ETV Bharat / city

Salim Slams Mamata: সাদা কাপড়ে ধরনা মঞ্চ ঢেকে রেড রোডে কার্নিভাল, মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সেলিম - Md Salim slams Mamata Banerjee over puja carnival

কার্নিভালের দিন চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ সাদা কাপড়ে ঢেকে দেওয়া নিয়েও সেলিম এদিন কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমোকে (Md Salim slams Mamata Banerjee over pujo carnival) ৷ সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, উৎসব হবে না তো কী শ্রাদ্ধ হবে ! তিনি চাকরির শ্রাদ্ধ করছেন।

Salim Slams Mamata
সাদা কাপড়ে ধরনা মঞ্চ ঢেকে রেড রোডে কার্নিভাল, মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সেলিম
author img

By

Published : Oct 10, 2022, 10:08 PM IST

কলকাতা, 10 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ পালন করছে এ রাজ্যের পুলিশ। বগটুই-কাণ্ডের সময় বলেছিল, ব্লক সভাপতি না-বললে পুলিশ যাবে না। এরপর মূল অভিযুক্তকে যখন ধরা হল তারপর দ্রুত ছেড়ে দেওয়া হল ৷ কেন ছেড়ে দেওয়া হল ? কোনও নেতা-মন্ত্রীর নির্দেশ ছিল? এমনই সব প্রশ্ন তুলে মোমিনপুরের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ৷

এদিন সাংবাদিক সম্মেলনে সেলিম জানান, বামফ্রন্টের শাসনকালেও ওই এলাকা দফায়-দফায় উত্তপ্ত হয়ে উঠত ৷ কিন্তু পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেছিল তৎকালীন রাজ্যের শাসক দল ৷ পাশাপাশি এই ঘটনায় বিজেপি-র আইটি সেলের তরফে সোশাল মিডিয়ায় যে সকল উস্কানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ ? প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক ৷

আরও পড়ুন: বাংলা ভাগ ইস্যুতে বিজেপিকে কটাক্ষ সেলিমের

এখানেই শেষ নয় ৷ কার্নিভালের দিন চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ সাদা কাপড়ে ঢেকে দেওয়া নিয়েও সেলিম এদিন কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমোকে (Md Salim slams Mamata Banerjee over pujo carnival) ৷ সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, উৎসব হবে না তো কী শ্রাদ্ধ হবে ! তিনি চাকরির শ্রাদ্ধ করছেন। অনশন মঞ্চ সাদা কাপড়ে ঢেকে দিয়েছেন। বঞ্চনা এভাবে ঢাকতে পারবেন না।"

কলকাতা, 10 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ পালন করছে এ রাজ্যের পুলিশ। বগটুই-কাণ্ডের সময় বলেছিল, ব্লক সভাপতি না-বললে পুলিশ যাবে না। এরপর মূল অভিযুক্তকে যখন ধরা হল তারপর দ্রুত ছেড়ে দেওয়া হল ৷ কেন ছেড়ে দেওয়া হল ? কোনও নেতা-মন্ত্রীর নির্দেশ ছিল? এমনই সব প্রশ্ন তুলে মোমিনপুরের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) ৷

এদিন সাংবাদিক সম্মেলনে সেলিম জানান, বামফ্রন্টের শাসনকালেও ওই এলাকা দফায়-দফায় উত্তপ্ত হয়ে উঠত ৷ কিন্তু পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করেছিল তৎকালীন রাজ্যের শাসক দল ৷ পাশাপাশি এই ঘটনায় বিজেপি-র আইটি সেলের তরফে সোশাল মিডিয়ায় যে সকল উস্কানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ ? প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক ৷

আরও পড়ুন: বাংলা ভাগ ইস্যুতে বিজেপিকে কটাক্ষ সেলিমের

এখানেই শেষ নয় ৷ কার্নিভালের দিন চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চ সাদা কাপড়ে ঢেকে দেওয়া নিয়েও সেলিম এদিন কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমোকে (Md Salim slams Mamata Banerjee over pujo carnival) ৷ সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, উৎসব হবে না তো কী শ্রাদ্ধ হবে ! তিনি চাকরির শ্রাদ্ধ করছেন। অনশন মঞ্চ সাদা কাপড়ে ঢেকে দিয়েছেন। বঞ্চনা এভাবে ঢাকতে পারবেন না।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.