ETV Bharat / city

Primary Education Board আদালতের নির্দেশে অপসারিত মানিক, প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল - প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা ও তদন্তের মাঝেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ৷ তাঁর স্থলাভিষিক্ত হলেন গৌতম পাল ।

manik bhattacharya removed
Primary Education Board
author img

By

Published : Aug 23, 2022, 7:03 PM IST

Updated : Aug 23, 2022, 8:19 PM IST

কলকাতা, 23 অগস্ট: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা ও তদন্তের মাঝেই প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Primary Education Board) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ৷ তাঁর স্থলাভিষিক্ত হলেন ডঃ গৌতম পাল । কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তিনি ৷

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Recruitment Scam) তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ অনেক আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ । নতুন সভাপতি নিযুক্ত না-হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী, এমনটাই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য । কিন্তু তাঁর আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । অবশেষে মানিক ভট্টাচার্যকে তাঁর পদ থেকে সরানো হল ।

আরও পড়ুন: মানিক ভট্টাচার্যের অপসারণকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ

পাশাপাশি মানিক ভট্টাচার্যের তৈরি করা কমিটিও বদলে ফেলা হয়েছে । প্রাথমিক শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার নতুন একটি অ্যাডহক কমিটি তৈরি করেছে । কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গৌতম পালের নেতৃত্বে এগারো সদস্যের এই কমিটি আগামী এক বছর ধরে কাজ করবে বলে বিদ্যালয় শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে । সেই কমিটিতে রয়েছেন নিসৃংহপ্রসাদ ভাদুড়ি, ডঃ স্বাতী গুহ, অধ্যাপক অভীক মজুমদার, মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতির মত ব্যক্তিরা ৷

কলকাতা, 23 অগস্ট: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা ও তদন্তের মাঝেই প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Primary Education Board) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ৷ তাঁর স্থলাভিষিক্ত হলেন ডঃ গৌতম পাল । কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তিনি ৷

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Recruitment Scam) তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ অনেক আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ । নতুন সভাপতি নিযুক্ত না-হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী, এমনটাই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য । কিন্তু তাঁর আবেদনে সাড়া দেয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ । অবশেষে মানিক ভট্টাচার্যকে তাঁর পদ থেকে সরানো হল ।

আরও পড়ুন: মানিক ভট্টাচার্যের অপসারণকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদ

পাশাপাশি মানিক ভট্টাচার্যের তৈরি করা কমিটিও বদলে ফেলা হয়েছে । প্রাথমিক শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার নতুন একটি অ্যাডহক কমিটি তৈরি করেছে । কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ গৌতম পালের নেতৃত্বে এগারো সদস্যের এই কমিটি আগামী এক বছর ধরে কাজ করবে বলে বিদ্যালয় শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে । সেই কমিটিতে রয়েছেন নিসৃংহপ্রসাদ ভাদুড়ি, ডঃ স্বাতী গুহ, অধ্যাপক অভীক মজুমদার, মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতির মত ব্যক্তিরা ৷

Last Updated : Aug 23, 2022, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.