কলকাতা, 8 সেপ্টেম্বর : শুধু মিছিল, সমাবেশ করে সাধারণ মানুষের মন জয় করা যাবে না । ফেরানো যাবে না হারানো মাটি । তাই, সাধারণ মানুষের কাছে, একেবারে তৃণমূল স্তরে পৌঁছতে হবে । জেলাগুলিতে এমনই নির্দেশ দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট ।
বুধ ও বৃহস্পতিবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠক (CPIM State Committee Meeting) চলছে । সিপিএম সূত্রে খবর, বুধবারের বৈঠকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary Md Salim) বলেন, ‘‘শাসক দলের বিরুদ্ধে তথা নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে চুরি-দুর্নীতির অভিযোগে মিটিং, মিছিল হচ্ছে । জেলায় জেলায় ভালো সাড়া পাওয়া গিয়েছে । কিন্তু, তার মানে এটা নয় যে, সাধারণ মানুষের আমাদের সঙ্গ দেবেন । গ্রামে গ্রামে-পঞ্চায়েতে এলাকায় গুচ্ছ গুচ্ছ চুরি, দুর্নীতি, সন্ত্রাস আছে । সেগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ করতে হবে । কোনোরকম সময় নষ্ট করা যাবে না ।"
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-সহ একাধিক তৃণমূল (Trinamool Congress) নেতা গ্রেফতার হয়েছেন ৷ বিভিন্ন মামলায় বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধারের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে । পাড়ার চায়ের ঠেক থেকে শুরু করে সরকারি দফতরের ক্যান্টিনে আলোচনা চলছে চুরি দুর্নীতি নিয়ে ।
রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি (BJP)-সিপিএম তথা বামেরা এই ইস্যুকে কাজে লাগিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছেন । আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সিপিএম হারানো জমি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে । কিন্তু রাস্তার মোড়ে, এলাকার বড় গ্রাউন্ডে এই মিটিং মিছিল করে ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে ফেরা একদিনে সম্ভব নয় বলেও অনুভব করেছে আলিমুদ্দিনের কর্তা ব্যক্তিরা । তাই, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) কোনোরকম ফাঁকফোকর না রাখতেই সমস্ত রকম প্রস্তুতিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে ।
সিপিএম সূত্রের আরও খবর, লাগাতার গত দেড় দু’মাস ধরে জেলায় জেলায় যে কর্মসূচিগুলো চলছে, তাতে সাধারণ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও জেলার নেতারা আলিমুদ্দিনকে জানিয়েছে । সদ্য সমাপ্ত এসএফআই জাঠাতেও কলেজ স্ট্রিটে জমায়েতে সন্তুষ্ট আলিমুদ্দিন । তাই লড়াই আন্দোলন থেকে শুরু করে জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির ধারাবাহিকতা বজায় রেখে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলস্তরে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর । হয়তো কয়েকদিনের মধ্যেই তৃণমূলের স্তরে পৌঁছানোর রূপরেখাও আলিমুদ্দিন জেলাগুলোকে জানাবে ।
আরও পড়ুন : শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানে বিকল্প পথের সন্ধান দেবে সিপিএম-এর 'মিশন 360 ডিগ্রি'!