কলকাতা, 31 জুলাই: এক পশলা বৃষ্টি(Rain in Kolkata) ! আর তাতেই ফের কলকাতায় ফিরে এল জমা জলের দুর্ভোগ(Waterlogged) । ভাসল ঠনঠনিয়া কালীবাড়ি, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একাংশ । জল জমল পার্কসার্কাস সেভেন পয়েন্ট থেকে মিলন মেলা যাওয়ার রাস্তাতেও । বিধান সরণি, অরবিন্দ সরণি বড়বাজারের মুক্তারাম বাবু স্ট্রীট, শিয়ালদা-সহ উত্তর কলকাতার অলিতে গলিতে জল জমে যায় ৷ দক্ষিণ কলকাতায় জল জমে সংযুক্ত এলাকার বেশ কিছু অংশে ৷
![Many places waterlogged due to rain in Kolkata](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15976491_863_15976491_1659271065727.png)
বছরের প্রথম দিকেই শুরু হয়েছিল নর্দমা থেকে পলি তোলার কাজ । একের পর এক ড্রেনেজ পাম্পিং স্টেশন সংস্কার করা, পাম্প মোতায়ন করা বিভিন্ন জায়গায়, সবটাই চলেছে জোর কদমে । বর্ষার মরশুম শুরু হলেও তেমনভাবে ঝমঝমিয়ে টানা বৃষ্টির দেখা মেলেনি এখনও । তবে রবিবারের কিছুক্ষণ টানা বৃষ্টিতে ফের চেনা ছবি কলকাতায় ৷ জলের তলায় একাধিক রাস্তা । স্বাভাবিকভাবেই কলকাতা পৌরনিগমের(Kolkata Municipal corporation)নিকাশি বিভাগের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে ।
নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং এর আগে একাধিকবার দাবি করেছেন শহরে এবার যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তাহলে জল জমবে ঠিকই তবে কয়েক ঘন্টার মধ্যেই তা নেমে যাবে । কিন্তু অল্প বৃষ্টিতেই এদিন জলমগ্ন হয়ে পড়ে কলকাতার বিভিন্ন রাস্তা ৷ এই ঘটনায় বিরোধীরা কলকাতা পৌর বোর্ডের দিকেই ব্যর্থতার আঙুল তুলছে । তাঁদের দাবি, পৌর বোর্ড নিকাশি বিভাগের কর্মকাণ্ড নিয়ে যা প্রচার করেছে বাস্তবে তার উল্টো চিত্রই ফুটে উঠছে । মাত্র কিছু সময় বৃষ্টিতেই শহরবাসীকে জমা জলের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে । তাতে টানা ভারী বর্ষণ হলে শহরবাসী জমা জলের দুর্ভোগ থেকে রক্ষা পাবে না, তা বলার অবকাশ রাখে না ।
![Many places waterlogged due to rain in Kolkata](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-jolomogno-kolkata-7210726_31072022165502_3107f_1659266702_240.jpg)
আরও পড়ুন: ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা
এদিন ঠনঠনিয়া কালীবাড়ির কাছে রাস্তায় হাঁটু সমান জল নজরে আসে । এর জেরে আশপাশের দোকানে বা বাড়ির নিচের অংশে জলমগ্ন হয়ে পড়ে । কলেজ স্ট্রিট ও মেডিক্যাল কলেজের সামনের অংশ জলমগ্ন হয়ে যায় । শুধু ঠনঠনিয়া কালীবাড়ি নয়, সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনী চক, ভিক্টোরিয়া হাউস-এর কাছেও রাস্তার একাংশ জলমগ্ন হয়ে পড়ে(Many places waterlogged due to rain in Kolkata) ।