ETV Bharat / city

Md Salim: নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থর পর গোটা মন্ত্রিসভার অপসারণ চাইলেন সেলিম - মহম্মদ সেলিম

তৃণমূল মানেই এনি টাইম মানি কোম্পানি, বললেন মহম্মদ সেলিম(Md Salim) ৷ পার্থ চট্টোপাধ্যায়ের পর মমতা-সহ গোটা মন্ত্রিসভার পদত্যাগ দাবি করলেন তিনি ৷

Md Salim
Md Salim
author img

By

Published : Jul 28, 2022, 7:22 PM IST

কলকাতা, 28 জুলাই: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) রাজ্য সরকারের গোটা মন্ত্রিসভার অপসারণ চাইলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) । বৃহস্পতিবার শিল্প, বাণিজ্য, পরিষদীয় এবং তথ্যপ্রযুক্তি-তিনটি দফতর থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) । রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন । তারপরই এই মন্তব্য করেন সেলিম(Md Salim demands Mamata Banerjee cabinet resignation on Recruitment scam) ৷

তিনি বলেন, "পার্থর অপসারণ প্রত্যাশিত ছিল । এই গোটা দুর্নীতিটাই তৃণমূলের ৷ পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হলে ব্রাত্যকে নয় কেন।" সেলিম আরও প্রশ্ন তোলেন, মানিক ভট্টাচার্যের যোগ্যতা কী ছিল । এখন টাকা উদ্ধার হওয়ার পর তৃণমূল দ্বায়িত্ব এড়াতে চাইছে । সব ক্ষেত্রেই মা মাটি হলে, এখন নয় কেন?" তিনি আরও বলেন, "পার্থ চট্টোপাধ্যায় মাছি নয় । যে তুলে ফেলে দিলে রাজ্য দুর্নীতি মুক্ত হয়ে যাবে । চায়ের কাপের মতো ৷ রাজ্য সরকারে এজেন্সিগুলিকে অকেজো করে রেখেছে । পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ আগে বলুক তারা ব্যর্থ । মুখ্যমন্ত্রী তাদের কাজ করতে দেয়নি ।" বিপুল টাকা উদ্ধারের ঘটনায় সেলিমের কটাক্ষ," তৃণমূল মানেই এনি টাইম মানি কোম্পানি । এই দুর্নীতির বিরুদ্ধে আগামিদিনে জেলায় জেলায় আরও জোরদার বিক্ষোভ আন্দোলন হবে ।"

তৃণমূল মানেই এনি টাইম মানি কোম্পানি, বললেন মহম্মদ সেলিম

আরও পড়ুন: তৃণমূলের সব পদ থেকে অপসারিত পার্থ, ঘোষণা অভিষেকের

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির তদন্ত চলাকালীন দু’দফায় প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ সোনা থেকে শুরু করে আরও কয়েক কোটি টাকার সম্পত্তিও উদ্ধার করেছে ৷ সূত্রের খবর অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) জেরায় জানিয়েছেন যে ওই টাকা পার্থর ৷ ফলে চাপ আরও বাড়ে পার্থর অপসারণ নিয়ে ৷ শেষ পর্যন্ত পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়েই দিলেন মুখ্যমন্ত্রী ৷ এরপর তৃণমূলের সমস্ত পদ থেকেও আপাতত পার্থকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে ঘোষণা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

কলকাতা, 28 জুলাই: নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) রাজ্য সরকারের গোটা মন্ত্রিসভার অপসারণ চাইলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) । বৃহস্পতিবার শিল্প, বাণিজ্য, পরিষদীয় এবং তথ্যপ্রযুক্তি-তিনটি দফতর থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) । রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন । তারপরই এই মন্তব্য করেন সেলিম(Md Salim demands Mamata Banerjee cabinet resignation on Recruitment scam) ৷

তিনি বলেন, "পার্থর অপসারণ প্রত্যাশিত ছিল । এই গোটা দুর্নীতিটাই তৃণমূলের ৷ পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হলে ব্রাত্যকে নয় কেন।" সেলিম আরও প্রশ্ন তোলেন, মানিক ভট্টাচার্যের যোগ্যতা কী ছিল । এখন টাকা উদ্ধার হওয়ার পর তৃণমূল দ্বায়িত্ব এড়াতে চাইছে । সব ক্ষেত্রেই মা মাটি হলে, এখন নয় কেন?" তিনি আরও বলেন, "পার্থ চট্টোপাধ্যায় মাছি নয় । যে তুলে ফেলে দিলে রাজ্য দুর্নীতি মুক্ত হয়ে যাবে । চায়ের কাপের মতো ৷ রাজ্য সরকারে এজেন্সিগুলিকে অকেজো করে রেখেছে । পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ আগে বলুক তারা ব্যর্থ । মুখ্যমন্ত্রী তাদের কাজ করতে দেয়নি ।" বিপুল টাকা উদ্ধারের ঘটনায় সেলিমের কটাক্ষ," তৃণমূল মানেই এনি টাইম মানি কোম্পানি । এই দুর্নীতির বিরুদ্ধে আগামিদিনে জেলায় জেলায় আরও জোরদার বিক্ষোভ আন্দোলন হবে ।"

তৃণমূল মানেই এনি টাইম মানি কোম্পানি, বললেন মহম্মদ সেলিম

আরও পড়ুন: তৃণমূলের সব পদ থেকে অপসারিত পার্থ, ঘোষণা অভিষেকের

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির তদন্ত চলাকালীন দু’দফায় প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছে ৷ সোনা থেকে শুরু করে আরও কয়েক কোটি টাকার সম্পত্তিও উদ্ধার করেছে ৷ সূত্রের খবর অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) জেরায় জানিয়েছেন যে ওই টাকা পার্থর ৷ ফলে চাপ আরও বাড়ে পার্থর অপসারণ নিয়ে ৷ শেষ পর্যন্ত পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়েই দিলেন মুখ্যমন্ত্রী ৷ এরপর তৃণমূলের সমস্ত পদ থেকেও আপাতত পার্থকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে ঘোষণা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.