কলকাতা, 17 মার্চ : সিপিআইএমের নতুন রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম (Md Salim becomes CPIM state Secretary) ৷ এই পদের দৌড়ে শ্রীদীপ ভট্টাচার্যকে পিছনে ফেলে শেষ হাসি হাসলেন বুদ্ধদেব ভট্টাচার্য ঘনিষ্ট প্রাক্তন এই সাংসদ ৷ সিপিআইএমের রাজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য সম্পাদক হিসাবে সেলিমের নাম ঘোষণা করা হয় ৷ সঙ্গে সঙ্গে নতুন রাজ্য কমিটিও ঘোষণা করা হল ৷
শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ীদের রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে টেক্কা দিলেন মহম্মদ সেলিম । পলিটব্যুরো সদস্য, প্রাক্তন সাংসদের হাতেই আলিমুদ্দিন তাদের লড়াইয়ের ব্যাটন তুলে দিল । রাজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য সম্পাদক কে হবেন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে । সেই জল্পনারই সমাপ্তি ঘটল সেলিম নাম ঘোষণার মধ্য দিয়ে ৷
বিদায়ী সম্পাদক সূর্যকান্ত মিশ্রের জায়গায় শ্রীদীপ ভট্টাচার্য ছিলেন দৌড়ে সবার আগে । শিবপুর বিই কলেজের প্রাক্তনী মূলত তাত্ত্বিক নেতা । রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমানে কঠিন অবস্থায় বামফ্রন্ট তথা সিপিএম । এই অবস্থায় আন্দোলনের মধ্যে দিয়ে হৃত জমি উদ্ধার কঠিন চ্যালেঞ্জ । এই পরিস্থিতিতে আলিমুদ্দিনের ম্যানেজাররা শ্রীদীপকে পছন্দ করলেও তাঁদের রুখলেন পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । তিনদিনের রাজ্য সম্মেলনে উপস্থিত না থাকলেও সিদ্ধান্ত গ্রহণে তাঁর মূল্যবান পরামর্শ এবং ভূমিকা রয়েছে । তাঁর পরামর্শেই মহম্মদ সেলিম প্রাথমিকভাবে পিছিয়ে থাকলেও শেষ ল্যাপে বাজি মারলেন ।
আরও পড়ুন : BJP Walkout : বিধানসভায় বিজেপি বিধায়কদের নিঃশব্দে কক্ষত্যাগ, ঘটনাকে অশোভন বললেন অধ্যক্ষ বিমান