ETV Bharat / city

Calcutta National Medical College : মেডিক্য়ালে বেঁধে দেওয়া হল ওষুধ দেওয়ার সময়সীমা, প্রতিবাদে চিকিৎসক সংগঠন

ন্যাশনাল মেডিকেল কলেজের নির্দেশিকা অনুসারে বলা হয়েছে এবার থেকে জরুরি বিভাগে আসা রোগীকে মাত্র 3 দিনের জন্য ও বহির্বিভাগে চিকিৎসা করা রোগীদের 7 দিনের বেশি ওষুধ দেওয়া যাবে না । তারপরেই প্রতিবাদে সরব হলো চিকিৎসক সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার (Calcutta National Medical College News) ৷

CNMC News
বেঁধে দেওয়া হল ওষুধ দেওয়ার সময়সীমা, প্রতিবাদে চিকিৎসক সংগঠন
author img

By

Published : Feb 17, 2022, 10:59 AM IST

Updated : Feb 17, 2022, 11:59 AM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : ন্যাশনাল মেডিকেল কলেজে রোগীদের ওষুধ দেওয়ার সময়সীমায় লাগাম টানার পথে কর্তৃপক্ষ ৷ সম্প্রতি এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তারপরেই এর প্রতিবাদে সরব হল চিকিৎসক সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার (Calcutta National Medical College News) ৷

বিগত কয়েক বছর ধরেই রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবায় লাগাতার কোপ পড়েই চলেছে । সরকারি হাসপাতালের তালিকা থেকে বহু জীবনদায়ী ওষুধ বাদ পড়েছে ৷ ফলে সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ ৷ এবার খাস কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে একটি নির্দেশিকা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে ।

হাসপাতালের নির্দেশিকা অনুসারে বলা হয়েছে, এবার থেকে জরুরি বিভাগে আসা রোগীকে মাত্র 3 দিনের জন্য ও বহির্বিভাগে চিকিৎসা করা রোগীদের 7 দিনের বেশি ওষুধ দেওয়া যাবে না । হাসপাতালের সমস্ত চিকিৎসককে এই নির্দেশ দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে । অর্থাৎ যে সমস্ত রোগীকে টানা ওষুধ খেতে হয়, তাঁদেরও 7 দিনের জন্যই ওষুধ দেওয়া হবে । ফের হাসপাতালে এসে পরের 7 দিনের ওষুধ নিয়ে যেতে হবে । ফলে জেলা থেকে আসা গরিব মানুষ, যারা সরকারি পরিষেবার উপর নির্ভরশীল, তাঁদের কপালে হাত । নুন আনতে পান্তা ফুরানোর সংসারে ওষুধ আনতে কলকাতায় নিয়মিত আসার খরচ দেবে কে ? উত্তর হাতড়াচ্ছেন অসহায় রোগী ও তাঁদের পরিবার-পরিজনরা ।

সংগঠনের কলকাতার জেলা সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্র

আরও পড়ুন : ট্যাবলেট খেলেই নামবে বিষ, সর্পদংশনে প্রাণ বাঁচাতে নয়া দিশা দেখাতে পারে ন্যাশনাল মেডিকেল কলেজ

এই নির্দেশিকার প্রতিবাদে সরব হয়েছে চিকিৎসক সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার । সংগঠনের রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র বলেন, ‘‘সরকারি হাসপাতালে চিকিৎসার মান যেভাবে তলানীতে ঠেকছে তার প্রমাণ এই সার্কুলার । মেডিকেল কলেজে যেভাবে আউটডোর বেসিস মেডিসিন 7 দিনের জন্য দেওয়ার কথা বলা হচ্ছে, তাতে গরিব মানুষের চিকিৎসার অধিকার কেড়ে নেওয়ারই নামান্তর । আমরা অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহারের দাবি করছি ৷’’ প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কলকাতার জেলা সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্রও ৷

কলকাতা, 17 ফেব্রুয়ারি : ন্যাশনাল মেডিকেল কলেজে রোগীদের ওষুধ দেওয়ার সময়সীমায় লাগাম টানার পথে কর্তৃপক্ষ ৷ সম্প্রতি এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ তারপরেই এর প্রতিবাদে সরব হল চিকিৎসক সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার (Calcutta National Medical College News) ৷

বিগত কয়েক বছর ধরেই রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবায় লাগাতার কোপ পড়েই চলেছে । সরকারি হাসপাতালের তালিকা থেকে বহু জীবনদায়ী ওষুধ বাদ পড়েছে ৷ ফলে সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ ৷ এবার খাস কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে একটি নির্দেশিকা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে ।

হাসপাতালের নির্দেশিকা অনুসারে বলা হয়েছে, এবার থেকে জরুরি বিভাগে আসা রোগীকে মাত্র 3 দিনের জন্য ও বহির্বিভাগে চিকিৎসা করা রোগীদের 7 দিনের বেশি ওষুধ দেওয়া যাবে না । হাসপাতালের সমস্ত চিকিৎসককে এই নির্দেশ দ্রুত বাস্তবায়ন করতে বলা হয়েছে । অর্থাৎ যে সমস্ত রোগীকে টানা ওষুধ খেতে হয়, তাঁদেরও 7 দিনের জন্যই ওষুধ দেওয়া হবে । ফের হাসপাতালে এসে পরের 7 দিনের ওষুধ নিয়ে যেতে হবে । ফলে জেলা থেকে আসা গরিব মানুষ, যারা সরকারি পরিষেবার উপর নির্ভরশীল, তাঁদের কপালে হাত । নুন আনতে পান্তা ফুরানোর সংসারে ওষুধ আনতে কলকাতায় নিয়মিত আসার খরচ দেবে কে ? উত্তর হাতড়াচ্ছেন অসহায় রোগী ও তাঁদের পরিবার-পরিজনরা ।

সংগঠনের কলকাতার জেলা সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্র

আরও পড়ুন : ট্যাবলেট খেলেই নামবে বিষ, সর্পদংশনে প্রাণ বাঁচাতে নয়া দিশা দেখাতে পারে ন্যাশনাল মেডিকেল কলেজ

এই নির্দেশিকার প্রতিবাদে সরব হয়েছে চিকিৎসক সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার । সংগঠনের রাজ্য সম্পাদক ডাঃ অংশুমান মিত্র বলেন, ‘‘সরকারি হাসপাতালে চিকিৎসার মান যেভাবে তলানীতে ঠেকছে তার প্রমাণ এই সার্কুলার । মেডিকেল কলেজে যেভাবে আউটডোর বেসিস মেডিসিন 7 দিনের জন্য দেওয়ার কথা বলা হচ্ছে, তাতে গরিব মানুষের চিকিৎসার অধিকার কেড়ে নেওয়ারই নামান্তর । আমরা অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহারের দাবি করছি ৷’’ প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কলকাতার জেলা সম্পাদক চিকিৎসক বিপ্লব চন্দ্রও ৷

Last Updated : Feb 17, 2022, 11:59 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.