ETV Bharat / city

বাড়েনি সচেতনতা, কলকাতার রাস্তায় এখনও মাস্কহীন অনেকেই - kolkata

একাধিকবার প্রশাসনের তরফে শহরবাসীকে আবেদন জানানো হয়েছে মাস্ক পরে বেড়োনোর জন্য । তারপরও তোয়াক্কা করছে একাংশ । সোমবার এই বিষয়ে ধরপাকড় চালায় পুলিশ । শুধুমাত্র সাউথ ডিভিশনেই 111 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় । আর গতকাল সকাল থেকে কলকাতা পুলিশের সবকটি ডিভিশন এবং ট্রাফিক গার্ডের তরফ বিলি করা হল প্রচুর মাস্ক । চলল সচেতনতা মূলক প্রচার ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 3, 2020, 9:35 AM IST

কলকাতা, 3 জুন : মাস্ক না পরে রাস্তায় বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে আগেই । প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে মাস্ক পরে বাড়ির বাইরে বের হওয়া কেন প্রয়োজন । লকডাউনের এই বিষয়ে প্রচুর ধরপাকড়ও চালায় পুলিশ । কিন্তু তাতেও মানুষের শিক্ষা হয়নি । এখনও মাস্ক না পরে রাস্তায় বের হচ্ছেন প্রচুর মানুষ । সোমবার এই বিষয়ে ধরপাকড় চালায় পুলিশ । শুধুমাত্র সাউথ ডিভিশনেই 111 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় । আর গতকাল সকাল থেকে কলকাতা পুলিশের সবকটি ডিভিশন এবং ট্রাফিক গার্ডের তরফ বিলি হল প্রচুর মাস্ক । চালল সচেতনতা মূলক প্রচার ।

তথ্য বলছে, বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে সংক্রমণের গ্রাফটা ঊর্ধ্বমুখী । আর গতকাল রাজ্যে সবথেকে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে । গত 24 ঘন্টায় 396 জনের শরীরে ভাইরাসের খোঁজ মিলেছে । গতকাল রেকর্ড মৃত্যুও হয়েছে রাজ্যে । গত 24 ঘণ্টায় 10 জন মারা গেছেন কোরোনা সংক্রমণে । এই মুহূর্তে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 6 হাজার 168 । মৃত্যু হয়েছে 263 জনের । সোমবার কোরোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল 5 হাজার 772 । অবশ্য গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 104 জন। কিন্তু আনলক পর্বে যেভাবে সংক্রমণ বাড়ছে তা কপালে ভাঁজ খেলার জন্য যথেষ্ট । এর মাঝে একশ্রেণির মানুষ মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন না । তোয়াক্কা করছেন না সামাজিক দূরত্বের । এমনকী সরকারি নির্দেশিকা অমান্য করে বাসে উঠে পড়ছেন । বলাই বাহুল্য এতে বেড়ে যাচ্ছে সংক্রমণের আশঙ্কা । বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চললে খুব দ্রুত কমিউনিটি স্প্রেড শুরু হবে । এতে অবস্থা ভয়ঙ্কর হতে পারে।

কলকাতা পুলিশ অবশ্য জানিয়ে দিয়েছে মাস্ক না পরে রাস্তায় বের হলে কিংবা সামাজিক দূরত্ব না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । কোনও দোকানের সামনে যদি সামাজিক দূরত্ব না মানা হয় তাহলে দোকানদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথা ঘোষণা করেছে লালবাজার । মাইকিংয়ের মাধ্যমে সেই বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে শহরে । কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার আগে আরও একবার শহরবাসীকে সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিলি করা হয়েছে প্রচুর মাস্ক । আরও দু'একদিন এই প্রক্রিয়া চালানো হতে পারে বলে লালবাজার সূত্রের খবর । কিন্তু তারপরেও মানুষ সচেতন না হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ।

কলকাতা, 3 জুন : মাস্ক না পরে রাস্তায় বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে আগেই । প্রশাসনের তরফে বারবার জানানো হয়েছে মাস্ক পরে বাড়ির বাইরে বের হওয়া কেন প্রয়োজন । লকডাউনের এই বিষয়ে প্রচুর ধরপাকড়ও চালায় পুলিশ । কিন্তু তাতেও মানুষের শিক্ষা হয়নি । এখনও মাস্ক না পরে রাস্তায় বের হচ্ছেন প্রচুর মানুষ । সোমবার এই বিষয়ে ধরপাকড় চালায় পুলিশ । শুধুমাত্র সাউথ ডিভিশনেই 111 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় । আর গতকাল সকাল থেকে কলকাতা পুলিশের সবকটি ডিভিশন এবং ট্রাফিক গার্ডের তরফ বিলি হল প্রচুর মাস্ক । চালল সচেতনতা মূলক প্রচার ।

তথ্য বলছে, বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে সংক্রমণের গ্রাফটা ঊর্ধ্বমুখী । আর গতকাল রাজ্যে সবথেকে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে । গত 24 ঘন্টায় 396 জনের শরীরে ভাইরাসের খোঁজ মিলেছে । গতকাল রেকর্ড মৃত্যুও হয়েছে রাজ্যে । গত 24 ঘণ্টায় 10 জন মারা গেছেন কোরোনা সংক্রমণে । এই মুহূর্তে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 6 হাজার 168 । মৃত্যু হয়েছে 263 জনের । সোমবার কোরোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল 5 হাজার 772 । অবশ্য গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 104 জন। কিন্তু আনলক পর্বে যেভাবে সংক্রমণ বাড়ছে তা কপালে ভাঁজ খেলার জন্য যথেষ্ট । এর মাঝে একশ্রেণির মানুষ মাস্ক পরে রাস্তায় বের হচ্ছেন না । তোয়াক্কা করছেন না সামাজিক দূরত্বের । এমনকী সরকারি নির্দেশিকা অমান্য করে বাসে উঠে পড়ছেন । বলাই বাহুল্য এতে বেড়ে যাচ্ছে সংক্রমণের আশঙ্কা । বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চললে খুব দ্রুত কমিউনিটি স্প্রেড শুরু হবে । এতে অবস্থা ভয়ঙ্কর হতে পারে।

কলকাতা পুলিশ অবশ্য জানিয়ে দিয়েছে মাস্ক না পরে রাস্তায় বের হলে কিংবা সামাজিক দূরত্ব না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । কোনও দোকানের সামনে যদি সামাজিক দূরত্ব না মানা হয় তাহলে দোকানদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথা ঘোষণা করেছে লালবাজার । মাইকিংয়ের মাধ্যমে সেই বার্তা ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে শহরে । কিন্তু কড়া পদক্ষেপ নেওয়ার আগে আরও একবার শহরবাসীকে সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিলি করা হয়েছে প্রচুর মাস্ক । আরও দু'একদিন এই প্রক্রিয়া চালানো হতে পারে বলে লালবাজার সূত্রের খবর । কিন্তু তারপরেও মানুষ সচেতন না হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.