IST

রেড রোড (কলকাতা), 3 মে : মাথা নোয়াতে রাজি নই ৷ সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে রেড রোডে ঈদের নমাজের অনুষ্ঠান থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে নাম না করেই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ তুললেন মমতা (Message of Harmony by Mamata Banerjee in Red Road Eid Programme) ৷ বললেন, দেশের পরিস্থিতি ঠিক নেই ৷ সাম্প্রদায়িক শক্তি দেশকে বিভাজিত করতে চাইছে ৷ তাই শান্তি বজায় রেখে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে থাকতে হবে ৷

এ দিন বৃষ্টির মধ্যেই রেড রোডে ঈদের নমাজে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঞ্চ থেকে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মমতা ৷ সেই সঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সরব হন তিনি ৷ অভিযোগ করেন রাজ্য তথা দেশে সাম্প্রদায়িক শক্তি বিভাজন তৈরির ষড়যন্ত্র করছে ৷ আর সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এক হয়ে লড়াই করার বার্তা দিলেন মমতা ৷ আর তার জন্য কোনও প্রকার প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানান তিনি ৷

এ দিন নাম না করেই বিজেপিকে একহাত নেন মমতা ৷ অভিযোগ করেন, ‘‘সাম্প্রদায়িত বিভাজনের রাজনীতি করছে কেউ কেউ ৷ বাংলার মানুষ মিলেমিশে থাকে ৷ যা সহ্য হচ্ছে না কিছু কিছু লোকের ৷ তাই মানুষে মানুষে বিভেদ করতে চাইছে ৷’’ কিন্তু, সেই সব সাম্প্রদায়িক শক্তির চক্রান্ত সফল হতে দেবেন না বলে জানান তিনি ৷ মমতার কথায়, ‘আমি মাথা নতো করব না’ ৷

আরও পড়ুন : Dilip on Early Summar Vacation : পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা, গরমের ছুটি নিয়ে প্রশাসনকে তোপ দিলীপের

এ দিন রাজ্যের এক্তিয়ারে কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগে ফের একবার সরব হন মমতা ৷ অভিযোগ করেন, গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে ৷ তবে, তিনি এই চক্রান্তকে বিফল করতে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন ৷ আর সেখানে বাংলার জনগণকে তাঁর পাশে চাই বলে জানান মমতা ৷ তাই শান্তি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে, মমতা সকলে তাঁর পাশে থাকার আহ্বান জানান ৷

রেড রোড (কলকাতা), 3 মে : মাথা নোয়াতে রাজি নই ৷ সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে রেড রোডে ঈদের নমাজের অনুষ্ঠান থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে নাম না করেই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ তুললেন মমতা (Message of Harmony by Mamata Banerjee in Red Road Eid Programme) ৷ বললেন, দেশের পরিস্থিতি ঠিক নেই ৷ সাম্প্রদায়িক শক্তি দেশকে বিভাজিত করতে চাইছে ৷ তাই শান্তি বজায় রেখে, ঐক্যবদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে থাকতে হবে ৷

এ দিন বৃষ্টির মধ্যেই রেড রোডে ঈদের নমাজে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঞ্চ থেকে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মমতা ৷ সেই সঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সরব হন তিনি ৷ অভিযোগ করেন রাজ্য তথা দেশে সাম্প্রদায়িক শক্তি বিভাজন তৈরির ষড়যন্ত্র করছে ৷ আর সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে এক হয়ে লড়াই করার বার্তা দিলেন মমতা ৷ আর তার জন্য কোনও প্রকার প্ররোচনায় পা না দেওয়ার আর্জি জানান তিনি ৷

এ দিন নাম না করেই বিজেপিকে একহাত নেন মমতা ৷ অভিযোগ করেন, ‘‘সাম্প্রদায়িত বিভাজনের রাজনীতি করছে কেউ কেউ ৷ বাংলার মানুষ মিলেমিশে থাকে ৷ যা সহ্য হচ্ছে না কিছু কিছু লোকের ৷ তাই মানুষে মানুষে বিভেদ করতে চাইছে ৷’’ কিন্তু, সেই সব সাম্প্রদায়িক শক্তির চক্রান্ত সফল হতে দেবেন না বলে জানান তিনি ৷ মমতার কথায়, ‘আমি মাথা নতো করব না’ ৷

আরও পড়ুন : Dilip on Early Summar Vacation : পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা, গরমের ছুটি নিয়ে প্রশাসনকে তোপ দিলীপের

এ দিন রাজ্যের এক্তিয়ারে কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগে ফের একবার সরব হন মমতা ৷ অভিযোগ করেন, গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে ৷ তবে, তিনি এই চক্রান্তকে বিফল করতে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন ৷ আর সেখানে বাংলার জনগণকে তাঁর পাশে চাই বলে জানান মমতা ৷ তাই শান্তি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ে, মমতা সকলে তাঁর পাশে থাকার আহ্বান জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.