কলকাতা, 3 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত তাঁর বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বন্দোবস্ত (Security of CM Mamata Banerjee House) আরও কড়া করার জন্য রবিবার বিকালে লালবাজারে একটি বিশেষ বৈঠক করেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ।
সূত্রের খবর, এই বৈঠকে ঠিক হয়েছে এবার থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে নিরাপত্তা দায়িত্ব দেওয়া হবে স্পেশাল ব্রাঞ্চ এবং স্পেশাল ট্রাস্ট ফোর্সের গোয়েন্দাদের । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করা হচ্ছে । পাশাপাশি, এইরকম ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে লালবাজারের তরফেও ।
লালবাজার সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরর বাড়ির বাইরে এবার মোতায়ন করা হতে পারে স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের । মূলত রাজ্যের নাশকতা মূলক কাজকর্ম রুখতে কাজে লাগানো হয় রাজ্য পুলিশের স্পেশাল ট্রাস্ট ফোর্সের গোয়েন্দাদের । লালবাজার সূত্রের খবর, এখন মুখ্যমন্ত্রীর ঘরের নিরাপত্তা এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকে রাজ্য পুলিশের বিশেষ বাহিনী । কিন্তু বাইরের নিরাপত্তা ব্যবস্থার একটি বড় অংশের দায়িত্ব থাকে কালীঘাট থানা-সহ কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ।
আরও পড়ুন: মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল লোক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সিদ্ধান্ত হয়েছে এবার মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে মতায়ন করা হবে অতিরিক্ত স্পেশাল ব্রাঞ্চ বিভাগের আধিকারিকদের । মূলত সাদা পোশাকেই তাঁরা নজরদারি চালাবেন ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিরাপত্তা বলয়ও আরও শক্তিশালী করা হচ্ছে । কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় কী কী পরিবর্তন করা হচ্ছে সেই নিয়ে নিরাপত্তার খাতিরে মুখ খুলতে চাননি লালবাজার বা রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ।
উল্লেখ্য, শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ঢুকে পড়েন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি । রবিবার সকালে গোটা ঘটনাটি সামনে আসে । ইতিমধ্যেই ওই ব্যক্তিকে কালীঘাট থানার হাতে তুলে দেয়া হয়েছে । তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা । কী উদ্দেশ্যে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন তা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা ৷