ETV Bharat / city

দেশের আত্মনির্ভরতাকে ধ্বংস করার ইঙ্গিত দিয়েছেন নির্মলা, মন্তব্য সেলিমের - CPI(M)

মুদ্রা প্রকল্প বাদ দিয়ে সব পুরোনো প্রকল্পের কথাই ঘুরিয়ে-ফিরিয়ে বললেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।নির্মলা সীতারমনের বক্তব্যকে জুমলাই বা মিথ্যাচার বলে মন্তব্য করলেন CPI(M)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। মানুষকে বোকা বানানো হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। মহম্মদ সেলিম বলেন, "EPF-এর যে টাকা কর্মচারীর ব্যাঙ্কে পড়ত, সেই টাকা তাঁর হাতে আসবে। এতে নতুনত্ব কিছু নেই। এখানে কুড়ি লাখ কোটি টাকার কী আছে? পরিকল্পনাহীন লকডাউনে, বহু মানুষের সমস্যা তৈরি হয়েছে। তাদের কথা ভেবে ছয় মাস পর মেয়াদ বর্ধিত করা হয়েছে। এটা খুব স্বাভাবিক।"

md salim
মহম্মদ সেলিম
author img

By

Published : May 14, 2020, 12:16 AM IST

কলকাতা,13 মে : গতকাল প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের নাম করে নতুন ভিশনের কথা বলেছিলেন। 20 লাখ কোটি টাকার আর্থিক প‍্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আজ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বক্তৃতায় সাহিত্য করলেন, প্রধানমন্ত্রীর গুণগান করলেন, নতুন কোনো দিশা দেখাতে পারলেন না । আজ এভাবে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন CPI(M)-এর পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। অর্থমন্ত্রীর বক্তৃতায় পুরনো কথাই নতুন মোড়কে উপস্থাপন করা হলো বলে অভিযোগ করলেন বিরোধীরা।


মুদ্রা প্রকল্প বাদ দিয়ে সব পুরনো প্রকল্পের কথাই ঘুরিয়ে-ফিরিয়ে বললেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।নির্মলা সীতারমনের বক্তব্যকে জুমলাই বা মিথ্যাচার বলে মন্তব্য করলেন CPI(M)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। মানুষকে বোকা বানানো হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। মহম্মদ সেলিম বলেন, "EPF-এর যে টাকা কর্মচারীর ব্যাঙ্কে পড়ত, সেই টাকা তাঁর হাতে আসবে। এতে নতুনত্ব কিছু নেই। এখানে কুড়ি লাখ কোটি টাকার কি আছে? পরিকল্পনাহীন লকডাউনে, বহু মানুষের সমস্যা তৈরি হয়েছে। তাদের কথা ভেবে ছয় মাস পর মেয়াদ বর্ধিত করা হয়েছে। এটা খুব স্বাভাবিক।"

তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আর্থিক নীতির সমালোচনা করে বলেন, "অর্থমন্ত্রীর ভাষণে কোথাও নেই বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার প্রসঙ্গ। দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেওয়ার প্রসঙ্গ । এছাড়া শ্রমজীবীদের কথাও উল্লেখ করেননি অর্থমন্ত্রী। দু কোটি বেকারের চাকরির কথাও নেই তাঁর বক্তব্যে। দেশের আত্মনির্ভরতাকে ধ্বংস করার ইঙ্গিত দিয়েছেন নির্মলা সীতারমন।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করে CPI(M)-এর কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, "আত্মনির্ভরতাকে ধ্বংস করে কর্পোরেট সংস্থাকে পাইয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন দেশের প্রধানমন্ত্রী। দেশকে ধ্বংস করে রিলায়েন্স কোম্পানির জন্য আত্মনির্ভর করার কথাই বলেছেন প্রধানমন্ত্রী" ।

কলকাতা,13 মে : গতকাল প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের নাম করে নতুন ভিশনের কথা বলেছিলেন। 20 লাখ কোটি টাকার আর্থিক প‍্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আজ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বক্তৃতায় সাহিত্য করলেন, প্রধানমন্ত্রীর গুণগান করলেন, নতুন কোনো দিশা দেখাতে পারলেন না । আজ এভাবে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন CPI(M)-এর পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। অর্থমন্ত্রীর বক্তৃতায় পুরনো কথাই নতুন মোড়কে উপস্থাপন করা হলো বলে অভিযোগ করলেন বিরোধীরা।


মুদ্রা প্রকল্প বাদ দিয়ে সব পুরনো প্রকল্পের কথাই ঘুরিয়ে-ফিরিয়ে বললেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।নির্মলা সীতারমনের বক্তব্যকে জুমলাই বা মিথ্যাচার বলে মন্তব্য করলেন CPI(M)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম। মানুষকে বোকা বানানো হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। মহম্মদ সেলিম বলেন, "EPF-এর যে টাকা কর্মচারীর ব্যাঙ্কে পড়ত, সেই টাকা তাঁর হাতে আসবে। এতে নতুনত্ব কিছু নেই। এখানে কুড়ি লাখ কোটি টাকার কি আছে? পরিকল্পনাহীন লকডাউনে, বহু মানুষের সমস্যা তৈরি হয়েছে। তাদের কথা ভেবে ছয় মাস পর মেয়াদ বর্ধিত করা হয়েছে। এটা খুব স্বাভাবিক।"

তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আর্থিক নীতির সমালোচনা করে বলেন, "অর্থমন্ত্রীর ভাষণে কোথাও নেই বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার প্রসঙ্গ। দেশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেওয়ার প্রসঙ্গ । এছাড়া শ্রমজীবীদের কথাও উল্লেখ করেননি অর্থমন্ত্রী। দু কোটি বেকারের চাকরির কথাও নেই তাঁর বক্তব্যে। দেশের আত্মনির্ভরতাকে ধ্বংস করার ইঙ্গিত দিয়েছেন নির্মলা সীতারমন।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করে CPI(M)-এর কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, "আত্মনির্ভরতাকে ধ্বংস করে কর্পোরেট সংস্থাকে পাইয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন দেশের প্রধানমন্ত্রী। দেশকে ধ্বংস করে রিলায়েন্স কোম্পানির জন্য আত্মনির্ভর করার কথাই বলেছেন প্রধানমন্ত্রী" ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.